কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় কেন্দ্র দখল, জাল ভোট নিয়ে তেমন উত্তেজনা না হলেও নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধসহ বিক্ষিপ্ত ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
এদিকে মুরাদনগরের ধামঘর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে আটকের খবরে তাঁর সমর্থকেরা পরমতলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তা সরিয়ে দেয়। এ সময় স্ট্রাইকিং ফোর্সের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। বাংগরা পশ্চিম ইউপির দীঘিরপাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে পোলিং কর্মকর্তার প্রক্সি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনকে প্রভাবিত করার অপরাধে মুরাদনগর এলজিইডি কার্যালয়ের এক কার্য সহকারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আবার শ্রীকাইল ইউপির উত্তর পেন্নাই এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহারকে সমর্থন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়ার বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষ এক প্রার্থী। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর, মালামাল লুটপাট ও হামলায় আহত হয়েছে ১০ জন।
একইভাবে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য বাহাউদ্দিন, আনোয়ার হোসেন, হাবিব ও কাদির। আনোয়ার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রে দায়িত্বরত এএসআই সত্যজিৎ ধর জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, এই কেন্দ্রটি খুবই ছোট। তবে ভোটারদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় বাগ্বিতণ্ডার ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে মুরাদনগর উপজেলার ২২ ইউপির ২১টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৩টিতে ১টি সংরক্ষিত সদস্যসহ ৪টি পদে ব্যালটে নির্বাচন হয়। এ উপজেলার ৩টি ইউপির ৪টি সদস্যপদ ছাড়া সব কটি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যপদে একক প্রার্থী হওয়ায় সবাই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
কুমিল্লার মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় কেন্দ্র দখল, জাল ভোট নিয়ে তেমন উত্তেজনা না হলেও নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধসহ বিক্ষিপ্ত ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
এদিকে মুরাদনগরের ধামঘর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে আটকের খবরে তাঁর সমর্থকেরা পরমতলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তা সরিয়ে দেয়। এ সময় স্ট্রাইকিং ফোর্সের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। বাংগরা পশ্চিম ইউপির দীঘিরপাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে পোলিং কর্মকর্তার প্রক্সি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনকে প্রভাবিত করার অপরাধে মুরাদনগর এলজিইডি কার্যালয়ের এক কার্য সহকারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আবার শ্রীকাইল ইউপির উত্তর পেন্নাই এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহারকে সমর্থন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়ার বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষ এক প্রার্থী। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর, মালামাল লুটপাট ও হামলায় আহত হয়েছে ১০ জন।
একইভাবে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য বাহাউদ্দিন, আনোয়ার হোসেন, হাবিব ও কাদির। আনোয়ার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রে দায়িত্বরত এএসআই সত্যজিৎ ধর জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, এই কেন্দ্রটি খুবই ছোট। তবে ভোটারদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় বাগ্বিতণ্ডার ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে মুরাদনগর উপজেলার ২২ ইউপির ২১টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৩টিতে ১টি সংরক্ষিত সদস্যসহ ৪টি পদে ব্যালটে নির্বাচন হয়। এ উপজেলার ৩টি ইউপির ৪টি সদস্যপদ ছাড়া সব কটি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যপদে একক প্রার্থী হওয়ায় সবাই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৪ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে