মেঝেতে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী আটক 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১৫: ৪৩

নোয়াখালীতে মুর্শিদা বেগম (৫২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। 

আজ রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার কাদির হানিফ ৮ নম্বর ওয়ার্ড নিত্যানন্দপুর গ্রামের ছমির হাজির বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। আটক বাচ্চু মিয়া (৬৫) ওই গ্রামের বাসিন্দা। 

স্থানীরা জানান, শনিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন মুর্শিদা। আজ সকালে ওই বাড়ির এক নারী ঘরের মেঝেতে মুর্শিদার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় বাচ্চু মিয়া ওই কক্ষেই ছিলেন। ওই নারী চিৎকার করলে আশপাশের সবাই ঘটনাস্থলে জড়ো হন। পরে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ কল দিলে পুলিশ এসে লাশ উদ্ধার ও বাচ্চু মিয়াকে আটক করে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বটি দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। 

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে বাচ্চু মিয়া মুর্শিদাকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার পর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার দেখানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত