হোমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ২

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৪৫

কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির দেড় লক্ষাধিক নগদ টাকাও জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মিরশ্বীকারি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মোখলেছ বাবুর্চি (৪৫) ও কারারকান্দি দক্ষিণপাড়ার রিয়াজুল হকের ছেলে মো. ইমরান হোসেন (২২)। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার মিরশ্বকারি গ্রামের মো. উজ্জ্বলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে উজ্জ্বল পালিয়ে যান। পরে তাঁর শোয়ার ঘর থেকে তিনটি রামদা, একটি লম্বা ছেনি, দুটি চাইনিজ কুড়াল, দুটি লোহার দামা, একটি স্টিলের চাপাতি, একটি ছোরা, একটি মাছ মার্কা টিপছোরা, একটি কাঠের লাঠি ও মাদক বিক্রির ১ লাখ ৬৭ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ৬২টি ইয়াবা জব্দ করা হয়েছে। 

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত