কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক অসহায় পরিবারকে মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইমরুল কায়েস বুলবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত বুলবুল কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ার মৃত শেখ মকবুল আহমদের ছেলে।
লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, বুলবুল নিজেকে সত্যের সন্ধানে জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার সমগ্র বাংলাদেশের উপদেষ্টা পরিচয় দিয়ে একই ইউনিয়নের প্রয়াত হিমাংসু বিমল শীলের নামে ২০২১ সালে মুক্তিযোদ্ধা সনদ আনিয়ে দেওয়ার কথা বলে। তাঁর পরিবার থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার কথা বলে। তবে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় বুলবুল।
হিমাংসু বিমল শীলের মেয়ে রাধীকা রানী শীল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা হিমাংসু বিমল শীল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু তাঁর নামটি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বাবা বেঁচে থাকতে অনেক চেষ্টা করেছেন তালিকাভুক্ত হওয়ার জন্য। বুকভরা কষ্ট নিয়ে ২০১৯ সালে তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘এলাকার সবাই জানে আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমার বাবার পরিচিত হওয়ায় ইমরুল কায়েস বুলবুল মুক্তিযোদ্ধার সনদ এনে দেবেন বলে আমাদের কাছ থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। অভাবের সংসারে অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে দেওয়া হয়েছে, এই প্রতারকের শাস্তি দাবি করে ইউএনও বরাবর আবেদন করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরুল কায়েস বুলবুল টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, হিমাংসু একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, তাঁর পরিবার কষ্টে দিন যাপন করছেন। তাঁদের সহযোগিতা করতে করেছেন বলে দাবি করেন।
ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, মুক্তিযোদ্ধা সনদ এনে দেওয়ার কথা বলে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইমরুল কায়েস বুলবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাধীকা রানী শীল নামের এক নারী লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক অসহায় পরিবারকে মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইমরুল কায়েস বুলবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত বুলবুল কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়ার মৃত শেখ মকবুল আহমদের ছেলে।
লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, বুলবুল নিজেকে সত্যের সন্ধানে জনস্বার্থে দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার সমগ্র বাংলাদেশের উপদেষ্টা পরিচয় দিয়ে একই ইউনিয়নের প্রয়াত হিমাংসু বিমল শীলের নামে ২০২১ সালে মুক্তিযোদ্ধা সনদ আনিয়ে দেওয়ার কথা বলে। তাঁর পরিবার থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার কথা বলে। তবে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় বুলবুল।
হিমাংসু বিমল শীলের মেয়ে রাধীকা রানী শীল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা হিমাংসু বিমল শীল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু তাঁর নামটি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বাবা বেঁচে থাকতে অনেক চেষ্টা করেছেন তালিকাভুক্ত হওয়ার জন্য। বুকভরা কষ্ট নিয়ে ২০১৯ সালে তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘এলাকার সবাই জানে আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমার বাবার পরিচিত হওয়ায় ইমরুল কায়েস বুলবুল মুক্তিযোদ্ধার সনদ এনে দেবেন বলে আমাদের কাছ থেকে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। অভাবের সংসারে অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে দেওয়া হয়েছে, এই প্রতারকের শাস্তি দাবি করে ইউএনও বরাবর আবেদন করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরুল কায়েস বুলবুল টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, হিমাংসু একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, তাঁর পরিবার কষ্টে দিন যাপন করছেন। তাঁদের সহযোগিতা করতে করেছেন বলে দাবি করেন।
ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, মুক্তিযোদ্ধা সনদ এনে দেওয়ার কথা বলে সাড়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইমরুল কায়েস বুলবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাধীকা রানী শীল নামের এক নারী লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৭ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে