প্রতিনিধি, চাঁদপুর
বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই দেশের অন্যতম নৌবন্দর চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। এ ক্ষেত্রে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়েছে। লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সরকারি সিদ্ধান্তও উপেক্ষিত ছিল। এতে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
লকডাউনের কারণে ২১ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে লঞ্চে উঠতে দেখা গেছে যাত্রীদের। এর আগে লঞ্চ চলার খবরে বুধবার দিবাগত রাতে চাঁদপুর লঞ্চঘাটে অনেক যাত্রী ভিড় করেছিল। তবে রাতে কোনো লঞ্চ ছেড়ে যায়নি চাঁদপুর ঘাট থেকে।
এদিকে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮টি যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়। যদিও বিআইডব্লিউটিএ বলছে, ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চাঁদপুর ঘাট ছেড়েছে লঞ্চগুলো।
চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ইগল লঞ্চের যাত্রী আলী আশরাফ বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকা যাচ্ছি। যাত্রী অনেক বেশি। কিছু করার তো নাই, সবাইকে বিশেষ প্রয়োজনেই করোনার এমন সময়ে যাতায়াত করতে হচ্ছে। আমি তো মাস্ক ব্যবহার করছি, কিন্তু কেউ কেউ করছে না, এটা ঠিক না।’
ইগল লঞ্চের সুপারভাইজার আলী আজগর সরকার বলেন, ‘যাত্রী বেশি হওয়ায় আমরাও বিব্রত। ঘাটে কোনো লঞ্চ ভেড়ামাত্র যাত্রীরা লঞ্চে উঠতে হুড়োহুড়ি করে। তারা মনে করে, লঞ্চে জায়গা পাবে না। তাদের তাড়াহুড়ো করার কারণে স্বাস্থ্যবিধি নষ্ট হচ্ছে। অথচ লঞ্চের ভেতর অনেক আসন খালি। আমরা যাত্রীদের মাস্ক নিশ্চিত এবং হ্যান্ড সেনিটাইজার দিয়ে লঞ্চে প্রবেশ করাচ্ছি; যাতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয়।’
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহেদুল ইসলাম বলেন, ‘প্রথম দিন হিসেবে যাত্রীদের ভিড় একটু বেশি ছিল। সকাল থেকে আমরা ঘাটে নজরদারি রেখেছি, যাতে যাত্রীদের কোনোরূপ সমস্যা না হয় এবং স্বাস্থ্যবিধি মানা হয়। নৌ–পুলিশের সদস্যরা প্রতিটি লঞ্চে প্রবেশ করে নজরদারি করছেন।’
বিআইডব্লিউটিএর চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ‘প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সেই বিষয়ে লঞ্চের সুপারভাইজারদের অবগত করা হয়েছে। এ ছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। আমাদের পাশাপাশি লঞ্চঘাটে নৌ-পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন। আশা করি সামনের দিনগুলোয় যাত্রীদের চাপ কমে আসবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যাবে।’
বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই দেশের অন্যতম নৌবন্দর চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। এ ক্ষেত্রে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়েছে। লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সরকারি সিদ্ধান্তও উপেক্ষিত ছিল। এতে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।
লকডাউনের কারণে ২১ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে লঞ্চে উঠতে দেখা গেছে যাত্রীদের। এর আগে লঞ্চ চলার খবরে বুধবার দিবাগত রাতে চাঁদপুর লঞ্চঘাটে অনেক যাত্রী ভিড় করেছিল। তবে রাতে কোনো লঞ্চ ছেড়ে যায়নি চাঁদপুর ঘাট থেকে।
এদিকে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮টি যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়। যদিও বিআইডব্লিউটিএ বলছে, ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চাঁদপুর ঘাট ছেড়েছে লঞ্চগুলো।
চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ইগল লঞ্চের যাত্রী আলী আশরাফ বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকা যাচ্ছি। যাত্রী অনেক বেশি। কিছু করার তো নাই, সবাইকে বিশেষ প্রয়োজনেই করোনার এমন সময়ে যাতায়াত করতে হচ্ছে। আমি তো মাস্ক ব্যবহার করছি, কিন্তু কেউ কেউ করছে না, এটা ঠিক না।’
ইগল লঞ্চের সুপারভাইজার আলী আজগর সরকার বলেন, ‘যাত্রী বেশি হওয়ায় আমরাও বিব্রত। ঘাটে কোনো লঞ্চ ভেড়ামাত্র যাত্রীরা লঞ্চে উঠতে হুড়োহুড়ি করে। তারা মনে করে, লঞ্চে জায়গা পাবে না। তাদের তাড়াহুড়ো করার কারণে স্বাস্থ্যবিধি নষ্ট হচ্ছে। অথচ লঞ্চের ভেতর অনেক আসন খালি। আমরা যাত্রীদের মাস্ক নিশ্চিত এবং হ্যান্ড সেনিটাইজার দিয়ে লঞ্চে প্রবেশ করাচ্ছি; যাতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয়।’
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহেদুল ইসলাম বলেন, ‘প্রথম দিন হিসেবে যাত্রীদের ভিড় একটু বেশি ছিল। সকাল থেকে আমরা ঘাটে নজরদারি রেখেছি, যাতে যাত্রীদের কোনোরূপ সমস্যা না হয় এবং স্বাস্থ্যবিধি মানা হয়। নৌ–পুলিশের সদস্যরা প্রতিটি লঞ্চে প্রবেশ করে নজরদারি করছেন।’
বিআইডব্লিউটিএর চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ‘প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সেই বিষয়ে লঞ্চের সুপারভাইজারদের অবগত করা হয়েছে। এ ছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। আমাদের পাশাপাশি লঞ্চঘাটে নৌ-পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন। আশা করি সামনের দিনগুলোয় যাত্রীদের চাপ কমে আসবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যাবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১১ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
২৪ মিনিট আগে