চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এতে বিএনপির ইউনিয়ন পর্যায়ের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ হামলা হয়। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির ৬০০ নেতা-কর্মীর জন্য খাবারের আয়োজন করা হয়।
খাওয়ার সময় আওয়ামী লীগের ৩০-৪০ নেতা-কর্মী অতর্কিতভাবে হামলায় চালান। কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জসিম উদ্দিন দানু, মাহমুদুর হাসান, মোস্তাক আহমদ, শাহাদাত হোছাইন সামির, মোক্তার আহমদ, সাহাব উদ্দিন, নুরহান উদ্দিন, আবুল হাশেম, জালাল উদ্দিন, জাকের হোছাইন, নাজেম উদ্দিন, আবদুল কাদের ও আবু ছালামসহ ৩০ জনকে পিটিয়ে আহত করেছেন।
বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো অভিযোগ অস্বীকার করে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির ওপর হামলার প্রশ্নই ওঠে না। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।’ তাঁর দাবি, খাবার বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষ হাতাহাতি করেছে।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে ১০-১২টি গাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে আমাদের দলীয় লোকজনের ওপর হামলা করে। খাবারসামগ্রী ফেলে নষ্ট করা হয়।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করার বিষয়ে আমাদের অবহিত করেনি। এ ব্যাপারে কেউ পুলিশকে জানায়নি।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এতে বিএনপির ইউনিয়ন পর্যায়ের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ হামলা হয়। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির ৬০০ নেতা-কর্মীর জন্য খাবারের আয়োজন করা হয়।
খাওয়ার সময় আওয়ামী লীগের ৩০-৪০ নেতা-কর্মী অতর্কিতভাবে হামলায় চালান। কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জসিম উদ্দিন দানু, মাহমুদুর হাসান, মোস্তাক আহমদ, শাহাদাত হোছাইন সামির, মোক্তার আহমদ, সাহাব উদ্দিন, নুরহান উদ্দিন, আবুল হাশেম, জালাল উদ্দিন, জাকের হোছাইন, নাজেম উদ্দিন, আবদুল কাদের ও আবু ছালামসহ ৩০ জনকে পিটিয়ে আহত করেছেন।
বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো অভিযোগ অস্বীকার করে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির ওপর হামলার প্রশ্নই ওঠে না। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।’ তাঁর দাবি, খাবার বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষ হাতাহাতি করেছে।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে ১০-১২টি গাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে আমাদের দলীয় লোকজনের ওপর হামলা করে। খাবারসামগ্রী ফেলে নষ্ট করা হয়।’
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করার বিষয়ে আমাদের অবহিত করেনি। এ ব্যাপারে কেউ পুলিশকে জানায়নি।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে