চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠন ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর ছাত্রলীগের কর্মিসভায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, দেশের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন কোনো কিছুই ছাত্রলীগ ছাড়া হয় না। যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। দেশের সবুজায়নের ক্ষেত্রে ছাত্রলীগের বড় অবদান রয়েছে। অতিমারির সময়ও ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম এবং প্রশংসনীয়।
‘ছাত্রলীগকে নিয়ে আমি গর্ব অনুভব করি। আমার ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যে মানুষ অন্যের কষ্টে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে মানুষ স্মার্ট মানুষ। যে মানুষ নিজের মতামতকে যেমন গুরুত্ব দেন, তেমনি অন্যের মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং তাঁর মতামতের প্রতি সহিষ্ণুতা দেখান, তিনি হলেন স্মার্ট। যিনি মানবিকতায় বিশ্বাস করেন, অন্যের সঙ্গে কাজ করে দেশ গড়বার স্বপ্ন দেখেন, তিনি স্মার্ট মানুষ। যে মানুষ বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করেন, এই বিশ্ব এবং আগামীর জন্য নিজেকে তৈরি করেন, তিনি স্মার্ট মানুষ।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের আগামী দিনের ‘স্মার্ট’ মানুষ হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘শুধু যন্ত্রের ব্যবহার নয়, যন্ত্রের মধ্যে যত প্রযুক্তি আছে তা ব্যবহার করে কীভাবে আমাদের জীবন, পরিবারের, সমাজের, দেশের উন্নতি করতে পারি এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারি এসব বিষয়ে যিনি চিন্তা করেন তিনি স্মার্ট মানুষ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘যিনি ধর্মের ভিন্নতার কারণে অন্যের ওপর অন্যায় ও নির্যাতন করেন না, নিজের ধর্ম পালনে যেমন সত্যনিষ্ঠ থাকেন, অন্যের ধর্ম পালনে যিনি শ্রদ্ধা করেন, তিনি স্মার্ট। কাজেই আমরা সৎ, সহমর্মী, পরমতসহিষ্ণু, বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ, মানবিক, অসাম্প্রদায়িক মানুষ চাই। আমরা গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ সোনার মানুষ চাই। এসব গুণ যাঁদের মধ্যে, তাঁরাই স্মার্ট মানুষ।’
সেই ধরনের মানুষ তৈরি করার কাজ কার, সেই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই ছাত্রলীগ (তা) পারবে। কারণ এই ছাত্রলীগ শেখ হাসিনাকে তাদের নেত্রী মানে। অতএব নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, ছাত্রলীগ সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে আপনারাই হবেন স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্মার্ট কারিগর।
পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। এ ছাড়া চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ ছাত্রলীগের সাবেক নেতারাও অনুষ্ঠানে ছিলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠন ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর ছাত্রলীগের কর্মিসভায় তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, দেশের আন্দোলন, সংগ্রাম ও নির্বাচন কোনো কিছুই ছাত্রলীগ ছাড়া হয় না। যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। দেশের সবুজায়নের ক্ষেত্রে ছাত্রলীগের বড় অবদান রয়েছে। অতিমারির সময়ও ছাত্রলীগের ভূমিকা ছিল অপরিসীম এবং প্রশংসনীয়।
‘ছাত্রলীগকে নিয়ে আমি গর্ব অনুভব করি। আমার ছাত্রলীগ কোনো অপকর্মে জড়িত নয়।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘যে মানুষ অন্যের কষ্টে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সে মানুষ স্মার্ট মানুষ। যে মানুষ নিজের মতামতকে যেমন গুরুত্ব দেন, তেমনি অন্যের মতের সঙ্গে একমত না হলেও তাঁর মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং তাঁর মতামতের প্রতি সহিষ্ণুতা দেখান, তিনি হলেন স্মার্ট। যিনি মানবিকতায় বিশ্বাস করেন, অন্যের সঙ্গে কাজ করে দেশ গড়বার স্বপ্ন দেখেন, তিনি স্মার্ট মানুষ। যে মানুষ বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করেন, এই বিশ্ব এবং আগামীর জন্য নিজেকে তৈরি করেন, তিনি স্মার্ট মানুষ।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের আগামী দিনের ‘স্মার্ট’ মানুষ হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘শুধু যন্ত্রের ব্যবহার নয়, যন্ত্রের মধ্যে যত প্রযুক্তি আছে তা ব্যবহার করে কীভাবে আমাদের জীবন, পরিবারের, সমাজের, দেশের উন্নতি করতে পারি এবং নতুন কিছু উদ্ভাবন করতে পারি এসব বিষয়ে যিনি চিন্তা করেন তিনি স্মার্ট মানুষ।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘যিনি ধর্মের ভিন্নতার কারণে অন্যের ওপর অন্যায় ও নির্যাতন করেন না, নিজের ধর্ম পালনে যেমন সত্যনিষ্ঠ থাকেন, অন্যের ধর্ম পালনে যিনি শ্রদ্ধা করেন, তিনি স্মার্ট। কাজেই আমরা সৎ, সহমর্মী, পরমতসহিষ্ণু, বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ, মানবিক, অসাম্প্রদায়িক মানুষ চাই। আমরা গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ সোনার মানুষ চাই। এসব গুণ যাঁদের মধ্যে, তাঁরাই স্মার্ট মানুষ।’
সেই ধরনের মানুষ তৈরি করার কাজ কার, সেই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই ছাত্রলীগ (তা) পারবে। কারণ এই ছাত্রলীগ শেখ হাসিনাকে তাদের নেত্রী মানে। অতএব নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, ছাত্রলীগ সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে আপনারাই হবেন স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্মার্ট কারিগর।
পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। এ ছাড়া চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ ছাত্রলীগের সাবেক নেতারাও অনুষ্ঠানে ছিলেন।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসায় মাকে বেঁধে রেখে টাকা, গয়নাসহ শিশু সন্তানকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটা পরিকল্পিত ঘটনা। ৮ মাসের জাইফাকে অপহরণ ও মূল্যবান সম্পদ চুরি করা ছিল উদ্দেশ্য। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। গতকাল বৃহস্পতিবার রাতে সাবলেট...
৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৩৫ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৪৪ মিনিট আগে