রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আজ মঙ্গলবার দুপুরে ঘোষিত সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২২ জুন।
আজ সন্ধ্যায় সিন্ডিকেটের ১২৪ তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জুন পর্যন্ত এর আগে ঘোষিত (হল ভেকেন্টসহ) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম (সকল প্রকার পরীক্ষাসহ) স্থগিত থাকবে। পরদিন ২২ জুন সব হল খুলে দেওয়া হবে এবং শিক্ষা কার্যক্রম পূর্বের মতো চালু হবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত বলবৎ থাকবে। অর্থাৎ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই।
ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধে চার দিন ধরে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগের বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৪ জুন) থেকে ৫ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটিতে থাকবে বলে উল্লেখ করা হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল আগামী ১৭ জুলাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে দুপুরে আয়োজিত জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে ছাত্রদের আজ বিকেল ৫টার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হল খালি করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছিলেন।
কিন্তু সন্ধ্যায় অনলাইনে আয়োজিত সিন্ডিকেটের বিশেষ সভায় দুপুরের জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করে ক্যাম্পাস বন্ধের সময় কমানো হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আজ মঙ্গলবার দুপুরে ঘোষিত সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২২ জুন।
আজ সন্ধ্যায় সিন্ডিকেটের ১২৪ তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জুন পর্যন্ত এর আগে ঘোষিত (হল ভেকেন্টসহ) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম (সকল প্রকার পরীক্ষাসহ) স্থগিত থাকবে। পরদিন ২২ জুন সব হল খুলে দেওয়া হবে এবং শিক্ষা কার্যক্রম পূর্বের মতো চালু হবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত বলবৎ থাকবে। অর্থাৎ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই।
ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধে চার দিন ধরে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগের বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৪ জুন) থেকে ৫ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটিতে থাকবে বলে উল্লেখ করা হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল আগামী ১৭ জুলাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে দুপুরে আয়োজিত জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিতে ছাত্রদের আজ বিকেল ৫টার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হল খালি করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছিলেন।
কিন্তু সন্ধ্যায় অনলাইনে আয়োজিত সিন্ডিকেটের বিশেষ সভায় দুপুরের জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করে ক্যাম্পাস বন্ধের সময় কমানো হয়।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩০ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে