অনলাইন ডেস্ক
কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে।
আজ শুক্রবার রেস শুরু হয় সকাল ৬টায় কুমিল্লার কোটবাড়ীর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এরপর যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাইনো পার্ক মোড়, রাজ খাল, আদিমামুড়া পাহাড়-জামমুড়া-উজিরপুর পাহাড় হয়ে মোট ২১ কিলোমিটার পাহাড়ি, আপহিল ও ডাউনহিল রাস্তা অতিক্রম করে এটি শেষ হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড।
ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা।
আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+। গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। এ ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে।
আজ শুক্রবার রেস শুরু হয় সকাল ৬টায় কুমিল্লার কোটবাড়ীর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এরপর যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাইনো পার্ক মোড়, রাজ খাল, আদিমামুড়া পাহাড়-জামমুড়া-উজিরপুর পাহাড় হয়ে মোট ২১ কিলোমিটার পাহাড়ি, আপহিল ও ডাউনহিল রাস্তা অতিক্রম করে এটি শেষ হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড।
ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা।
আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+। গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। এ ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে