শেষ হলো আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৭: ৫৮

কুমিল্লার ঐতিহাসিক লালমাই পাহাড়ে সফল ভাবে শেষ হয়েছে আকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪। ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। দেশের ৬৪ জেলা থেকে রেসাররা অংশ নেন এ ইভেন্টে। 

আজ শুক্রবার রেস শুরু হয় সকাল ৬টায় কুমিল্লার কোটবাড়ীর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এরপর যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডাইনো পার্ক মোড়, রাজ খাল, আদিমামুড়া পাহাড়-জামমুড়া-উজিরপুর পাহাড় হয়ে মোট ২১ কিলোমিটার পাহাড়ি, আপহিল ও ডাউনহিল রাস্তা অতিক্রম করে এটি শেষ হয় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 

ছেলেদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন রাকিবুল ইসলাম। তিনি সময় নেন ৫৩ মিনিট ৩৪ দশমিক ১০ সেকেন্ড। আর মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে রেস শেষ করেন তাবাসসুম ফেরদৌস। তিনি সময় নেন ১ ঘণ্টা ১১ মিনিট ২১ দশমিক ১৬ সেকেন্ড। 

ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। ছবি: সংগৃহীতট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসের স্লোগান ‘রেস টু সেভ মাউন্টেন’। ১২০ জন রেসার সফলভাবে কাট অব টাইমের মধ্যে রেস শেষ করেন। রেস শেষে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রেস শেষে বিজয়ীদের হাতে মেডেল, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথি এবং আয়োজক কমিউনিটির সদস্যরা। 

ট্রায়াথলন ড্রিমার্স ও টিম কোটবাড়ী আয়োজিত এই সাইকেল রেসে অংশ নেন ১৫০ জন রেসার। ছবি: সংগৃহীতআকিজ বাইসাইকেল কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ ২০২৪–এর টাইটেল স্পনসর আকিজ বাইসাইকেল, হসপিটালিটি পার্টনার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে ছিল লং সিং ও ক্যাট, ভলান্টিয়ার সাপোর্ট, দুই চাকায় বাংলাদেশ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রো লাইটস ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আপলিফট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড এবং নিউট্রিশন পার্টনার ছিল নিউট্রি+। গিফট পার্টনার বাইকশপ বিডি, ফোর সিজন বিডি, সাইকেল ম্যাকানিক্স এবং ফারুক সাইকেল সার্ভিসিং। এ ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত