বিয়ের পিঁড়িতে বসা হলো না তামান্নার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১: ০৩
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।

তামান্না চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার দিদারুল আলমের মেয়ে।

বাবা দিদারুল আলম জানান, সপ্তাহখানেক আগে জ্বরে আক্রান্ত হন তামান্না। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তামান্না মারা যান।

দিদারুল আলম বলেন, ‘বিয়ের জন্য ক্লাব ভাড়া করা হয়েছে। আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়ার কাজও চলছে। মেয়েকে দিতে গয়না বানানোসহ প্রয়োজনীয় কেনাকাটাও হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আশা ছিল আমার কলিজাকে লাল শাড়িতে বউ সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাব। কিন্তু সেই সুযোগ আর হলো না। মা আমার লাল শাড়ির পরিবর্তে কাফনের কাপড় জড়িয়ে চিরতরে বিদায় নিচ্ছে’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত