রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে গরুর মাংসের মূল্য কেজিপ্রতি ৬৫০ টাকা নির্ধারণ করে দিয়েছেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। গত সোমবার রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের নিয়ে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরদিন গত মঙ্গলবার ও গতকাল বুধবার ক্রেতারা রামগঞ্জ শহরের কয়েকটি দোকানে গিয়েও কোনো মাংস পাননি। মাংস বিক্রি না করে দোকানিদের বসে থাকতে দেখা যায়।
পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রতি কেজি গরুর মাংসের মধ্যে ১৫০ গ্রাম হাড়, ৫০ গ্রাম চর্বি ও ৮০০ গ্রাম মাংস রাখার অনুরোধ করেন।
গতকাল আবদুস সালাম নামের এক ক্রেতা এসেছেন গরুর মাংস কিনতে। ইফতারের পর অতিথি আসবেন বাসায়। কিন্তু বাজারে এসে দেখেন সব গরুর মাংসের দোকান খালি। ব্যবসায়ীরা দোকানে বসে থাকলেও তাঁদের কাছে কোনো মাংস নেই। রামগঞ্জ সবজি ও মাছ বাজার, সোনাপুর বাজার, পুরাতন সবজির বাজার এলাকায় কোথাও গরুর মাংস বিক্রি হচ্ছে না।
তবে রামগঞ্জ সবজি বাজারের সামনের গরুর মাংস ব্যবসায়ী মুছুয়া (জুম্মন মিয়া) বলেন, ‘হাড়সহ গরুর মাংস কেজিপ্রতি বিক্রি করেছি ৭৫০ টাকা। হাড়ছাড়া ৮৫০ থেকে ৯০০ টাকার মতো পড়ে কেজিপ্রতি। আমাদের কী করার আছে? পাইকারি কিনে খুচরায় বিক্রি করি।’
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন পৌর মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বাজারের অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সরেজমিনে গতকাল রামগঞ্জ পৌরসভার সবজি, মাছ ও মাংসের বাজার খোলা থাকলেও বন্ধ রয়েছে গরুর মাংসের দোকান।
বিষয়টি নিয়ে কথা হয় রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সঙ্গে।
তিনি বলেন, গরুর মাংস দেশবাসী কিছুদিন না কিনলে এমনিতে সব সোজা হয়ে যাবে। যুবসমাজকে যুক্ত করে বিকল্পভাবে মাংসসহ নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার আহ্বান জানাই।
লক্ষ্মীপুরের রামগঞ্জে গরুর মাংসের মূল্য কেজিপ্রতি ৬৫০ টাকা নির্ধারণ করে দিয়েছেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। গত সোমবার রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের নিয়ে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরদিন গত মঙ্গলবার ও গতকাল বুধবার ক্রেতারা রামগঞ্জ শহরের কয়েকটি দোকানে গিয়েও কোনো মাংস পাননি। মাংস বিক্রি না করে দোকানিদের বসে থাকতে দেখা যায়।
পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রতি কেজি গরুর মাংসের মধ্যে ১৫০ গ্রাম হাড়, ৫০ গ্রাম চর্বি ও ৮০০ গ্রাম মাংস রাখার অনুরোধ করেন।
গতকাল আবদুস সালাম নামের এক ক্রেতা এসেছেন গরুর মাংস কিনতে। ইফতারের পর অতিথি আসবেন বাসায়। কিন্তু বাজারে এসে দেখেন সব গরুর মাংসের দোকান খালি। ব্যবসায়ীরা দোকানে বসে থাকলেও তাঁদের কাছে কোনো মাংস নেই। রামগঞ্জ সবজি ও মাছ বাজার, সোনাপুর বাজার, পুরাতন সবজির বাজার এলাকায় কোথাও গরুর মাংস বিক্রি হচ্ছে না।
তবে রামগঞ্জ সবজি বাজারের সামনের গরুর মাংস ব্যবসায়ী মুছুয়া (জুম্মন মিয়া) বলেন, ‘হাড়সহ গরুর মাংস কেজিপ্রতি বিক্রি করেছি ৭৫০ টাকা। হাড়ছাড়া ৮৫০ থেকে ৯০০ টাকার মতো পড়ে কেজিপ্রতি। আমাদের কী করার আছে? পাইকারি কিনে খুচরায় বিক্রি করি।’
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় রামগঞ্জ ও সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন পৌর মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বাজারের অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সরেজমিনে গতকাল রামগঞ্জ পৌরসভার সবজি, মাছ ও মাংসের বাজার খোলা থাকলেও বন্ধ রয়েছে গরুর মাংসের দোকান।
বিষয়টি নিয়ে কথা হয় রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সঙ্গে।
তিনি বলেন, গরুর মাংস দেশবাসী কিছুদিন না কিনলে এমনিতে সব সোজা হয়ে যাবে। যুবসমাজকে যুক্ত করে বিকল্পভাবে মাংসসহ নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করার আহ্বান জানাই।
বেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
৩৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
৩৯ মিনিট আগেপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।
৩৯ মিনিট আগে