নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শাকিল (২০), রিয়াজ উদ্দিন (২৮) ও কামরুল হাসান (৩০) নামে তিন নির্মাণশ্রমিক মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে। এর আগে একই দিন দুপুরে পশ্চিম-দক্ষিণ দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াপদা গ্রামের জামাল মজুমদারের ছেলে শাকিল, সদরের পৌরসভার সোনাপুর এলাকার রিয়াজ এবং কুমিল্লার চান্দিনা এলাকার কামরুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের নির্মাণকাজ শুরু করেন শ্রমিকেরা। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে পাঁচজন শ্রমিক ওই ভবনের পাইলিংয়ের কাজ করতেছিলেন। দুপুর ১২টার দিকে দুজন শ্রমিক পার্শ্ববর্তী দোকানে যান। সে সময় অপর তিন শ্রমিক পাইলিং ও সয়েল টেস্টের কাজ করছিলেন। এ সময় তাঁদের পাইলিংয়ের পাইপ ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুতায়িত হয় শাকিল, রিয়াজ ও কামরুল। পরে অন্য শ্রমিকেরা এসে তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে চৌমুহনীর একটি প্রাইভেট হাসপাতালে ও পরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্গাপুর ইউনিয়নে নতুন ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুতায়িত হয় তিনজন শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে, পরে সেখান থেকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শাকিল (২০), রিয়াজ উদ্দিন (২৮) ও কামরুল হাসান (৩০) নামে তিন নির্মাণশ্রমিক মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে। এর আগে একই দিন দুপুরে পশ্চিম-দক্ষিণ দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—নোয়াখালী সদর উপজেলার উত্তর ওয়াপদা গ্রামের জামাল মজুমদারের ছেলে শাকিল, সদরের পৌরসভার সোনাপুর এলাকার রিয়াজ এবং কুমিল্লার চান্দিনা এলাকার কামরুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের নির্মাণকাজ শুরু করেন শ্রমিকেরা। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে পাঁচজন শ্রমিক ওই ভবনের পাইলিংয়ের কাজ করতেছিলেন। দুপুর ১২টার দিকে দুজন শ্রমিক পার্শ্ববর্তী দোকানে যান। সে সময় অপর তিন শ্রমিক পাইলিং ও সয়েল টেস্টের কাজ করছিলেন। এ সময় তাঁদের পাইলিংয়ের পাইপ ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুতায়িত হয় শাকিল, রিয়াজ ও কামরুল। পরে অন্য শ্রমিকেরা এসে তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে চৌমুহনীর একটি প্রাইভেট হাসপাতালে ও পরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্গাপুর ইউনিয়নে নতুন ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুতায়িত হয় তিনজন শ্রমিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে, পরে সেখান থেকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে