চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৯: ২৯

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলী। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী টোল রোড এলাকার এ্যাংকোরেজ ডিপোর উত্তর পাশের ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিং আলী হালিশহর থানার গলিচিপা পাড়ার হাজী আশরাফ আলীর ছেলে। তিনি নগর বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, মোহাম্মদ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং চাঁদা দাবির অভিযোগে দুইজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সেই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তখন সেখানে উপস্থিত থাকা মূল অভিযুক্ত মামুন আলী প্রকাশ কিং আলীকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন মোহাম্মদ ট্রেডিংয়ের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত