চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কলেজ গেট কলঘর বরগুনি ব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছেন চালক।
চালক আবদুস সবুর (৩০) সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইসামতি আলী নগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর সাধারণ জনগণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছ ফেলে ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে চন্দনাইশ থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টায় কেরানীহাট অভিমুখী সিএনজিচালিত অটোরিকশাটি মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় পৌঁছালে দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরত সহকারী পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সবুজ ও কনস্টেবল মোস্তাফিজুর থামতে সংকেত দেন। এ সময় চালক দ্রুত উল্টো পথে ফিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পেছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর অটোরিকশাটি থেমে গেলে তিন নারী যাত্রী দ্রুত নেমে পড়েন। কিন্তু এর মধ্যে অটোরিকশায় আগুন ধরে যায়। ভেতরে আটকা পড়েন চালক। মুহূর্তেই অটোরিকশাসহ চালক সবুরও পুড়ে মারা যান।
ঘটনার পরপর অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ ইরফান সাংবাদিকদের বলেন, ‘চন্দনাইশ কলেজ গেট এলাকার বরুমতি ব্রিজের ওপর একটি অটোরিকশায় ব্যাটারি থেকে আগুন ধরে গেলে চালক নিহত হয়েছে বলে শুনেছি। আমরা দূরে ডিউটিতে থাকায় ওখানে যেতে পারিনি। কিন্তু ওখানে দোহাজারী পুলিশ বক্সের অভিযান চলছে, সে জন্য আমরা ওইদিকে যাই নাই।’
দোহাজারী পুলিশ বক্সের ইনচার্জ দেলোয়ার হোসেন সবুজ বলেন, ‘ঘটনা থেকে আমরা দুই কিলোমিটার দূরে ছিলাম, ঘটনার দুই ঘণ্টা আগে আমরা সড়কের অভিযান বন্ধ করি। আমরা কোনো অটোরিকশাকে ধাওয়া করি নাই।’
চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সন্ধ্যার পরপর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. ওয়াসিম, দোহাজারীর দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান অভিযুক্ত এসআই দেলোয়ার হোসেন সবুজকে নিয়ে গেছেন। তাঁর সর্বশেষ অবস্থান জানা যায়নি।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কলেজ গেট কলঘর বরগুনি ব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছেন চালক।
চালক আবদুস সবুর (৩০) সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইসামতি আলী নগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর সাধারণ জনগণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছ ফেলে ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে চন্দনাইশ থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টায় কেরানীহাট অভিমুখী সিএনজিচালিত অটোরিকশাটি মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় পৌঁছালে দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরত সহকারী পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সবুজ ও কনস্টেবল মোস্তাফিজুর থামতে সংকেত দেন। এ সময় চালক দ্রুত উল্টো পথে ফিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন পেছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর অটোরিকশাটি থেমে গেলে তিন নারী যাত্রী দ্রুত নেমে পড়েন। কিন্তু এর মধ্যে অটোরিকশায় আগুন ধরে যায়। ভেতরে আটকা পড়েন চালক। মুহূর্তেই অটোরিকশাসহ চালক সবুরও পুড়ে মারা যান।
ঘটনার পরপর অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ ইরফান সাংবাদিকদের বলেন, ‘চন্দনাইশ কলেজ গেট এলাকার বরুমতি ব্রিজের ওপর একটি অটোরিকশায় ব্যাটারি থেকে আগুন ধরে গেলে চালক নিহত হয়েছে বলে শুনেছি। আমরা দূরে ডিউটিতে থাকায় ওখানে যেতে পারিনি। কিন্তু ওখানে দোহাজারী পুলিশ বক্সের অভিযান চলছে, সে জন্য আমরা ওইদিকে যাই নাই।’
দোহাজারী পুলিশ বক্সের ইনচার্জ দেলোয়ার হোসেন সবুজ বলেন, ‘ঘটনা থেকে আমরা দুই কিলোমিটার দূরে ছিলাম, ঘটনার দুই ঘণ্টা আগে আমরা সড়কের অভিযান বন্ধ করি। আমরা কোনো অটোরিকশাকে ধাওয়া করি নাই।’
চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সন্ধ্যার পরপর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. ওয়াসিম, দোহাজারীর দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান অভিযুক্ত এসআই দেলোয়ার হোসেন সবুজকে নিয়ে গেছেন। তাঁর সর্বশেষ অবস্থান জানা যায়নি।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৩ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে