কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
পিরের পুত্র সেজে নিজের নাম পরিচয় বদলে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। কথিত পিতার মৃত সন্তানের নাম ধারণ করেছেন। এরপর উত্তরাধিকার দাবি করে জমি দখলের চেষ্টা করছেন। এসব অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার সকালে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়। অভিযুক্ত মোহাম্মদ সিরাজ উল্লাহ্ বরুমছড়া ইউনিয়নের কালা মিয়ার ছেলে। আর পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ চিশতী বারখাইন ইউনিয়নের রেহান মাতব্বরের ছেলে। তাঁর ছেলে সিরাজ উল্লাহ ৩৬ বছর আগে মারা গেছেন। এই ছেলের নামেই এনআইডি তৈরি করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির উল্লাহর ছোট ভাই মো. নাসির উদ্দিন বলেন, পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতীর খাদেম ছিলেন মোহাম্মদ সিরাজ। পিরের এক শ্যালিকাকে বিয়েও করেছেন। পির জমির উল্লাহর দুই ছেলে মো. মহিউদ্দিন ও মো. জসিম উদ্দিন ওরফে সিরাজ উল্লাহ। দুই সন্তানই জন্মের কিছুদিনের মধ্যে মারা গেছে। মৃত সিরাজ উল্লাহর নাম ব্যবহার করে ২০১৭ সালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন মোহাম্মদ সিরাজ। পরিচয়পত্রে জন্মতারিখ দিয়েছেন ১৯৬৫ সালের ১১ মে। অথচ সিরাজ উল্লাহ ১৯৮৮ সালের ৫ জুন মারা গেছেন। দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহর জন্ম ১৯৬১ সালের ২২ জুলাই। সে হিসেবে ধর্ম পিতা জমির উল্লাহ ও তাঁর পুত্র দাবি করা মোহাম্মদ সিরাজের বয়সের পার্থক্য ৩ বছর ৯ মাস!
নাসির উদ্দিন আরও জানান, ১৯৯২ সালের ২৮ মার্চ জমির উল্লাহ মারা যান। জমির উল্লাহ ও তাঁর মৃত ছেলে সিরাজ উল্লাহ তথ্য ব্যবহার করে মোহাম্মদ সিরাজ এনআইডি কার্ড করিয়েছেন। এরপর বিভিন্ন দলিলপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করেছেন।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন বলেন, ‘আমরা আর কোনো উপায় না দেখে আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু আইন আদালত দীর্ঘসূত্রতার কারণে সিরাজের প্রতারণা বন্ধ করতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ ও সিরাজ উল্লাহর সম্পত্তির উত্তরাধিকারী (ওয়ারিশ) মোহাম্মদ হেফাজ উদ্দিন, মো. হাশেম উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. ফরিদুল আলম ও মো. নুরুল্লাহ্ প্রকাশ নুরুল হকসহ স্বজনেরা।
অবশ্য এসব তথ্য স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, ‘দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতী আমার পির, তাই উনি আমার আধ্যাত্মিক পিতা। উনি আমাকে খেলাফত (পিরের প্রতিনিধিত্ব) দিয়েছেন। এই জন্য আমি আমার নাম–ঠিকানা পরিবর্তন করে নতুন পরিচয়পত্র তৈরি করেছি।’
পিরের পুত্র সেজে নিজের নাম পরিচয় বদলে বানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। কথিত পিতার মৃত সন্তানের নাম ধারণ করেছেন। এরপর উত্তরাধিকার দাবি করে জমি দখলের চেষ্টা করছেন। এসব অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার সকালে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়। অভিযুক্ত মোহাম্মদ সিরাজ উল্লাহ্ বরুমছড়া ইউনিয়নের কালা মিয়ার ছেলে। আর পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ চিশতী বারখাইন ইউনিয়নের রেহান মাতব্বরের ছেলে। তাঁর ছেলে সিরাজ উল্লাহ ৩৬ বছর আগে মারা গেছেন। এই ছেলের নামেই এনআইডি তৈরি করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির উল্লাহর ছোট ভাই মো. নাসির উদ্দিন বলেন, পির দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতীর খাদেম ছিলেন মোহাম্মদ সিরাজ। পিরের এক শ্যালিকাকে বিয়েও করেছেন। পির জমির উল্লাহর দুই ছেলে মো. মহিউদ্দিন ও মো. জসিম উদ্দিন ওরফে সিরাজ উল্লাহ। দুই সন্তানই জন্মের কিছুদিনের মধ্যে মারা গেছে। মৃত সিরাজ উল্লাহর নাম ব্যবহার করে ২০১৭ সালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন মোহাম্মদ সিরাজ। পরিচয়পত্রে জন্মতারিখ দিয়েছেন ১৯৬৫ সালের ১১ মে। অথচ সিরাজ উল্লাহ ১৯৮৮ সালের ৫ জুন মারা গেছেন। দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহর জন্ম ১৯৬১ সালের ২২ জুলাই। সে হিসেবে ধর্ম পিতা জমির উল্লাহ ও তাঁর পুত্র দাবি করা মোহাম্মদ সিরাজের বয়সের পার্থক্য ৩ বছর ৯ মাস!
নাসির উদ্দিন আরও জানান, ১৯৯২ সালের ২৮ মার্চ জমির উল্লাহ মারা যান। জমির উল্লাহ ও তাঁর মৃত ছেলে সিরাজ উল্লাহ তথ্য ব্যবহার করে মোহাম্মদ সিরাজ এনআইডি কার্ড করিয়েছেন। এরপর বিভিন্ন দলিলপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করেছেন।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন বলেন, ‘আমরা আর কোনো উপায় না দেখে আদালতের আশ্রয় নিয়েছি। কিন্তু আইন আদালত দীর্ঘসূত্রতার কারণে সিরাজের প্রতারণা বন্ধ করতে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ্ ও সিরাজ উল্লাহর সম্পত্তির উত্তরাধিকারী (ওয়ারিশ) মোহাম্মদ হেফাজ উদ্দিন, মো. হাশেম উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. ফরিদুল আলম ও মো. নুরুল্লাহ্ প্রকাশ নুরুল হকসহ স্বজনেরা।
অবশ্য এসব তথ্য স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, ‘দেওয়ান মোহাম্মদ জমির উল্লাহ চিশতী আমার পির, তাই উনি আমার আধ্যাত্মিক পিতা। উনি আমাকে খেলাফত (পিরের প্রতিনিধিত্ব) দিয়েছেন। এই জন্য আমি আমার নাম–ঠিকানা পরিবর্তন করে নতুন পরিচয়পত্র তৈরি করেছি।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৩১ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে