জমির উদ্দিন, মহেশখালী থেকে
সকাল থেকে ঝোড়ো বাতাস, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। লবণের মাঠে কাজে নামা ঝুঁকিপূর্ণ। কিন্তু মালিকের চাপ। অগত্যা মাঠে নেমে পড়েন মো. রিদোয়ান। ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টিতে ভিজে একটানা কাজ করেন ৯ ঘণ্টা। কাজের চাপে দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি। কাজ প্রায় শেষ করে বাড়ি ফিরবেন এমন সময় ঢলে পড়েন মৃত্যুমুখে। মূলত ঠান্ডায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এমন মর্মান্তিক ঘটনাটি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের। বগাচতর ঘোনা এলাকায় লবণ মাঠে মৃত্যু হয় তাঁর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন লবণচাষি রিদোয়ান। অন্যের জমি বর্গা নিয়ে লবণ চাষ করতেন তিনি। ঘূর্ণিঝড় মোখার আঘাত হানার দিন (গত রোববার) বিকেলে মাঠেই মারা যান তিনি।
রিদোয়ানের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার এখন দিশেহারা। ৩৫ বছর বয়সী রিদোয়ানের বাড়ি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজি গ্রামে। দুই ছেলে সন্তানের জনক রিদোয়ান ছোটবেলায় বাবাকে হারিয়েছেন।
দুই ভাইবোনের মধ্যে রিদোয়ান বড়। বছর নয়েক আগে উখিয়ার রাবেয়া বেগমের সঙ্গে দাম্পত্য জীবন শুরু হয়। রিয়াদ ও রিফাত নামে তাঁদের দুই সন্তান রয়েছে। এরই মধ্যে মধ্যে রিয়াদের বয়স ৩ বছর আর রিফাতের ২।
মহেশখালীর কালাগাজী স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে রিদোয়ানের বাড়ি। আজ মঙ্গলবার বিকেলে মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো পরিবার শোকে পাথর। রিদোয়ানের মাটির ঘরটির সামনের দরজায় বসে দুই সন্তানকে নিয়ে অপলক দৃষ্টিতে পথের দিকে তাকিয়ে ছিলেন রিদোয়নের স্ত্রী রাবেয়া। তাঁর দুই সন্তান রিয়াদ ও রিফাত মাকে বারবার বলছিল, ‘বাবা এখনো আসছে না কেন?’
স্বামীর কথা জিজ্ঞেস করতেই কেঁদে ফেলেন মা-বাবা হারা এই নারী। রাবেয়া শুধু কেঁদে কেঁদে বলছিলেন, তাঁর এখন কী হবে। দুই শিশুসন্তানকে নিয়ে কই যাবেন। কে তাঁদের দেখাশোনা করবেন।
রাবেয়া বলেন, ‘ঘটনার দিন রাত ৩টায় ঘুম থেকে উঠে স্বামীর ভাত-তরকারি রান্না করি। এরপর টিফিন ক্যারিয়ারে করে ভাত দিয়ে ভোর ৫টার দিকে উনাকে বিদায় দিয়েছিলাম। আধঘণ্টা পর ঘরে ফিরে তিনি টিফিন ক্যারিয়ার রেখে বলেন, ‘‘দুপুর একটার মধ্যে ঘরে ফিরে আসব, তাই ভাত নিব না।’’ এরপর ছোট ছেলেকে আদর করে তিনি লবণের মাঠে রওনা দেন, সঙ্গে দুজন শ্রমিক নিয়ে যান। সারা দিন কাজ করেছেন। দুপুরে কিছু খায়ওনি। যাওয়ার সময় শুধু বন-রুটি নিয়ে গেছে। আহারে! যদি টাকা থাকত আমার স্বামীকে মাঠে যেতে দিতাম না।’
রাবেয়া জানান, একই গ্রামের বাসিন্দা আজিজুল হক থেকে বর্গা নিয়ে ২৪০ শতক জমিতে লবণ চাষ করতেন রিদোয়ান। খরচ বাদে লাভের অর্ধেক টাকা জমির মালিককে দিতে হতো। বছরে ৬ মাস লবণ চাষ হয়। বাকি ছয় মাস মাস শ্রমিক হিসেবে কাজ করতেন এবং পরিবারের জন্য দুই মুঠো ভাত জুটাতেন তিনি।
রাবেয়া বেগম বলেন, ‘দুপুর ১টার মধ্যে ফিরে আসার কথা থাকলেও বেলা ৩টায়ও না ফেরায় খোঁজ নিতে শ্রমিক লোকমানের বাসায় যাই, তখন দেখি লোকমানকে সেঁক দিচ্ছিল তার মা। সেই দৃশ্য দেখে আমি ভয়ে আঁতকে উঠি এবং লোকমানকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমার স্বামী মাঠে কাজ করছেন। এরপর দুশ্চিন্তা হওয়ায় আমি ঘরে না ঢুকে রাস্তায় হাঁটাহাঁটি করেছিলাম। ঘণ্টাখানেক পর একটা ছোট ছেলে এসে জানায়, আমার স্বামী বাড়ি ফেরার পথে লবণ মাঠের ড্রেনে পড়ে গেছে, অপর লবণচাষিরা আমার স্বামীকে কাঁধে করে এনে বাজারের ফার্মেসিতে পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। পরে খবর পাই তিনি মারা গেছেন।’
গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ ঈদগাহে জানাজা শেষে রিদোয়ানের দাফন হয়। স্থানীয় এমপি, ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান ও লবণ ব্যবসায়ী সমিতি ইতিমধ্যে রিদোয়ানের পরিবারকে সর্বমোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন। তবে প্রশাসনিক কোনো সহায়তা পায়নি তাঁর পরিবার। পাশাপাশি জমির মালিকও কোনো খোঁজ নেননি।
জমির মালিক আজিজুল হক বলেন, ‘আমি শুনেছি তার দুইটি সন্তান আর স্ত্রী আছে ঘরে। আমি তাদের আর্থিকভাবে সহায়তা করব।’
রিদোয়ানের পরিবারের দাবি, ঘূর্ণিঝড়ের দিনও মালিক বাধ্য করেছেন মাঠে যাওয়ার। তাই লবণ বাঁচাতে তিনি মাঠে গিয়েছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাস্টার আজিজুল।
এদিকে একই দিন রিদোয়ানসহ আরও তিনজন লবণচাষি মারা গেছেন উপজেলাতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডা এবং বাতাসের মধ্যে কাজ করার কারণে শরীরে ঠান্ডা লেগে তারা মারা গেছেন।
মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন বলেন, ‘ওই লবণচাষি মাঠে কাজ করার সময় মারা গেছেন। তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা যাননি। তবুও আমরা তাদের তালিকা জেলা প্রশাসনে পাঠিয়ে আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ করব। বরাদ্দ পেলে পরিবারগুলোকে আমরা সহায়তা করব।’
সকাল থেকে ঝোড়ো বাতাস, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। লবণের মাঠে কাজে নামা ঝুঁকিপূর্ণ। কিন্তু মালিকের চাপ। অগত্যা মাঠে নেমে পড়েন মো. রিদোয়ান। ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টিতে ভিজে একটানা কাজ করেন ৯ ঘণ্টা। কাজের চাপে দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি। কাজ প্রায় শেষ করে বাড়ি ফিরবেন এমন সময় ঢলে পড়েন মৃত্যুমুখে। মূলত ঠান্ডায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এমন মর্মান্তিক ঘটনাটি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের। বগাচতর ঘোনা এলাকায় লবণ মাঠে মৃত্যু হয় তাঁর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন লবণচাষি রিদোয়ান। অন্যের জমি বর্গা নিয়ে লবণ চাষ করতেন তিনি। ঘূর্ণিঝড় মোখার আঘাত হানার দিন (গত রোববার) বিকেলে মাঠেই মারা যান তিনি।
রিদোয়ানের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার এখন দিশেহারা। ৩৫ বছর বয়সী রিদোয়ানের বাড়ি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজি গ্রামে। দুই ছেলে সন্তানের জনক রিদোয়ান ছোটবেলায় বাবাকে হারিয়েছেন।
দুই ভাইবোনের মধ্যে রিদোয়ান বড়। বছর নয়েক আগে উখিয়ার রাবেয়া বেগমের সঙ্গে দাম্পত্য জীবন শুরু হয়। রিয়াদ ও রিফাত নামে তাঁদের দুই সন্তান রয়েছে। এরই মধ্যে মধ্যে রিয়াদের বয়স ৩ বছর আর রিফাতের ২।
মহেশখালীর কালাগাজী স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে রিদোয়ানের বাড়ি। আজ মঙ্গলবার বিকেলে মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো পরিবার শোকে পাথর। রিদোয়ানের মাটির ঘরটির সামনের দরজায় বসে দুই সন্তানকে নিয়ে অপলক দৃষ্টিতে পথের দিকে তাকিয়ে ছিলেন রিদোয়নের স্ত্রী রাবেয়া। তাঁর দুই সন্তান রিয়াদ ও রিফাত মাকে বারবার বলছিল, ‘বাবা এখনো আসছে না কেন?’
স্বামীর কথা জিজ্ঞেস করতেই কেঁদে ফেলেন মা-বাবা হারা এই নারী। রাবেয়া শুধু কেঁদে কেঁদে বলছিলেন, তাঁর এখন কী হবে। দুই শিশুসন্তানকে নিয়ে কই যাবেন। কে তাঁদের দেখাশোনা করবেন।
রাবেয়া বলেন, ‘ঘটনার দিন রাত ৩টায় ঘুম থেকে উঠে স্বামীর ভাত-তরকারি রান্না করি। এরপর টিফিন ক্যারিয়ারে করে ভাত দিয়ে ভোর ৫টার দিকে উনাকে বিদায় দিয়েছিলাম। আধঘণ্টা পর ঘরে ফিরে তিনি টিফিন ক্যারিয়ার রেখে বলেন, ‘‘দুপুর একটার মধ্যে ঘরে ফিরে আসব, তাই ভাত নিব না।’’ এরপর ছোট ছেলেকে আদর করে তিনি লবণের মাঠে রওনা দেন, সঙ্গে দুজন শ্রমিক নিয়ে যান। সারা দিন কাজ করেছেন। দুপুরে কিছু খায়ওনি। যাওয়ার সময় শুধু বন-রুটি নিয়ে গেছে। আহারে! যদি টাকা থাকত আমার স্বামীকে মাঠে যেতে দিতাম না।’
রাবেয়া জানান, একই গ্রামের বাসিন্দা আজিজুল হক থেকে বর্গা নিয়ে ২৪০ শতক জমিতে লবণ চাষ করতেন রিদোয়ান। খরচ বাদে লাভের অর্ধেক টাকা জমির মালিককে দিতে হতো। বছরে ৬ মাস লবণ চাষ হয়। বাকি ছয় মাস মাস শ্রমিক হিসেবে কাজ করতেন এবং পরিবারের জন্য দুই মুঠো ভাত জুটাতেন তিনি।
রাবেয়া বেগম বলেন, ‘দুপুর ১টার মধ্যে ফিরে আসার কথা থাকলেও বেলা ৩টায়ও না ফেরায় খোঁজ নিতে শ্রমিক লোকমানের বাসায় যাই, তখন দেখি লোকমানকে সেঁক দিচ্ছিল তার মা। সেই দৃশ্য দেখে আমি ভয়ে আঁতকে উঠি এবং লোকমানকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমার স্বামী মাঠে কাজ করছেন। এরপর দুশ্চিন্তা হওয়ায় আমি ঘরে না ঢুকে রাস্তায় হাঁটাহাঁটি করেছিলাম। ঘণ্টাখানেক পর একটা ছোট ছেলে এসে জানায়, আমার স্বামী বাড়ি ফেরার পথে লবণ মাঠের ড্রেনে পড়ে গেছে, অপর লবণচাষিরা আমার স্বামীকে কাঁধে করে এনে বাজারের ফার্মেসিতে পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। পরে খবর পাই তিনি মারা গেছেন।’
গতকাল সোমবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ ঈদগাহে জানাজা শেষে রিদোয়ানের দাফন হয়। স্থানীয় এমপি, ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান ও লবণ ব্যবসায়ী সমিতি ইতিমধ্যে রিদোয়ানের পরিবারকে সর্বমোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন। তবে প্রশাসনিক কোনো সহায়তা পায়নি তাঁর পরিবার। পাশাপাশি জমির মালিকও কোনো খোঁজ নেননি।
জমির মালিক আজিজুল হক বলেন, ‘আমি শুনেছি তার দুইটি সন্তান আর স্ত্রী আছে ঘরে। আমি তাদের আর্থিকভাবে সহায়তা করব।’
রিদোয়ানের পরিবারের দাবি, ঘূর্ণিঝড়ের দিনও মালিক বাধ্য করেছেন মাঠে যাওয়ার। তাই লবণ বাঁচাতে তিনি মাঠে গিয়েছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাস্টার আজিজুল।
এদিকে একই দিন রিদোয়ানসহ আরও তিনজন লবণচাষি মারা গেছেন উপজেলাতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডা এবং বাতাসের মধ্যে কাজ করার কারণে শরীরে ঠান্ডা লেগে তারা মারা গেছেন।
মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন বলেন, ‘ওই লবণচাষি মাঠে কাজ করার সময় মারা গেছেন। তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা যাননি। তবুও আমরা তাদের তালিকা জেলা প্রশাসনে পাঠিয়ে আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ করব। বরাদ্দ পেলে পরিবারগুলোকে আমরা সহায়তা করব।’
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে