নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শীতের কুয়াশার কারণে ভোট বেশি কাস্ট হয়নি দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেই কারণে ভোটের পার্সেন্টেজ প্রায় ৪২ শতাংশ। যদি কুয়াশা এবং শীত না থাকত, তাহলে আরও বেশি ভোট কাস্ট হতো।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো চট্টগ্রামে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘পূর্ব-পশ্চিমের সবার সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব সময় কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি। তাদের সঙ্গে এনগেজমেন্ট আরও বাড়াচ্ছি। আমি ন্যাম সামিটে যাচ্ছি, সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠকের কথা রয়েছে। আমরা কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
দ্বাদশ সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে তার প্রমাণ হচ্ছে, বহু নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ওআইসি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে আরও বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক এসেছিলেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি বন্ধুরা নির্বাচন কমিশনে গেছেন। আজ কাগজে দেখলাম, নির্বাচন কমিশন যে তথ্য-উপাত্ত দিয়েছে, এতে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। বেশির ভাগ নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনের দিন প্রতি দু’ঘণ্টা পরপর ভোট কাস্টিংয়ের তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন। ম্যানুয়াল ভোটে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, সেটি নির্ভুলভাবে দেওয়া সম্ভব নয়। ইভিএমে ভোট হলে সেটা সঙ্গে সঙ্গে কাস্ট হয়ে যেত। ম্যানুয়ালি হওয়ায় সঠিক তথ্য নির্বাচনের শেষে এসেছে।’
শীতের কুয়াশার কারণে ভোট বেশি কাস্ট হয়নি দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেই কারণে ভোটের পার্সেন্টেজ প্রায় ৪২ শতাংশ। যদি কুয়াশা এবং শীত না থাকত, তাহলে আরও বেশি ভোট কাস্ট হতো।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো চট্টগ্রামে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘পূর্ব-পশ্চিমের সবার সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব সময় কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি। তাদের সঙ্গে এনগেজমেন্ট আরও বাড়াচ্ছি। আমি ন্যাম সামিটে যাচ্ছি, সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠকের কথা রয়েছে। আমরা কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
দ্বাদশ সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে তার প্রমাণ হচ্ছে, বহু নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ওআইসি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে আরও বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক এসেছিলেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি বন্ধুরা নির্বাচন কমিশনে গেছেন। আজ কাগজে দেখলাম, নির্বাচন কমিশন যে তথ্য-উপাত্ত দিয়েছে, এতে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। বেশির ভাগ নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনের দিন প্রতি দু’ঘণ্টা পরপর ভোট কাস্টিংয়ের তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন। ম্যানুয়াল ভোটে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, সেটি নির্ভুলভাবে দেওয়া সম্ভব নয়। ইভিএমে ভোট হলে সেটা সঙ্গে সঙ্গে কাস্ট হয়ে যেত। ম্যানুয়ালি হওয়ায় সঠিক তথ্য নির্বাচনের শেষে এসেছে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে