বান্দরবান ও থানচি প্রতিনিধি
বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় চাঁদের গাড়িচালক ও তিনজন কেএনএফ সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল রোববার রাতে থানচি ও বান্দরবান সদর এলাকার সুয়ালক চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
অন্যদিকে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জেলার দুই উপজেলায় পরিস্থিতি মোকাবিলায় ৪টি আধুনিক সাঁজোয়া যান পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, জেলার থানচি ও রুমার ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানচি থেকে গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি উপজেলার টিঅ্যান্ডটি পাড়া এলাকার মো. ইউছুফের ছেলে।
গ্রেপ্তার হওয়ার কুকি-চিনের সদস্যরা হলেন—ভানুনুন নুয়াম বম, জেমিনিউ বম ও আমে লনচেও বম।
এ বিষয়ে সোমবার দুপুরে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘গত রোববার রাতে থানচি ও বান্দরবান সদরের সুয়ালক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির চালকসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, তাদের নামে মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘উপজেলাগুলোতে অভিযানের অংশ হিসেবে রুমা ও থানচি উপজেলার জন্য ৪টি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এপিসি আরও বাড়ানো হবে।’
গতকাল থেকে রুমা ও থানচিতে অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে যৌথবাহিনীর কম্বিং অপারেশনের প্রতিবাদে সোমবার বিকেল ৫টা থেকে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকা সমূহের সকল ধরনের যান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেএনএফ।
এ বিষয়ে রুমা বাস মালিক সমিতির লাইনম্যান জাকির হোসেন জানান, সকাল থেকে রুমায় গণপরিবহনসহ অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে স্থানীয়রা কেউ বের হচ্ছে না।
বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় চাঁদের গাড়িচালক ও তিনজন কেএনএফ সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল রোববার রাতে থানচি ও বান্দরবান সদর এলাকার সুয়ালক চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।
অন্যদিকে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জেলার দুই উপজেলায় পরিস্থিতি মোকাবিলায় ৪টি আধুনিক সাঁজোয়া যান পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, জেলার থানচি ও রুমার ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানচি থেকে গাড়িচালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি উপজেলার টিঅ্যান্ডটি পাড়া এলাকার মো. ইউছুফের ছেলে।
গ্রেপ্তার হওয়ার কুকি-চিনের সদস্যরা হলেন—ভানুনুন নুয়াম বম, জেমিনিউ বম ও আমে লনচেও বম।
এ বিষয়ে সোমবার দুপুরে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘গত রোববার রাতে থানচি ও বান্দরবান সদরের সুয়ালক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির চালকসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, তাদের নামে মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘উপজেলাগুলোতে অভিযানের অংশ হিসেবে রুমা ও থানচি উপজেলার জন্য ৪টি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এপিসি আরও বাড়ানো হবে।’
গতকাল থেকে রুমা ও থানচিতে অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে যৌথবাহিনীর কম্বিং অপারেশনের প্রতিবাদে সোমবার বিকেল ৫টা থেকে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকা সমূহের সকল ধরনের যান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেএনএফ।
এ বিষয়ে রুমা বাস মালিক সমিতির লাইনম্যান জাকির হোসেন জানান, সকাল থেকে রুমায় গণপরিবহনসহ অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে স্থানীয়রা কেউ বের হচ্ছে না।
জামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১৩ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
২৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগেরাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরে স্থানান্তর করা হয়েছে প্রায় সাত বছর আগে। কিন্তু ট্যানারির দূষণ এখনো রয়ে গেছে হাজারীবাগে। ওই এলাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে ব্যবহৃত রাসায়নিকের উৎকট গন্ধ আর খালে প্রবাহিত ট্যানারি বর্জ্য জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
১ ঘণ্টা আগে