পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় এবং তাঁর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জেপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলায় আওয়ামী লীগ ও জেপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পর এই ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ নেতা-কর্মী আহত হন। এ সময় গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়।
নেতা-কর্মীরা জানান, ভান্ডারিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও জেপির (মঞ্জু) মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার রাতে তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি-ধাওয়া হয়। এর কিছু সময় পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে একই ব্যক্তির তাঁর বাসভবনেও হামলা চালান।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের তিনটি মোটরসাইকেলে আগুন দেয় এবং এতে তাঁদের ১০ জন নেতা-কর্মী আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার বলেন, ‘তেলীখালী ইফতারিকে কেন্দ্র করে জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের ওপরে চড়াও হয়। পরে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বাসভবনে এবং অফিস কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয় তাঁরা। অফিসে থাকা জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল দাবি করে বলেন, ‘গতকাল ইফতার অনুষ্ঠানে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং হামলায় আমাদের তিনজন নেতা-কর্মী আহত হয়।’
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মুকিত হাসান খান বলেন, ভান্ডারিয়ার তেলীখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন আছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় এবং তাঁর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জেপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলায় আওয়ামী লীগ ও জেপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পর এই ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ নেতা-কর্মী আহত হন। এ সময় গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়।
নেতা-কর্মীরা জানান, ভান্ডারিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও জেপির (মঞ্জু) মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার রাতে তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি-ধাওয়া হয়। এর কিছু সময় পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে একই ব্যক্তির তাঁর বাসভবনেও হামলা চালান।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। অভিযোগ উঠেছে, জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের তিনটি মোটরসাইকেলে আগুন দেয় এবং এতে তাঁদের ১০ জন নেতা-কর্মী আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার বলেন, ‘তেলীখালী ইফতারিকে কেন্দ্র করে জেপির নেতা-কর্মীরা ছাত্রলীগের ওপরে চড়াও হয়। পরে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বাসভবনে এবং অফিস কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয় তাঁরা। অফিসে থাকা জাতির পিতা ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল দাবি করে বলেন, ‘গতকাল ইফতার অনুষ্ঠানে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং হামলায় আমাদের তিনজন নেতা-কর্মী আহত হয়।’
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মুকিত হাসান খান বলেন, ভান্ডারিয়ার তেলীখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন আছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২২ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে