পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম মোহনা আক্তার (১৮)। তিনি শহরের সিমুলবাগ এলাকার রাসেদ মুন্সির মেয়ে এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোহনা আক্তার ও তার তিন বন্ধু শহরের মুসলিম পাড়া এলাকায় প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে তারা শহরের চৌরাস্তায় যাওয়ার পথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার গলার ওড়না পেঁচিয়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই সময়ে দায়িত্বরত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম মোহনা আক্তার (১৮)। তিনি শহরের সিমুলবাগ এলাকার রাসেদ মুন্সির মেয়ে এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন ‘ঘটনার পরপরই হাসপাতালে উপস্থিত পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এতে মোহনার গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ার দাগ পাওয়া গেছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোহনা আক্তার ও তার তিন বন্ধু শহরের মুসলিম পাড়া এলাকায় প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে তারা শহরের চৌরাস্তায় যাওয়ার পথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার গলার ওড়না পেঁচিয়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত ওড়না খুলে ফেললেও মোহনা অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই সময়ে দায়িত্বরত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিমা নাসরিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজছাত্রী মোহনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
নওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩৩ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগে