নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন হোসাইন মোহাম্মদ আলী (২৬)। দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগদান করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের এই যুবক।
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লাবোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাঁদের মধ্যে ছিলেন বরিশালের সন্তান হোসাইন মোহাম্মদ আলীও। আলীর স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন।
আজ বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, আলীর গ্রামের বাড়িতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে মাধ্যমিক পাস করেছিলেন জিপিএ-৫ পেয়ে। এরপর ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগদান করেন ২০২০ সালে। দুই মাস আগে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন আলী।
মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে নাবিক মো. আলী হোসেনের পরিবার।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি গতকাল বুধবার সাংবাদিকদের বলছেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই আহাজারি করেন মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা গতকাল বলছেন, ‘সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তার।’
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন হোসাইন মোহাম্মদ আলী (২৬)। দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগদান করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের এই যুবক।
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লাবোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাঁদের মধ্যে ছিলেন বরিশালের সন্তান হোসাইন মোহাম্মদ আলীও। আলীর স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন।
আজ বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, আলীর গ্রামের বাড়িতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে মাধ্যমিক পাস করেছিলেন জিপিএ-৫ পেয়ে। এরপর ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগদান করেন ২০২০ সালে। দুই মাস আগে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন আলী।
মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে নাবিক মো. আলী হোসেনের পরিবার।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি গতকাল বুধবার সাংবাদিকদের বলছেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই আহাজারি করেন মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা গতকাল বলছেন, ‘সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তার।’
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসায় মাকে বেঁধে রেখে টাকা, গয়নাসহ শিশু সন্তানকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটা পরিকল্পিত ঘটনা। ৮ মাসের জাইফাকে অপহরণ ও মূল্যবান সম্পদ চুরি করা ছিল উদ্দেশ্য। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। গতকাল বৃহস্পতিবার রাতে সাবলেট...
৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
১২ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৩১ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৪১ মিনিট আগে