মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে রাতের আঁধারে বাইসাইকেল ও বাবার মোবাইল ফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছে আবু সাঈদ খান (১৪) নামের এক শিক্ষার্থী। ছয় দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এতে তার মা-বাবা ও স্বজনেরা উদ্বেগ জানিয়েছেন।
আবু সাঈদ খান মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে। সে কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গত ১২ মে রাত ৮টার দিকে সে বাড়ি থেকে নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজের ঘটনায় গত শনিবার সকালে আবু সাঈদের চাচা আরিফুল ইসলাম খান মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের দাবি, ওই শিক্ষার্থী আগে মাদ্রাসায় লেখাপড়া করত। আর মাদ্রাসার ছাত্ররা মাঝেমধ্যে মা-বাবাকে না জানিয়ে উধাও হয়ে থাকে।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা আরিফুল ইসলাম খান জানান, তাঁর ভাতিজা আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসার পড়ালেখায় ততটা মনোযোগী না হওয়ায় চলতি বছর তাঁকে বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি করানো হয়।
আরিফুল ইসলাম আরও জানান, গত ১২ মে রাতে এশার নামাজের সময় আবু সাঈদ বাইসাইকেল ও তার বাবার মোবাইল ফোন নিয়ে বের হয়। পরিবারের ধারণা ছিল আবু সাঈদ নামাজ আদায়ের জন্য মসজিদে গেছে। পরে রাতে ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। সন্ধান না পেয়ে গত শনিবার সকালে থানায় জিডি করা হয়েছে।
শিক্ষার্থীর বাবা মো. ইব্রাহীম খান বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সার্ভার জটিলতায় আগে জিডি করা সম্ভব হয়নি। ছেলের ভাগ্যে কী ঘটেছে তা আল্লাহই ভালো জানেন।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে খোঁজ শুরু করা হয়েছে।’
বরিশালের মুলাদীতে রাতের আঁধারে বাইসাইকেল ও বাবার মোবাইল ফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছে আবু সাঈদ খান (১৪) নামের এক শিক্ষার্থী। ছয় দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। এতে তার মা-বাবা ও স্বজনেরা উদ্বেগ জানিয়েছেন।
আবু সাঈদ খান মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ইব্রাহিম খানের ছেলে। সে কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গত ১২ মে রাত ৮টার দিকে সে বাড়ি থেকে নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজের ঘটনায় গত শনিবার সকালে আবু সাঈদের চাচা আরিফুল ইসলাম খান মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশের দাবি, ওই শিক্ষার্থী আগে মাদ্রাসায় লেখাপড়া করত। আর মাদ্রাসার ছাত্ররা মাঝেমধ্যে মা-বাবাকে না জানিয়ে উধাও হয়ে থাকে।
নিখোঁজ শিক্ষার্থীর চাচা আরিফুল ইসলাম খান জানান, তাঁর ভাতিজা আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসার পড়ালেখায় ততটা মনোযোগী না হওয়ায় চলতি বছর তাঁকে বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে ভর্তি করানো হয়।
আরিফুল ইসলাম আরও জানান, গত ১২ মে রাতে এশার নামাজের সময় আবু সাঈদ বাইসাইকেল ও তার বাবার মোবাইল ফোন নিয়ে বের হয়। পরিবারের ধারণা ছিল আবু সাঈদ নামাজ আদায়ের জন্য মসজিদে গেছে। পরে রাতে ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। সন্ধান না পেয়ে গত শনিবার সকালে থানায় জিডি করা হয়েছে।
শিক্ষার্থীর বাবা মো. ইব্রাহীম খান বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সার্ভার জটিলতায় আগে জিডি করা সম্ভব হয়নি। ছেলের ভাগ্যে কী ঘটেছে তা আল্লাহই ভালো জানেন।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। বিভিন্ন থানায় সংবাদ পাঠিয়ে খোঁজ শুরু করা হয়েছে।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে