কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ তিন দিনের টানা সরকারি ছুটি আর পর্যটন মেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি বেড়েছে। গতকাল বুধবার বিকেল থেকেই পর্যটকের আগমন হতে শুরু করে।
আজ বৃহস্পতিবার সকালে সৈকতে গিয়ে দেখা গেছে, পর্যটকেরা বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। আবার অনেকে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন।
এদিকে বাড়তি পর্যটকের কারণে বিক্রি ভালো হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে। এ ছাড়া বিশেষ ছাড় দেওয়ায় অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ খালি নেই। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।
কুমিল্লা থেকে আসা রিয়া-সুনাম নামের পর্যটক দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমরা এর আগেও কুয়াকাটায় এসেছি। তবে এত পর্যটক আগে এখানে দেখিনি।’
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় কানসাই হোটেলের স্বত্বাধিকারী নাসির উদ্দীন বিপ্লব বলেন, ‘আমার হোটেলে ২০টি রুমের সবগুলোই আজকে বুক হয়ে গেছে।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘একদিকে বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি আরেক দিকে স্থানীয় পর্যটন মেলা। তাই বিগত দিনের চেয়ে পর্যটক বেড়েছে। আজকেও অনেকে আসছেন। ছাড় দেওয়ায় বেশির ভাগ হোটেল-মোটেলের রুম খালি নেই।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা মিলে পর্যটকদের বিনোদনের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় হাজারো পর্যটকের আগমন হয়েছে। আশা করছি শুক্রবার লক্ষাধিক পর্যটকের আগমন হবে এখানে।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে থেকে পর্যটক আসা শুরু করেছে, আজও অনেক পর্যটক এসেছে। আমরা তাঁদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছি।’
ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ তিন দিনের টানা সরকারি ছুটি আর পর্যটন মেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি বেড়েছে। গতকাল বুধবার বিকেল থেকেই পর্যটকের আগমন হতে শুরু করে।
আজ বৃহস্পতিবার সকালে সৈকতে গিয়ে দেখা গেছে, পর্যটকেরা বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। আবার অনেকে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন।
এদিকে বাড়তি পর্যটকের কারণে বিক্রি ভালো হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে। এ ছাড়া বিশেষ ছাড় দেওয়ায় অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ খালি নেই। আগতদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।
কুমিল্লা থেকে আসা রিয়া-সুনাম নামের পর্যটক দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এই মেলাকে কেন্দ্র করে অনেক পর্যটক বেড়েছে। আমরা এর আগেও কুয়াকাটায় এসেছি। তবে এত পর্যটক আগে এখানে দেখিনি।’
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় কানসাই হোটেলের স্বত্বাধিকারী নাসির উদ্দীন বিপ্লব বলেন, ‘আমার হোটেলে ২০টি রুমের সবগুলোই আজকে বুক হয়ে গেছে।’
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘একদিকে বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি আরেক দিকে স্থানীয় পর্যটন মেলা। তাই বিগত দিনের চেয়ে পর্যটক বেড়েছে। আজকেও অনেকে আসছেন। ছাড় দেওয়ায় বেশির ভাগ হোটেল-মোটেলের রুম খালি নেই।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কুয়াকাটা পৌরসভা, কলাপাড়া উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা মিলে পর্যটকদের বিনোদনের জন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় হাজারো পর্যটকের আগমন হয়েছে। আশা করছি শুক্রবার লক্ষাধিক পর্যটকের আগমন হবে এখানে।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে থেকে পর্যটক আসা শুরু করেছে, আজও অনেক পর্যটক এসেছে। আমরা তাঁদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছি।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে