নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২) ঘটনাস্থলেই মারা যান। উজিরপুরের মুণ্ডপাশা এলাকায় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সোহরাব হাওলাদার ও রুবেল হাওলাদারের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী। ধারণা করা হচ্ছে, কুয়াশায় পথ ঠিকভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি।
এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুরের মুণণ্ডপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২) ঘটনাস্থলেই মারা যান। উজিরপুরের মুণ্ডপাশা এলাকায় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সোহরাব হাওলাদার ও রুবেল হাওলাদারের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী। ধারণা করা হচ্ছে, কুয়াশায় পথ ঠিকভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি।
এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুরের মুণণ্ডপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
২ ঘণ্টা আগে