বরিশাল ক্লাবের পদ দখল: মেয়র সাদিককে আদালতের শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১৮: ৩৭

বরিশাল ক্লাবের সভাপতি পদ দখলের অভিযোগে করা মামলায় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে আদালত। ওই ক্লাবে সভাপতি পদে তার কার্যক্রমে কেন স্থগিতাদেশ দেওয়া হবে না তা জানাতে চেয়ে এটি দেওয়া হয়। আজ সোমবার বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে বিচারক হাসিবুল হাসান এই নোটিশ জারির আদেশ দেন।

একই সঙ্গে নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ক্লাবের সভাপতি ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে জবাব দিতে বলা হয়েছে। মামলার অপর বিবাদী ক্লাবের সম্পাদককেও (সেক্রেটারি) একই আদেশ দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার মফিজুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি সিটি মেয়র ও বরিশাল ক্লাবের সম্পাদককে বিবাদী করে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ‘বিচারক হাসিবুল হাসান বৃহস্পতিবার শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন। রোববার বরিশাল ক্লাবের সভাপতি পদে মেয়র সাদিকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করা হয়। আজ সোমবার বিচারক নালিশি মামলা গ্রহণ করে মেয়র সাদিক ও ক্লাব সেক্রেটারিকে শোকজ নোটিশ দেন।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির সদস্য পদে যেতে সাধারণ সদস্য পদ ১০ বছর পূর্ণ হতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট ক্লাবের সদস্য হন। তিন বছর পূর্ণ হওয়ার আগেই ২০১৯ সালের ৮ মার্চ জোর করে নিজেকে ক্লাবের সভাপতি ঘোষণা করেন। এতে তিনি ক্লাবের গঠনতন্ত্রের বিধি (আর্টিকেল) ৩২ (খ) ধারা লঙ্ঘন করেছেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীসহ দুই কর্মকর্তাকে ক্লাবের গেস্ট রুমে স্থায়ীভাবে থাকতে দেন এবং তারা ক্যাফেটেরিয়ার খাবার গ্রহণ করেন। এতে তাদের কাছে ক্লাবের কোটি টাকার বেশি বকেয়া পড়ে।

উল্লেখ্য, বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন মামা মফিজুর রহমান কামাল। ২০১৯ সালের ৮ মার্চ সাধারণ সভা চলাকালে মেয়র দলবলসহ উপস্থিত হয়ে সভার নিয়ন্ত্রণ নেন। পরে তিনি ক্লাবের সভাপতি হন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত