নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ১৬ কোটি টাকায় নির্মিত চারতলা নতুন হলটিতে এক বছর ধরে অজুহাত দেখিয়ে ছাত্রীদের উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিকেলেই নোটিশ সাঁটিয়ে হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গতকাল আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় ঘটে। ছাত্রীরাও আন্দোলনের প্রস্তুতি নেন। ওই দিনই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান স্বাক্ষরিত এক নোটিশে হল খুলে দিয়ে সুযোগ পাওয়া ২৩২ ছাত্রীর নামের তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হলটিতে ডাবলিং করে প্রায় ৬০০ ছাত্রী থাকার সুযোগ রয়েছে।
এদিকে হঠাৎ হল খুলে দেওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। আজ বুধবার সকালে ববি ক্যাম্পাসের উত্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা এরই মধ্যে হলে আসা শুরু করেছেন। অনেকে ভর্তি রসিদ কাটছেন। অনেকে আবার হলে মালামাল রেখে যাচ্ছেন। হলের সামনের রাস্তায় লাইটিং সচল করা হয়েছে। প্রভোস্ট, স্টাফ ও দারোয়ান হলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রীনিবাসটির ২,৩ এ ৪ তলা পর্যন্ত ছাত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। মিল চালুর জন্য চলছে ডাইনিং প্রস্তুত করার কাজ।
ওই হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম আয়শা বলেন, ‘হলে সিটের অনেক প্রয়োজন ছিল। কোনো কারণ ছাড়াই প্রায় ৬০০ ছাত্রীকে হলে জায়গা দেওয়া হয়নি। তবে হল চালু হওয়ায় আমরা সন্তুষ্ট।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রী বলেন, ‘হঠাৎ এভাবে হল খুলে দেবে, স্বপ্নেও ভাবিনি। হল খুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকালই হলটি খুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মেয়েরা চাইলে এখন থেকে যেকোনো সময় হলে উঠতে পারবে। টাকা দিয়ে রসিদ কেটে যাচ্ছে তারা। মৌখিক পরীক্ষায় ২৩২ জনকে সুযোগ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের চার বছরের মেয়াদ। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে হলটি উদ্বোধনের আশায় নতুন এ ছাত্রীনিবাসটি খুলে দেননি তিনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছিল।
অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ১৬ কোটি টাকায় নির্মিত চারতলা নতুন হলটিতে এক বছর ধরে অজুহাত দেখিয়ে ছাত্রীদের উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিকেলেই নোটিশ সাঁটিয়ে হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গতকাল আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় ঘটে। ছাত্রীরাও আন্দোলনের প্রস্তুতি নেন। ওই দিনই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান স্বাক্ষরিত এক নোটিশে হল খুলে দিয়ে সুযোগ পাওয়া ২৩২ ছাত্রীর নামের তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হলটিতে ডাবলিং করে প্রায় ৬০০ ছাত্রী থাকার সুযোগ রয়েছে।
এদিকে হঠাৎ হল খুলে দেওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। আজ বুধবার সকালে ববি ক্যাম্পাসের উত্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা এরই মধ্যে হলে আসা শুরু করেছেন। অনেকে ভর্তি রসিদ কাটছেন। অনেকে আবার হলে মালামাল রেখে যাচ্ছেন। হলের সামনের রাস্তায় লাইটিং সচল করা হয়েছে। প্রভোস্ট, স্টাফ ও দারোয়ান হলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রীনিবাসটির ২,৩ এ ৪ তলা পর্যন্ত ছাত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। মিল চালুর জন্য চলছে ডাইনিং প্রস্তুত করার কাজ।
ওই হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম আয়শা বলেন, ‘হলে সিটের অনেক প্রয়োজন ছিল। কোনো কারণ ছাড়াই প্রায় ৬০০ ছাত্রীকে হলে জায়গা দেওয়া হয়নি। তবে হল চালু হওয়ায় আমরা সন্তুষ্ট।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রী বলেন, ‘হঠাৎ এভাবে হল খুলে দেবে, স্বপ্নেও ভাবিনি। হল খুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকালই হলটি খুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মেয়েরা চাইলে এখন থেকে যেকোনো সময় হলে উঠতে পারবে। টাকা দিয়ে রসিদ কেটে যাচ্ছে তারা। মৌখিক পরীক্ষায় ২৩২ জনকে সুযোগ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের চার বছরের মেয়াদ। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে হলটি উদ্বোধনের আশায় নতুন এ ছাত্রীনিবাসটি খুলে দেননি তিনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছিল।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসায় মাকে বেঁধে রেখে টাকা, গয়নাসহ শিশু সন্তানকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটা পরিকল্পিত ঘটনা। ৮ মাসের জাইফাকে অপহরণ ও মূল্যবান সম্পদ চুরি করা ছিল উদ্দেশ্য। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। গতকাল বৃহস্পতিবার রাতে সাবলেট...
২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
১১ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
৩০ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৪০ মিনিট আগে