ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনা নদীতে জালে ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়াটি চুরি হয়ে গেছে। গতকাল সোমবার মধ্য রাতে এটি চুরি হয়ে যায়।
এর আগে গত বুধবার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি। ওই জেলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার গ্রামে।
ফারুক মাঝি আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে তজুমদ্দিন উপজেলার শশিভূষণ এলাকায় মেঘনার পাড়ে নৌকার মধ্যে কাঁকড়াটি রাখি। পরে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের বাড়িতে যাই। নৌকার মধ্যে থাকা ওই কাঁকড়াটি পাহারা দেওয়ার জন্য একজনকে ৫০০ টাকাও দিয়েছিলাম। কিন্তু আজ সকালে এসে দেখি নৌকার মধ্যে কাঁকড়াটি নেই। রাতের আঁধারে এটি চুরি করে নিয়ে গেছে।’
ফারুক মাঝি জানান, ‘গত বুধবার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরে বিরল প্রজাতির কাঁকড়াটি। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানিতে রেখে দিই। গত ছয় দিন এভাবেই ছিল।’
ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখিনি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম অনেক। তাই অনেক টাকায় বিক্রির আশায় রেখে দিয়েছিলাম। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম। কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম বেশি নয়।
ভোলার মেঘনা নদীতে জালে ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়াটি চুরি হয়ে গেছে। গতকাল সোমবার মধ্য রাতে এটি চুরি হয়ে যায়।
এর আগে গত বুধবার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি। ওই জেলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার গ্রামে।
ফারুক মাঝি আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে তজুমদ্দিন উপজেলার শশিভূষণ এলাকায় মেঘনার পাড়ে নৌকার মধ্যে কাঁকড়াটি রাখি। পরে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের বাড়িতে যাই। নৌকার মধ্যে থাকা ওই কাঁকড়াটি পাহারা দেওয়ার জন্য একজনকে ৫০০ টাকাও দিয়েছিলাম। কিন্তু আজ সকালে এসে দেখি নৌকার মধ্যে কাঁকড়াটি নেই। রাতের আঁধারে এটি চুরি করে নিয়ে গেছে।’
ফারুক মাঝি জানান, ‘গত বুধবার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরে বিরল প্রজাতির কাঁকড়াটি। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানিতে রেখে দিই। গত ছয় দিন এভাবেই ছিল।’
ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখিনি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম অনেক। তাই অনেক টাকায় বিক্রির আশায় রেখে দিয়েছিলাম। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম। কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম বেশি নয়।
রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাসায় মাকে বেঁধে রেখে টাকা, গয়নাসহ শিশু সন্তানকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটা পরিকল্পিত ঘটনা। ৮ মাসের জাইফাকে অপহরণ ও মূল্যবান সম্পদ চুরি করা ছিল উদ্দেশ্য। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি। গতকাল বৃহস্পতিবার রাতে সাবলেট...
১ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, দেশীয় অস্ত্রসহ যুবদল, ছাত্রদল ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ও জগন্নাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
১০ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে, ওই বাড়ির ভাড়াটিয়ারা এ হত্যা ঘটিয়েছেন।
২৯ মিনিট আগেনিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।
৩৯ মিনিট আগে