নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মুলাদীতে আলোচিত মনির হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্য। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদার ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় সিআইডি মুলাদী কিংবা ঘটনাস্থলসংলগ্ন বাবুগঞ্জ থানায় কোনো অভিযোগ দেয়নি।
হামলার শিকার সিআইডির উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মুলাদীর মনির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে অবস্থা পর্যবেক্ষণ ও সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তার করতে মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নিয়েছিলাম। এ সময় আসামির স্বজনেরা আমাদের ঘেরাও করে। ধস্তাধস্তিতে আমি ও কনস্টেবল আবদুল হাকিম আহত হয়েছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্বাসের ভাইসহ ৫-৬ জন সিআইডিকে বাধা দেয়। এ সময় সিআইডির সঙ্গে আসামির লোকজনের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সুযোগে আসামি আব্বাস পালিয়ে যায়। ধস্তাধস্তিতে সিআইডির এসআই রুহুল হাতে জখম ও কনস্টেবল আহত হন।
স্থানীয় কয়েকজন জানান, হামলায় অংশ নেন সন্দেহভাজন আসামি আব্বাস, তাঁর বাবা আবদুর রব, ভাই নাসির উদ্দিন, ইদ্রিস, কছির উদ্দিন এবং সাইফুল ইসলাম।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে সিআইডি টিমের ওপর হামলার বিষয়টি শুনেছি। তবে ঘটনাস্থল বাবুগঞ্জ থানার আওতায় হওয়ায় সেখানে যাইনি। শুধু একজন এসআইকে পাঠিয়েছিলাম বিষয়টি নিশ্চিত হতে।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সিআইডির পক্ষ থেকে কিংবা সিআইডির কোনো সদস্য এখনো কোনো অভিযোগ দেননি। তবে সিআইডির সদস্যদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
উল্লেখ্য, গত বছরের ২৪ মে মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে মনির হাওলাদারের (২২) চোখ উপড়ানো ও গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মুলাদী থানায় হত্যা মামলা করেন। পরে একই বছরের ৪ জুলাই মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।
বরিশালের মুলাদীতে আলোচিত মনির হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুই সদস্য। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদার ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় সিআইডি মুলাদী কিংবা ঘটনাস্থলসংলগ্ন বাবুগঞ্জ থানায় কোনো অভিযোগ দেয়নি।
হামলার শিকার সিআইডির উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মুলাদীর মনির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে অবস্থা পর্যবেক্ষণ ও সন্দেহভাজন আসামি আব্বাস হাওলাদারকে গ্রেপ্তার করতে মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে অবস্থান নিয়েছিলাম। এ সময় আসামির স্বজনেরা আমাদের ঘেরাও করে। ধস্তাধস্তিতে আমি ও কনস্টেবল আবদুল হাকিম আহত হয়েছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্বাসের ভাইসহ ৫-৬ জন সিআইডিকে বাধা দেয়। এ সময় সিআইডির সঙ্গে আসামির লোকজনের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সুযোগে আসামি আব্বাস পালিয়ে যায়। ধস্তাধস্তিতে সিআইডির এসআই রুহুল হাতে জখম ও কনস্টেবল আহত হন।
স্থানীয় কয়েকজন জানান, হামলায় অংশ নেন সন্দেহভাজন আসামি আব্বাস, তাঁর বাবা আবদুর রব, ভাই নাসির উদ্দিন, ইদ্রিস, কছির উদ্দিন এবং সাইফুল ইসলাম।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুনে সিআইডি টিমের ওপর হামলার বিষয়টি শুনেছি। তবে ঘটনাস্থল বাবুগঞ্জ থানার আওতায় হওয়ায় সেখানে যাইনি। শুধু একজন এসআইকে পাঠিয়েছিলাম বিষয়টি নিশ্চিত হতে।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সিআইডির পক্ষ থেকে কিংবা সিআইডির কোনো সদস্য এখনো কোনো অভিযোগ দেননি। তবে সিআইডির সদস্যদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
উল্লেখ্য, গত বছরের ২৪ মে মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে মনির হাওলাদারের (২২) চোখ উপড়ানো ও গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মুলাদী থানায় হত্যা মামলা করেন। পরে একই বছরের ৪ জুলাই মামলা তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে