পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সালিসে পক্ষ নিতে রাজি না হওয়ায় হেমায়েত উদ্দিন হিমু নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদলের সদস্য নীরব হাওলাদার ও ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার উপজেলার কালিশুরি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আহত হেমায়েত উদ্দিন হিমু বাউফলের কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে গত ১৩ মার্চ উপজেলার কালিশুরি ইউনিয়নের ব্যবসায়ী বাবুল হাওলাদারের সঙ্গে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষ থানা-পুলিশের শরণাপন্ন হয়। পরবর্তীতে উভয় পক্ষ মামলা দায়ের না করে স্থানীয়ভাবে সালিসের দাবি জানায়। ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ ব্যক্তিকে সালিস মানা হয়। সালিসের পূর্বে অভিযুক্ত নীরব ও হুমায়ুন আহত হেমায়েত উদ্দিন হিমুকে তাদের পক্ষ নেওয়ার অনুরোধ জানায়। এতে রাজি না হলে উভয়ে মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে গতকাল মঙ্গলবার আহত আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন হিমু নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাওনা টাকা তুলতে বের হলে নীরব ও হুমায়ুন তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তার ব্যবসায়িক কালেকশনের ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ স্বীকার করে নীরব হাওলাদার বলেন, ‘পেটানোর কাজ করেছে দেখেই তাকে পেটানো হয়েছে। আমার সাত বছরের বাচ্চার গলায় যারা চাকু ধরে চেইন ছিনতাই করেছে, তাদের সঙ্গে হিমুর সম্পর্ক। তার নেতৃত্বে সেই ঘটনা ঘটেছে দেখেই তাকে পেটানো হইছে।’
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, ‘অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পটুয়াখালীর বাউফলে সালিসে পক্ষ নিতে রাজি না হওয়ায় হেমায়েত উদ্দিন হিমু নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদলের সদস্য নীরব হাওলাদার ও ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার উপজেলার কালিশুরি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আহত হেমায়েত উদ্দিন হিমু বাউফলের কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে গত ১৩ মার্চ উপজেলার কালিশুরি ইউনিয়নের ব্যবসায়ী বাবুল হাওলাদারের সঙ্গে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষ থানা-পুলিশের শরণাপন্ন হয়। পরবর্তীতে উভয় পক্ষ মামলা দায়ের না করে স্থানীয়ভাবে সালিসের দাবি জানায়। ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ ব্যক্তিকে সালিস মানা হয়। সালিসের পূর্বে অভিযুক্ত নীরব ও হুমায়ুন আহত হেমায়েত উদ্দিন হিমুকে তাদের পক্ষ নেওয়ার অনুরোধ জানায়। এতে রাজি না হলে উভয়ে মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে গতকাল মঙ্গলবার আহত আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন হিমু নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাওনা টাকা তুলতে বের হলে নীরব ও হুমায়ুন তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তার ব্যবসায়িক কালেকশনের ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ স্বীকার করে নীরব হাওলাদার বলেন, ‘পেটানোর কাজ করেছে দেখেই তাকে পেটানো হয়েছে। আমার সাত বছরের বাচ্চার গলায় যারা চাকু ধরে চেইন ছিনতাই করেছে, তাদের সঙ্গে হিমুর সম্পর্ক। তার নেতৃত্বে সেই ঘটনা ঘটেছে দেখেই তাকে পেটানো হইছে।’
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, ‘অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
৩৩ মিনিট আগেবেতন পেয়ে কারখানার এক শ্রমিক আলমগীর বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার হাজতখানার ভেতরে আপসের শর্তে বাদী ও আসামির টাকা লেনদেনের ভিডিও নিয়ে মহানগর পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ ও বদলি এবং ডিউটি অফিসারকে শোকজ করা হয়েছ
১ ঘণ্টা আগে