নিজস্ব প্রতিবেদক, বরিশাল
এবার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ আদালতের এমন অভিযোগ করে মফিজুর রহমান চৌধুরী নামে ক্লাবের এক সদস্য নালিশি মামলা দায়ের করেছেন। আদালতে বিচারক হাসিবুল হাসান মামলাটি আমলে নিয়ে রোববার আদেশের জন্য রেখেছেন।
মামলায় ক্লাবের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদারকে দ্বিতীয় বিবাদী করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গঠনতন্ত্র লঙ্ঘন করে মেয়র সাদিক সভাপতি পদ দখল করায় বরিশাল ক্লাব লিমিটেডের অপূরণীয় ক্ষতি হয়েছে। ১ নম্বর বিবাদী মেয়র বেআইনিভাবে সভাপতি হওয়ার পর বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ অফিসারকে ক্লাবের দুটি রুমে থাকার ব্যবস্থা করে দেন। তাঁরা দীর্ঘদিন ধরে রুম ভাড়া এবং ক্যাফেটেরিয়ার বিল পরিশোধ না করায় কোটি কোটি টাকা ক্লাব পাওনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁর মক্কেল দাবি করেছেন, বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখল করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, একজন স্থায়ী সদস্যকে সভাপতি হতে হলে তাঁকে কমপক্ষে ১০ বছরের পুরোনো হতে হবে।
কিন্তু ১ নম্বর বিবাদী মেয়র ২০১৬ সালের ২০ আগস্ট সদস্য হন। গঠনতন্ত্রের আর্টিকেল ৩২ (খ) ধারা অনুযায়ী ১ নম্বর বিবাদী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সদস্যভুক্তির ১০ বছর অতিক্রান্ত না হওয়ার আগে ২০১৯ সালের ৮ মার্চ বেআইনি ও অবৈধভাবে সভাপতি পদ দখল করেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বরিশাল ক্লাব লিমিটেডের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাবের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয় আমার জানা নেই। সভাপতি পদ অবৈধ দাবি করে যিনি মামলা করেছেন, তিনি কিংবা কেউ এ ধরনের কোনো মামলার কপিও আমাদের কাছে পৌঁছাননি।’
এবার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ আদালতের এমন অভিযোগ করে মফিজুর রহমান চৌধুরী নামে ক্লাবের এক সদস্য নালিশি মামলা দায়ের করেছেন। আদালতে বিচারক হাসিবুল হাসান মামলাটি আমলে নিয়ে রোববার আদেশের জন্য রেখেছেন।
মামলায় ক্লাবের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদারকে দ্বিতীয় বিবাদী করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গঠনতন্ত্র লঙ্ঘন করে মেয়র সাদিক সভাপতি পদ দখল করায় বরিশাল ক্লাব লিমিটেডের অপূরণীয় ক্ষতি হয়েছে। ১ নম্বর বিবাদী মেয়র বেআইনিভাবে সভাপতি হওয়ার পর বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ অফিসারকে ক্লাবের দুটি রুমে থাকার ব্যবস্থা করে দেন। তাঁরা দীর্ঘদিন ধরে রুম ভাড়া এবং ক্যাফেটেরিয়ার বিল পরিশোধ না করায় কোটি কোটি টাকা ক্লাব পাওনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁর মক্কেল দাবি করেছেন, বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখল করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, একজন স্থায়ী সদস্যকে সভাপতি হতে হলে তাঁকে কমপক্ষে ১০ বছরের পুরোনো হতে হবে।
কিন্তু ১ নম্বর বিবাদী মেয়র ২০১৬ সালের ২০ আগস্ট সদস্য হন। গঠনতন্ত্রের আর্টিকেল ৩২ (খ) ধারা অনুযায়ী ১ নম্বর বিবাদী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সদস্যভুক্তির ১০ বছর অতিক্রান্ত না হওয়ার আগে ২০১৯ সালের ৮ মার্চ বেআইনি ও অবৈধভাবে সভাপতি পদ দখল করেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বরিশাল ক্লাব লিমিটেডের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাবের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয় আমার জানা নেই। সভাপতি পদ অবৈধ দাবি করে যিনি মামলা করেছেন, তিনি কিংবা কেউ এ ধরনের কোনো মামলার কপিও আমাদের কাছে পৌঁছাননি।’
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
২৬ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে