পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি নেতাদের। সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ তোলে।
আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয়ের মাঠে সম্মেলনস্থলে এ ঘটনা ঘটে।
আহতদের নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পিরোজপুর ও খুলনায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সমর্থকদের মধ্যে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। আউয়ালের সমর্থকদের মধ্যে পাঁচজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৯ জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রশিদ শেখ নামে যুবলীগের এক নেতা মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রশিদ শেখ মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্য আহতরা হলেন শাওন, নিক্সন, জাকির হোসেন, জুয়েল সেখ, মেজবাহ হাওলাদার, সোহাগ মৃধা, আক্তারুজ্জামান সিকদার, সুবোধ মিস্ত্রী, টুকু, জাকারিয়া ব্যাপারী, তরিকুল ইসলাম তাপস।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান খালেক বলেন, ‘সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত মানতে রাজি হয়নি তারা (মন্ত্রীর সমর্থক)। এর পরই বাইরে তাদের লোকজন মিছিল শুরু করে। একপর্যায়ে তারা হামলা চালায়। তাদের হামলায় আমার সাত-আটজন নেতা-কর্মী আহত হয়েছে। হামলার সময় তারা পিস্তল দিয়ে গুলি ছুড়েছে। এরপর তারা পিরোজপুর থেকে নেতা-কর্মীদের নিয়ে যাওয়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।’
পাল্টা অভিযোগ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির ছোট ভাই সিদ্দিকী নূরে আলম শাহীন বলেন, ‘সম্মেলনের মাঠে দুই পক্ষ মিছিল করছিল। এর মধ্যেই ওই পক্ষের (মজিবরের সমর্থক) একজন গুলি চালায় এবং হামলা করে। হামলায় আমাদের ১৫ জনের মতো আহত হয়েছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘নাজিরপুরে সম্মেলনে সামান্য হাতাহাতি হয়েছে। তবে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। নেতা-কর্মীদের নিয়ে আসা প্ল্যাকার্ডের সঙ্গে থাকা লাঠির আঘাতে কয়েকজন আহত হয়েছে।’
উল্লেখ্য, আট বছর আগে ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে এম এ মালেক ব্যাপারীকে সভাপতি এবং মো. মোশারেফ হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর মালেক ব্যাপারীর মৃত্যুর পর সভাপতি পদটি দীর্ঘদিন শূন্য ছিল। এরপর নির্দিষ্ট করে কাউকেই সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। আজ শনিবার সম্মেলনে কেন্দ্রীয় নেতারা তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন খানকে সভাপতি এবং দীর্ঘা ইউনিয়নের চেয়ারম্যান আশুতোষ ব্যাপারীকে সাধারণ সম্পাদক করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি নেতাদের। সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ তোলে।
আজ শনিবার (১৯ নভেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয়ের মাঠে সম্মেলনস্থলে এ ঘটনা ঘটে।
আহতদের নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পিরোজপুর ও খুলনায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নেতা-কর্মীরা জানান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সমর্থকদের মধ্যে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। আউয়ালের সমর্থকদের মধ্যে পাঁচজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৯ জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রশিদ শেখ নামে যুবলীগের এক নেতা মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রশিদ শেখ মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। অন্য আহতরা হলেন শাওন, নিক্সন, জাকির হোসেন, জুয়েল সেখ, মেজবাহ হাওলাদার, সোহাগ মৃধা, আক্তারুজ্জামান সিকদার, সুবোধ মিস্ত্রী, টুকু, জাকারিয়া ব্যাপারী, তরিকুল ইসলাম তাপস।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান খালেক বলেন, ‘সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত মানতে রাজি হয়নি তারা (মন্ত্রীর সমর্থক)। এর পরই বাইরে তাদের লোকজন মিছিল শুরু করে। একপর্যায়ে তারা হামলা চালায়। তাদের হামলায় আমার সাত-আটজন নেতা-কর্মী আহত হয়েছে। হামলার সময় তারা পিস্তল দিয়ে গুলি ছুড়েছে। এরপর তারা পিরোজপুর থেকে নেতা-কর্মীদের নিয়ে যাওয়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।’
পাল্টা অভিযোগ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির ছোট ভাই সিদ্দিকী নূরে আলম শাহীন বলেন, ‘সম্মেলনের মাঠে দুই পক্ষ মিছিল করছিল। এর মধ্যেই ওই পক্ষের (মজিবরের সমর্থক) একজন গুলি চালায় এবং হামলা করে। হামলায় আমাদের ১৫ জনের মতো আহত হয়েছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘নাজিরপুরে সম্মেলনে সামান্য হাতাহাতি হয়েছে। তবে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। নেতা-কর্মীদের নিয়ে আসা প্ল্যাকার্ডের সঙ্গে থাকা লাঠির আঘাতে কয়েকজন আহত হয়েছে।’
উল্লেখ্য, আট বছর আগে ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে এম এ মালেক ব্যাপারীকে সভাপতি এবং মো. মোশারেফ হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর মালেক ব্যাপারীর মৃত্যুর পর সভাপতি পদটি দীর্ঘদিন শূন্য ছিল। এরপর নির্দিষ্ট করে কাউকেই সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। আজ শনিবার সম্মেলনে কেন্দ্রীয় নেতারা তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন খানকে সভাপতি এবং দীর্ঘা ইউনিয়নের চেয়ারম্যান আশুতোষ ব্যাপারীকে সাধারণ সম্পাদক করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
৪৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে