মাতাল অবস্থায় ১২ তরুণকে আটক করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৯: ২২

বরিশালে উজিরপুরে মাতাল অবস্থায় ১২ তরুণকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার এম এ জলিল সেতুর ওপর থেকে ওই তরুণদের গ্রেপ্তার করা হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ওই ১২ তরুণকে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার তরুণেরা হলেন—মোহাম্মদ উৎসব, মেহেদী হাসান, শাওন, মোহাম্মদ সৈকত হাসান, মেহেদী হাসান, সাব্বির হোসেন, আরমান সিন্দিত, নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আকাশ ও মোহাম্মদ ফেরদৌস। তাঁদের বয়স ২০-২২ বছরের মধ্যে। এর মধ্যে কয়েকজনের বাড়ি বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা এলাকায় ও কয়েকজনের বাড়ি এয়ারপোর্ট থানায়। 

সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত সাংবাদিকদের জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম এ জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর ১২ তরুণকে পাওয়া যায়। পরে তাঁদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তাঁরা মদ্যপ অবস্থায় আছেন। এ সময় তাঁদের কাছ থেকে চারটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত