নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরের মোহনায় ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশনের ৭টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৩ জেলে নিখোঁজ রয়েছেন বলে ট্রলারমালিক ও জেলেরা জানান।
আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় ও সাঙ্গু গ্যাসফিল্ডসংলগ্ন সাগর মোহনায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সাগর মোহনায় মনপুরায় বেশ কয়েকটি ট্রলার ডুবে যায়। নিখোঁজ কয়েকজন জেলেকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো—উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৎস্য আড়তদার মাইনুদ্দিনের ট্রলার এফবি মায়ের দোয়া, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া ঘাটের ইউনুচ বলির ট্রলার, সূর্যমুখী ঘাটের জান্টু মাঝির ট্রলার, উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট খালের জামাল মাঝির ট্রলার। চরফ্যাশন ও ভোলা সদরের ট্রলারের পরিচয় পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন জামাল মাঝির ট্রলারে থাকা জামাল মাঝি, কবির, সজিব, শাকিল, রফিক, শামীম ও আল-আমিন। অপর দিকে মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলারে থাকা লতিফ মাঝিসহ ৬ জেলে নিখোঁজ রয়েছেন। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জেলেদের সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। এই সময় সাঙ্গু গ্যাস ফিল্ডসংলগ্ন সাগর মোহনায় ও হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিলেন মনপুরার একাধিক জেলে। প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে পাঁচ ট্রলারের তলা ফেটে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থাকা জেলেদের অন্যান্য ট্রলার উদ্ধার করলেও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ভোলা সদর ও চরফ্যাশনের দুটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। ওই দুই ট্রলারের প্রায় ১০ জেলে নিখোঁজ রয়েছেন।
মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, সাগরে মাছ ধরা অবস্থায় মনপুরার ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। অপর মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে তিনি জানান।
ভোলা দক্ষিণ জোনের কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. শফিউল কিঞ্জল জানান, সাগরে মাছ শিকার করতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে হাতিয়া ও চরমানিকা কোস্ট গার্ডের সদস্যরা সাগরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান চালাচ্ছেন।
প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরের মোহনায় ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশনের ৭টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৩ জেলে নিখোঁজ রয়েছেন বলে ট্রলারমালিক ও জেলেরা জানান।
আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় ও সাঙ্গু গ্যাসফিল্ডসংলগ্ন সাগর মোহনায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সাগর মোহনায় মনপুরায় বেশ কয়েকটি ট্রলার ডুবে যায়। নিখোঁজ কয়েকজন জেলেকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো—উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৎস্য আড়তদার মাইনুদ্দিনের ট্রলার এফবি মায়ের দোয়া, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া ঘাটের ইউনুচ বলির ট্রলার, সূর্যমুখী ঘাটের জান্টু মাঝির ট্রলার, উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট খালের জামাল মাঝির ট্রলার। চরফ্যাশন ও ভোলা সদরের ট্রলারের পরিচয় পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন জামাল মাঝির ট্রলারে থাকা জামাল মাঝি, কবির, সজিব, শাকিল, রফিক, শামীম ও আল-আমিন। অপর দিকে মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলারে থাকা লতিফ মাঝিসহ ৬ জেলে নিখোঁজ রয়েছেন। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জেলেদের সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। এই সময় সাঙ্গু গ্যাস ফিল্ডসংলগ্ন সাগর মোহনায় ও হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিলেন মনপুরার একাধিক জেলে। প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে পাঁচ ট্রলারের তলা ফেটে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থাকা জেলেদের অন্যান্য ট্রলার উদ্ধার করলেও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ভোলা সদর ও চরফ্যাশনের দুটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। ওই দুই ট্রলারের প্রায় ১০ জেলে নিখোঁজ রয়েছেন।
মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, সাগরে মাছ ধরা অবস্থায় মনপুরার ৫টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। অপর মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে তিনি জানান।
ভোলা দক্ষিণ জোনের কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. শফিউল কিঞ্জল জানান, সাগরে মাছ শিকার করতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে হাতিয়া ও চরমানিকা কোস্ট গার্ডের সদস্যরা সাগরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান চালাচ্ছেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১৯ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে