নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলের রিডিং রুম থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে জানালায় ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠীদের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করার আগে প্রেমিককে ভিডিও কলে রেখেছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হেনা রাণী বিশ্বাস।
ওই ছাত্রীর নাম শেফা নুর ইবাদী। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের ১৪১১ নম্বর কক্ষে থাকতেন শেফা।
বঙ্গমাতা হলের একাধিক ছাত্রী জানান, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাঁকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন শেফা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনেও সক্রিয় ছিলেন শেফা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বঙ্গমাতা হলের তৃতীয় তলায় রিডিং রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মুকুল বলেন, তিনি শুনেছেন যে প্রেমিককে ভিডিও কলে রেখে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তাঁর মোবাইল ফোন পেলে বিষয়টি দেখা হবে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল কাইউম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে মেন্টাল হেলথ অ্যান্ড গাইডিং সেন্টার খোলা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করা হয়। তার পরও এ ধরনে ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাঁরা এ ধরনের প্রবণতা রোধে আরও বেশি উদ্যোগ নেবেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলের রিডিং রুম থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে জানালায় ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠীদের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করার আগে প্রেমিককে ভিডিও কলে রেখেছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হেনা রাণী বিশ্বাস।
ওই ছাত্রীর নাম শেফা নুর ইবাদী। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের ১৪১১ নম্বর কক্ষে থাকতেন শেফা।
বঙ্গমাতা হলের একাধিক ছাত্রী জানান, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাঁকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন শেফা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনেও সক্রিয় ছিলেন শেফা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বঙ্গমাতা হলের তৃতীয় তলায় রিডিং রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মুকুল বলেন, তিনি শুনেছেন যে প্রেমিককে ভিডিও কলে রেখে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তাঁর মোবাইল ফোন পেলে বিষয়টি দেখা হবে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল কাইউম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে মেন্টাল হেলথ অ্যান্ড গাইডিং সেন্টার খোলা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করা হয়। তার পরও এ ধরনে ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাঁরা এ ধরনের প্রবণতা রোধে আরও বেশি উদ্যোগ নেবেন।
রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর ওরফে শান্ত (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেনড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেনওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আরও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ঋণ দেওয়ার নামে প্রতারণা চেষ্টার অভিযোগে ছয়জন নারীকে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ তাঁদেরকে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার নারীদের দাবি, তাঁরা একটি চক্রের প্রতারণার শিকার।
১ ঘণ্টা আগে