বরগুনা প্রতিনিধি
বরগুনায় জোয়ার কমে যাওয়ায় উপকূলীয় এলাকার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। টানা বর্ষণ থাকলেও জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলার কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানিয়েছেন, জেলার তিনটি প্রধান নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও ভাটির টানে পানি সাগরে নেমেছে।
বরগুনা পাউবোর পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পূর্ণিমার জোয়ার ও প্রবল বর্ষণের ফলে বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী এই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আজ সকাল থেকে জোয়ারের সময় স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হয়েছে।
মাহতাব হোসেন আরও বলেন, বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর এ তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। এখন স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
বরগুনার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে পানি থাকলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।
ওই এলাকার বাসিন্দারা বলেন, বৃষ্টির পানি ভাটির টানে নেমে যাওয়ায় জলাবদ্ধতা সমস্যা নেই।
এম বালিয়াতলী ইউনিয়নের সেলিম হোসেন নামের এক কৃষক বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ফসলের মাঠে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ বন্ধ রাখতে হয়েছিল। আজ সকাল থেকে চাষাবাদ শুরু করেছি, কারণ ফসলের মাঠের পানি কমে গিয়েছে।’
সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের বাড়ি বিষখালী নদীর তীরে। নদীর পানি বাড়লেই ফসলের মাঠ ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। তবে আজ সকাল থেকে ভাটির টানে পানি কমে গিয়েছে। ফলে এখন আর সমস্যা হচ্ছে না।’
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার তিনটি নদীর বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকাগুলো আমরা দ্রুত মেরামতের আওতায় আনব। তবে আজ থেকে নদীর পানির তোড় কমতে শুরু করেছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলায় এখন আর জলাবদ্ধতা নেই।’
বরগুনায় জোয়ার কমে যাওয়ায় উপকূলীয় এলাকার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। টানা বর্ষণ থাকলেও জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলার কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার দুপুরে পাউবো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানিয়েছেন, জেলার তিনটি প্রধান নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও ভাটির টানে পানি সাগরে নেমেছে।
বরগুনা পাউবোর পানি পরিমাপক মাহতাব হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পূর্ণিমার জোয়ার ও প্রবল বর্ষণের ফলে বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী এই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে আজ সকাল থেকে জোয়ারের সময় স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হয়েছে।
মাহতাব হোসেন আরও বলেন, বরগুনার বিষখালী, পায়রা ও বলেশ্বর এ তিনটি নদীর পানি কমতে শুরু করেছে। এখন স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
বরগুনার সদর উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে পানি থাকলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।
ওই এলাকার বাসিন্দারা বলেন, বৃষ্টির পানি ভাটির টানে নেমে যাওয়ায় জলাবদ্ধতা সমস্যা নেই।
এম বালিয়াতলী ইউনিয়নের সেলিম হোসেন নামের এক কৃষক বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ফসলের মাঠে জোয়ার ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ বন্ধ রাখতে হয়েছিল। আজ সকাল থেকে চাষাবাদ শুরু করেছি, কারণ ফসলের মাঠের পানি কমে গিয়েছে।’
সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের বাড়ি বিষখালী নদীর তীরে। নদীর পানি বাড়লেই ফসলের মাঠ ও বাড়িঘরে পানি ঢুকে পড়ে। তবে আজ সকাল থেকে ভাটির টানে পানি কমে গিয়েছে। ফলে এখন আর সমস্যা হচ্ছে না।’
পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জেলার তিনটি নদীর বেশ কিছু এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকাগুলো আমরা দ্রুত মেরামতের আওতায় আনব। তবে আজ থেকে নদীর পানির তোড় কমতে শুরু করেছে। ভাটির টানে পানি সাগরে নেমে যাওয়ায় জেলায় এখন আর জলাবদ্ধতা নেই।’
খুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
৩৯ মিনিট আগেপাবনার চাটমোহরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর গোলজার হোসেন (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ী বিলের কাজীর নালা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
১ ঘণ্টা আগে