আজকের পত্রিকা ডেস্ক
ঘড়ির কাঁটা দুই বছর পিছিয়ে নিয়ে করোনার শুরুর দিকে চলে যাওয়া যাক। ২০২০ সালের জানুয়ারি। চীনের উহানে ‘অচেনা’ এক ভাইরাসে সংক্রমণ দ্রুত বাড়ছে। সবার ভাগ্যটা তখন বিজ্ঞানী, গবেষক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের হাতে ছেড়ে দিলে কেমন হতো? রাজনৈতিক নেতাদের পরিচালিত বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এর চেয়ে ঢের ভালো হতো। এমনটাই মনে করেন হংকং-এপেক ট্রেড পলিসি স্টাডি গ্রুপের নির্বাহী পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড ডোডওয়েল। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত তাঁর লেখায় উঠে এসেছে সেই চিত্র।
দুই বছরে শনাক্ত প্রায় ৩৪ কোটি। মোট মৃত্যু কবেই অর্ধকোটি ছাড়িয়েছে। পঞ্চম ঢেউয়ের শঙ্কা দেখাচ্ছে অতি সংক্রামক ওমিক্রন। তবে বিশ্ববাসী এর চেয়ে বেশি সংকটে পড়েছে তাঁদের জীবনে করোনার প্রভাব নিয়ে। মানসিকতায় হানা দিয়েছে চাপ, হতাশা, অধৈর্য। দিনের পর দিন বেড়েছে আতঙ্ক। এর অন্যতম কারণ চাকরি হারানো, হুমকির মুখে থাকা ক্যারিয়ার, আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়া এবং দ্রুত এই অবস্থা থেকে ফিরে আসার কোনো আশার বাণী না থাকা।
তবে একে জ্ঞানের স্বল্পতা কিংবা বিজ্ঞানের হার বলা যাবে না। মোটা দাগে বললে বলতে হবে ‘রাজনীতিবিদদের ব্যর্থতা’। সংক্রমণের প্রথম থেকেই তথ্য গোপন করে আসছে চীন প্রশাসন। উৎসের ব্যাপারে তথ্য দিতেও গড়িমসি করছে দেশটির সরকার। করোনায় কোন নীতিতে দেশ চলবে এখনো তা ঠিক করতে পারেনি মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত আটকে যাচ্ছে আদালতে। অলিম্পিক নিয়ে জাপান সরকারের এবং নোভাক জোকোভিচকে নিয়ে অস্ট্রেলিয়ার পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে সিদ্ধান্ত কতটা ‘অপরিপক্ব’ হতে পারে। লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে ‘পার্টি’ করে নেতাদের আসল চরিত্রের একটি প্রতিচ্ছবিই যেন দেখিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর বাইরে করোনায় গণতন্ত্র হারিয়েছে তার মূল চিত্র। ব্যক্তিগত এবং মত প্রকাশের স্বাধীনতা বন্দী হয়েছে নেতাদের হাতে। কিন্তু কথা ছিল সব তথ্য পেয়ে, তা বিশ্লেষণ করে, কার্যকর সামাজিক দূরত্ব এবং টিকাদান কার্যক্রম নিশ্চিত করেই এক সঙ্গে এগিয়ে যাওয়ার। তবে আশার কথা হচ্ছে, করোনায় মৃত্যু কমানো গেছে। ধীরে ধীরে সাধারণ ফ্লু জাতীয় রোগে পরিণত হচ্ছে। এ ভাইরাস আমাদের সঙ্গে থেকেই যাবে, এমন ধরে নিয়ে এগিয়ে গেলেই বরং ভালো।
বিশ্লেষণ সম্পর্কিত আরও পড়ুন:
ঘড়ির কাঁটা দুই বছর পিছিয়ে নিয়ে করোনার শুরুর দিকে চলে যাওয়া যাক। ২০২০ সালের জানুয়ারি। চীনের উহানে ‘অচেনা’ এক ভাইরাসে সংক্রমণ দ্রুত বাড়ছে। সবার ভাগ্যটা তখন বিজ্ঞানী, গবেষক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের হাতে ছেড়ে দিলে কেমন হতো? রাজনৈতিক নেতাদের পরিচালিত বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এর চেয়ে ঢের ভালো হতো। এমনটাই মনে করেন হংকং-এপেক ট্রেড পলিসি স্টাডি গ্রুপের নির্বাহী পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক ডেভিড ডোডওয়েল। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত তাঁর লেখায় উঠে এসেছে সেই চিত্র।
দুই বছরে শনাক্ত প্রায় ৩৪ কোটি। মোট মৃত্যু কবেই অর্ধকোটি ছাড়িয়েছে। পঞ্চম ঢেউয়ের শঙ্কা দেখাচ্ছে অতি সংক্রামক ওমিক্রন। তবে বিশ্ববাসী এর চেয়ে বেশি সংকটে পড়েছে তাঁদের জীবনে করোনার প্রভাব নিয়ে। মানসিকতায় হানা দিয়েছে চাপ, হতাশা, অধৈর্য। দিনের পর দিন বেড়েছে আতঙ্ক। এর অন্যতম কারণ চাকরি হারানো, হুমকির মুখে থাকা ক্যারিয়ার, আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়া এবং দ্রুত এই অবস্থা থেকে ফিরে আসার কোনো আশার বাণী না থাকা।
তবে একে জ্ঞানের স্বল্পতা কিংবা বিজ্ঞানের হার বলা যাবে না। মোটা দাগে বললে বলতে হবে ‘রাজনীতিবিদদের ব্যর্থতা’। সংক্রমণের প্রথম থেকেই তথ্য গোপন করে আসছে চীন প্রশাসন। উৎসের ব্যাপারে তথ্য দিতেও গড়িমসি করছে দেশটির সরকার। করোনায় কোন নীতিতে দেশ চলবে এখনো তা ঠিক করতে পারেনি মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত আটকে যাচ্ছে আদালতে। অলিম্পিক নিয়ে জাপান সরকারের এবং নোভাক জোকোভিচকে নিয়ে অস্ট্রেলিয়ার পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে সিদ্ধান্ত কতটা ‘অপরিপক্ব’ হতে পারে। লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে ‘পার্টি’ করে নেতাদের আসল চরিত্রের একটি প্রতিচ্ছবিই যেন দেখিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর বাইরে করোনায় গণতন্ত্র হারিয়েছে তার মূল চিত্র। ব্যক্তিগত এবং মত প্রকাশের স্বাধীনতা বন্দী হয়েছে নেতাদের হাতে। কিন্তু কথা ছিল সব তথ্য পেয়ে, তা বিশ্লেষণ করে, কার্যকর সামাজিক দূরত্ব এবং টিকাদান কার্যক্রম নিশ্চিত করেই এক সঙ্গে এগিয়ে যাওয়ার। তবে আশার কথা হচ্ছে, করোনায় মৃত্যু কমানো গেছে। ধীরে ধীরে সাধারণ ফ্লু জাতীয় রোগে পরিণত হচ্ছে। এ ভাইরাস আমাদের সঙ্গে থেকেই যাবে, এমন ধরে নিয়ে এগিয়ে গেলেই বরং ভালো।
বিশ্লেষণ সম্পর্কিত আরও পড়ুন:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
২১ ঘণ্টা আগেপরিশেষে বলা যায়, হাসিনার চীনা ধাঁচের স্বৈরশাসক শাসিত রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস ব্যর্থ হয় একাধিক কারণে। তাঁর বৈষম্যমূলক এবং এলিটপন্থী বাঙালি-আওয়ামী আদর্শ জনসাধারণ গ্রহণ করেনি, যা চীনের কমিউনিস্ট পার্টির গণমুখী আদর্শের বিপরীত। ২০২১ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা তাঁর শাসনকে দুর্বল করে দেয়, পাশাপাশি
৫ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় মোটামুটি সারা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। বাদ যায়নি তাঁর প্রতিবেশী দেশগুলো। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই জয়ের বড় প্রভাব পড়বে প্রতিবেশী দেশগুলোয়।
৭ দিন আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বিশ্বের অনেক অঞ্চলে নতুন উদ্বেগ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, ইউক্রেন গভীরভাবে উদ্বিগ্ন, আর ইসরায়েল অনেকটা খুশিতে উদ্বেলিত। তবে বিশেষ নজরে আছে পারস্য উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলো।
৮ দিন আগে