অনলাইন ডেস্ক
এ যেন এক যুদ্ধ পরিস্থিতি। কূটনৈতিক অঙ্গন ছাড়িয়ে বিষয়টি এখন ছড়িয়ে পড়েছে ভারতের সাধারণ মানুষের মধ্যেও। শুরুটা হয়েছিল সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে। লাক্ষাদ্বীপ সাগরের মালাবার উপকূলে। ভারত নিয়ন্ত্রিত কতগুলো প্রবাল দ্বীপ নিয়ে এই অঞ্চলটির অবস্থান।
সবকিছু ঠিকই ছিল। লাক্ষাদ্বীপের জলে-স্থলে মুক্ত বালকের মতো বেশ খোশমেজাজে ঘুরে বেড়িয়েছেন মোদি। সেসবের ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গত কয়েক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। দেশের মানুষকে মালদ্বীপ না গিয়ে লাক্ষাদ্বীপ ভ্রমণেরও আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এ অবস্থায় গোলমাল বেধে যায় মোদির ভ্রমণ নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা মোদিকে ‘পুতুল’, ‘ভাঁড়’ বলে অবমাননাকর মন্তব্য করেন। এমনকি লাক্ষাদ্বীপকে নিয়েও তাঁরা উপহাস করেন।
মালদ্বীপের মন্ত্রীদের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে নয়াদিল্লি। তোলপাড় শুরু হয় দুই দেশেই। মালদ্বীপের ভারতপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এ ধরনের মন্তব্যকে ‘ভয়াবহ’ আখ্যা দেন এবং বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জুর সরকারকে এ বিষয়ে সাবধানতা অবলম্বনের কথা বলেন।
ঘটনার জের ধরে গতকাল রোববার তিন মন্ত্রীকেই বরখাস্ত করে মুইজ্জুর সরকার। শুধু তা-ই নয়, আজ সোমবার ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকেও তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগের কথা হাইকমিশনারকে জানিয়ে দেওয়া হয়। বলা হয়—দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের দায়িত্ব এখন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকেই নিতে হবে।
মোদিকে নিয়ে মন্তব্য করা তিন জুনিয়র মন্ত্রীর মধ্যে দুজনই নারী। ধারণা করা হয়, তাঁরা দুজনই প্রেসিডেন্ট মুইজ্জুর মুখপাত্র হিসেবে কাজ করেন। তাঁদের আচরণের বিষয়ে মুইজ্জুর নীরবতা নিয়েও প্রশ্ন তোলে নয়াদিল্লি।
এ তো গেল কূটনীতিক পর্যায়ের কর্মকাণ্ড। বিষয়টি ভারতের সাধারণ মানুষকেও নাড়া দিয়েছে। এই ঘটনার পর অনেক ভারতীয় তাঁদের পূর্বনির্ধারিত মালদ্বীপ সফর বাতিল করেছেন। প্রতিবছরই ভারতের অসংখ্য পর্যটক মালদ্বীপে ছুটি কাটাতে যান। এবার দেশটির বলিউড তারকা, ক্রিকেটার থেকে শুরু করে অসংখ্য মানুষ আওয়াজ তুলেছেন—ছুটি কাটাতে এখন থেকে আর মালদ্বীপ নয়, লাক্ষাদ্বীপই হোক নতুন গন্তব্য। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেকেই মালদ্বীপের টিকিট কাটা থাকলেও তা বাতিল করে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ‘ভারতের শত্রু’ হয়ে উঠেছে মালদ্বীপ।
তবে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের এমন অবনতি শুরু হয় মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ ভ্রমণেরও আগে থেকে। গত বছর মালদ্বীপের নির্বাচনে ভারতপন্থী প্রেসিডেন্ট পরাজিত হলে ক্ষমতায় আসেন চীনপন্থী হিসেবে পরিচিত মুইজ্জু। এর পর থেকেই দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। মুইজ্জুর আগে ‘ভারতপন্থী’ হিসেবে পরিচিত ইব্রাহিম মহম্মদ সোলি প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল। সোলির আমলে মালদ্বীপ সফরেও গিয়েছিলেন মোদি। সে সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, মালদ্বীপের জলসীমায় পরীক্ষামূলক কর্মকাণ্ড চালাবে ভারতীয় নৌসেনা। পাশাপাশি মালদ্বীপেও মোতায়েন থাকবে ভারতীয় কিছু সেনা।
এদিকে মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পরই জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এই ঘটনার জের ধরেই সম্প্রতি লাক্ষাদ্বীপ সফর করে ওই অঞ্চলটিকে দেশের মানুষের কাছে মালদ্বীপের বিকল্প হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। সেই অর্থে মালদ্বীপের মন্ত্রীদের মন্তব্যের জের ধরে সেই দেশের প্রতি ভারতের সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা মোদির ইচ্চারই প্রতিফলন। এ বিষয়ে কারও সন্দেহ আছে কি?
এ যেন এক যুদ্ধ পরিস্থিতি। কূটনৈতিক অঙ্গন ছাড়িয়ে বিষয়টি এখন ছড়িয়ে পড়েছে ভারতের সাধারণ মানুষের মধ্যেও। শুরুটা হয়েছিল সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণকে কেন্দ্র করে। লাক্ষাদ্বীপ সাগরের মালাবার উপকূলে। ভারত নিয়ন্ত্রিত কতগুলো প্রবাল দ্বীপ নিয়ে এই অঞ্চলটির অবস্থান।
সবকিছু ঠিকই ছিল। লাক্ষাদ্বীপের জলে-স্থলে মুক্ত বালকের মতো বেশ খোশমেজাজে ঘুরে বেড়িয়েছেন মোদি। সেসবের ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গত কয়েক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। দেশের মানুষকে মালদ্বীপ না গিয়ে লাক্ষাদ্বীপ ভ্রমণেরও আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এ অবস্থায় গোলমাল বেধে যায় মোদির ভ্রমণ নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা মোদিকে ‘পুতুল’, ‘ভাঁড়’ বলে অবমাননাকর মন্তব্য করেন। এমনকি লাক্ষাদ্বীপকে নিয়েও তাঁরা উপহাস করেন।
মালদ্বীপের মন্ত্রীদের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে নয়াদিল্লি। তোলপাড় শুরু হয় দুই দেশেই। মালদ্বীপের ভারতপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এ ধরনের মন্তব্যকে ‘ভয়াবহ’ আখ্যা দেন এবং বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জুর সরকারকে এ বিষয়ে সাবধানতা অবলম্বনের কথা বলেন।
ঘটনার জের ধরে গতকাল রোববার তিন মন্ত্রীকেই বরখাস্ত করে মুইজ্জুর সরকার। শুধু তা-ই নয়, আজ সোমবার ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারকেও তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগের কথা হাইকমিশনারকে জানিয়ে দেওয়া হয়। বলা হয়—দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের দায়িত্ব এখন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকেই নিতে হবে।
মোদিকে নিয়ে মন্তব্য করা তিন জুনিয়র মন্ত্রীর মধ্যে দুজনই নারী। ধারণা করা হয়, তাঁরা দুজনই প্রেসিডেন্ট মুইজ্জুর মুখপাত্র হিসেবে কাজ করেন। তাঁদের আচরণের বিষয়ে মুইজ্জুর নীরবতা নিয়েও প্রশ্ন তোলে নয়াদিল্লি।
এ তো গেল কূটনীতিক পর্যায়ের কর্মকাণ্ড। বিষয়টি ভারতের সাধারণ মানুষকেও নাড়া দিয়েছে। এই ঘটনার পর অনেক ভারতীয় তাঁদের পূর্বনির্ধারিত মালদ্বীপ সফর বাতিল করেছেন। প্রতিবছরই ভারতের অসংখ্য পর্যটক মালদ্বীপে ছুটি কাটাতে যান। এবার দেশটির বলিউড তারকা, ক্রিকেটার থেকে শুরু করে অসংখ্য মানুষ আওয়াজ তুলেছেন—ছুটি কাটাতে এখন থেকে আর মালদ্বীপ নয়, লাক্ষাদ্বীপই হোক নতুন গন্তব্য। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেকেই মালদ্বীপের টিকিট কাটা থাকলেও তা বাতিল করে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ‘ভারতের শত্রু’ হয়ে উঠেছে মালদ্বীপ।
তবে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের এমন অবনতি শুরু হয় মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ ভ্রমণেরও আগে থেকে। গত বছর মালদ্বীপের নির্বাচনে ভারতপন্থী প্রেসিডেন্ট পরাজিত হলে ক্ষমতায় আসেন চীনপন্থী হিসেবে পরিচিত মুইজ্জু। এর পর থেকেই দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। মুইজ্জুর আগে ‘ভারতপন্থী’ হিসেবে পরিচিত ইব্রাহিম মহম্মদ সোলি প্রেসিডেন্ট থাকা অবস্থায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল। সোলির আমলে মালদ্বীপ সফরেও গিয়েছিলেন মোদি। সে সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, মালদ্বীপের জলসীমায় পরীক্ষামূলক কর্মকাণ্ড চালাবে ভারতীয় নৌসেনা। পাশাপাশি মালদ্বীপেও মোতায়েন থাকবে ভারতীয় কিছু সেনা।
এদিকে মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পরই জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এই ঘটনার জের ধরেই সম্প্রতি লাক্ষাদ্বীপ সফর করে ওই অঞ্চলটিকে দেশের মানুষের কাছে মালদ্বীপের বিকল্প হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। সেই অর্থে মালদ্বীপের মন্ত্রীদের মন্তব্যের জের ধরে সেই দেশের প্রতি ভারতের সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা মোদির ইচ্চারই প্রতিফলন। এ বিষয়ে কারও সন্দেহ আছে কি?
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
২০ ঘণ্টা আগেপরিশেষে বলা যায়, হাসিনার চীনা ধাঁচের স্বৈরশাসক শাসিত রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস ব্যর্থ হয় একাধিক কারণে। তাঁর বৈষম্যমূলক এবং এলিটপন্থী বাঙালি-আওয়ামী আদর্শ জনসাধারণ গ্রহণ করেনি, যা চীনের কমিউনিস্ট পার্টির গণমুখী আদর্শের বিপরীত। ২০২১ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা তাঁর শাসনকে দুর্বল করে দেয়, পাশাপাশি
৫ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় মোটামুটি সারা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। বাদ যায়নি তাঁর প্রতিবেশী দেশগুলো। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই জয়ের বড় প্রভাব পড়বে প্রতিবেশী দেশগুলোয়।
৭ দিন আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বিশ্বের অনেক অঞ্চলে নতুন উদ্বেগ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, ইউক্রেন গভীরভাবে উদ্বিগ্ন, আর ইসরায়েল অনেকটা খুশিতে উদ্বেলিত। তবে বিশেষ নজরে আছে পারস্য উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলো।
৮ দিন আগে