আজকের পত্রিকা ডেস্ক
আসাম, মেঘালয়, অরুণাচল, মিজোরামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে চলতি বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ব্যাপক বন্যা শুরু হয়েছে। এতে খেত-খামার, গবাদিপশু ছাড়াও ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে এক লাখের বেশি ঘরবাড়ি।
সবাই বলছে, অতিবৃষ্টির কারণে এমনটি হচ্ছে। কিন্তু হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেল কেন? এর জবাব খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় এবং মহাসাগরীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক রঘু মুর্তুগুদ্দে স্ক্রলডটকমে লেখেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এক দশকে বৃষ্টিপাত, অনাবৃষ্টি তথা জলবায়ুতে বড় পরিবর্তন এসেছে। বিভিন্ন কারণে দীর্ঘ সময় ধরে এ পরিবর্তন হয়েছে।
বায়ুমণ্ডলের এসব পরিবর্তনের কারণে কয়েক দিন টানা বৃষ্টিপাত হলেও এক বর্ষা মৌসুমের মোট বৃষ্টিপাত কমেছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে দাবদাহ-সংক্রান্ত দূষণ বেড়েছে। বায়ুমণ্ডলের চক্রে পরিবর্তন আসায় ওলটপালট হয়ে গেছে বর্ষা মৌসুমের স্বাভাবিক ধারা।
এসব অঞ্চলে এক দশকে হঠাৎ অতিবৃষ্টি বা অনাবৃষ্টির আরেকটি কারণ ‘লো-প্রেশার সিস্টেমের’ সংখ্যা হ্রাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া লো-প্রেশার সিস্টেম স্থলভাগের বৃষ্টিপাতের মাত্রা-পরিমাণ নির্ধারণ করে। এটা যেহেতু কমেছে, তাই বৃষ্টিপাতের ছন্দও ব্যাহত হচ্ছে। এ অঞ্চলে বর্ষা মৌসুমের ৫০ শতাংশ বৃষ্টি নির্ভর করে লো-প্রেশার সিস্টেমের ওপর।
লো-প্রেশার সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে আরব সাগরের আর্দ্রতা। আরব সাগরের আর্দ্রতার সঙ্গে লো-প্রেশার সিস্টেমের প্রভাব যুক্ত হয়ে এই অঞ্চলে কয়েক দিনে প্রচুর বৃষ্টিপাত হয়। এ দুটি একসঙ্গে যুক্ত হওয়ার ঘটনা কয়েক দশক আগে বছরে গড়ে দুটি হতো। সম্প্রতি তা বেড়ে বছরে গড়ে ছয়টা হচ্ছে।
কেউ যদি প্রশ্ন করে, আরব সাগরের প্রভাব মুম্বাই, কেরালা অঞ্চলে না হয়ে এত দূরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে কেন? এর একটা উত্তর হচ্ছে এই অঞ্চলের বিপুল বন-জঙ্গল। এসব বন-জঙ্গল আর্দ্রতা থেকে শুধু বৃষ্টিকে টেনে নিয়ে আসে না বরং তা ভূমির ব্যবহার বদলে যাওয়ার ফলাফলের সঙ্গে যুক্ত হয়। এতে করে অতিবৃষ্টির ফলে দেখা দেয় ব্যাপক বন্যা ও ভূমিধস।
সুনির্দিষ্ট কোনো অঞ্চলে যখন বৃষ্টিপাত বাড়ে বা কমে, তখন কিন্তু ওই অঞ্চলের তাপমাত্রায় বড় পরিবর্তন আসে। অতিরিক্ত গরমের কাল দীর্ঘ হয়। কোনো অঞ্চলের বায়ুমণ্ডল যখন তৃষ্ণার্ত হয়ে পড়ে, স্বাভাবিকভাবে আর্দ্রতার চাহিদা বেড়ে যায়। গঙ্গা অববাহিকা থেকে এই অতিরিক্ত আর্দ্রতার জোগান আসে। উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের ২০ শতাংশের বেশির ভাগ জোগান দেয় গঙ্গা অববাহিকা।
আসাম, মেঘালয়, অরুণাচল, মিজোরামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে চলতি বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ব্যাপক বন্যা শুরু হয়েছে। এতে খেত-খামার, গবাদিপশু ছাড়াও ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে এক লাখের বেশি ঘরবাড়ি।
সবাই বলছে, অতিবৃষ্টির কারণে এমনটি হচ্ছে। কিন্তু হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেল কেন? এর জবাব খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় এবং মহাসাগরীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক রঘু মুর্তুগুদ্দে স্ক্রলডটকমে লেখেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এক দশকে বৃষ্টিপাত, অনাবৃষ্টি তথা জলবায়ুতে বড় পরিবর্তন এসেছে। বিভিন্ন কারণে দীর্ঘ সময় ধরে এ পরিবর্তন হয়েছে।
বায়ুমণ্ডলের এসব পরিবর্তনের কারণে কয়েক দিন টানা বৃষ্টিপাত হলেও এক বর্ষা মৌসুমের মোট বৃষ্টিপাত কমেছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে দাবদাহ-সংক্রান্ত দূষণ বেড়েছে। বায়ুমণ্ডলের চক্রে পরিবর্তন আসায় ওলটপালট হয়ে গেছে বর্ষা মৌসুমের স্বাভাবিক ধারা।
এসব অঞ্চলে এক দশকে হঠাৎ অতিবৃষ্টি বা অনাবৃষ্টির আরেকটি কারণ ‘লো-প্রেশার সিস্টেমের’ সংখ্যা হ্রাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া লো-প্রেশার সিস্টেম স্থলভাগের বৃষ্টিপাতের মাত্রা-পরিমাণ নির্ধারণ করে। এটা যেহেতু কমেছে, তাই বৃষ্টিপাতের ছন্দও ব্যাহত হচ্ছে। এ অঞ্চলে বর্ষা মৌসুমের ৫০ শতাংশ বৃষ্টি নির্ভর করে লো-প্রেশার সিস্টেমের ওপর।
লো-প্রেশার সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে আরব সাগরের আর্দ্রতা। আরব সাগরের আর্দ্রতার সঙ্গে লো-প্রেশার সিস্টেমের প্রভাব যুক্ত হয়ে এই অঞ্চলে কয়েক দিনে প্রচুর বৃষ্টিপাত হয়। এ দুটি একসঙ্গে যুক্ত হওয়ার ঘটনা কয়েক দশক আগে বছরে গড়ে দুটি হতো। সম্প্রতি তা বেড়ে বছরে গড়ে ছয়টা হচ্ছে।
কেউ যদি প্রশ্ন করে, আরব সাগরের প্রভাব মুম্বাই, কেরালা অঞ্চলে না হয়ে এত দূরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে কেন? এর একটা উত্তর হচ্ছে এই অঞ্চলের বিপুল বন-জঙ্গল। এসব বন-জঙ্গল আর্দ্রতা থেকে শুধু বৃষ্টিকে টেনে নিয়ে আসে না বরং তা ভূমির ব্যবহার বদলে যাওয়ার ফলাফলের সঙ্গে যুক্ত হয়। এতে করে অতিবৃষ্টির ফলে দেখা দেয় ব্যাপক বন্যা ও ভূমিধস।
সুনির্দিষ্ট কোনো অঞ্চলে যখন বৃষ্টিপাত বাড়ে বা কমে, তখন কিন্তু ওই অঞ্চলের তাপমাত্রায় বড় পরিবর্তন আসে। অতিরিক্ত গরমের কাল দীর্ঘ হয়। কোনো অঞ্চলের বায়ুমণ্ডল যখন তৃষ্ণার্ত হয়ে পড়ে, স্বাভাবিকভাবে আর্দ্রতার চাহিদা বেড়ে যায়। গঙ্গা অববাহিকা থেকে এই অতিরিক্ত আর্দ্রতার জোগান আসে। উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের ২০ শতাংশের বেশির ভাগ জোগান দেয় গঙ্গা অববাহিকা।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
১ দিন আগেপরিশেষে বলা যায়, হাসিনার চীনা ধাঁচের স্বৈরশাসক শাসিত রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস ব্যর্থ হয় একাধিক কারণে। তাঁর বৈষম্যমূলক এবং এলিটপন্থী বাঙালি-আওয়ামী আদর্শ জনসাধারণ গ্রহণ করেনি, যা চীনের কমিউনিস্ট পার্টির গণমুখী আদর্শের বিপরীত। ২০২১ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা তাঁর শাসনকে দুর্বল করে দেয়, পাশাপাশি
৫ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় মোটামুটি সারা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। বাদ যায়নি তাঁর প্রতিবেশী দেশগুলো। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই জয়ের বড় প্রভাব পড়বে প্রতিবেশী দেশগুলোয়।
৮ দিন আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বিশ্বের অনেক অঞ্চলে নতুন উদ্বেগ ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, ইউক্রেন গভীরভাবে উদ্বিগ্ন, আর ইসরায়েল অনেকটা খুশিতে উদ্বেলিত। তবে বিশেষ নজরে আছে পারস্য উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলো।
৮ দিন আগে