ডেস্ক রিপোর্ট
সাদা ও তীব্র সাইট্রাস সুগন্ধযুক্ত একটি হাইব্রিড গোলাপের নাম মারিয়া শ্রাইভার। ২০০৪ সালের অক্টোবরে গোলাপটির নামকরণ করা হয় মারিয়া ওয়িংস শ্রাইভারের নাম অনুসারে। শ্রাইভার একজন আমেরিকান সাংবাদিক, লেখক, ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি এবং কেনেডি পরিবারের সদস্য। তিনি দ্য উইমেনস আলঝেইমার মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা।
১৯৫৫ সালের ৬ নভেম্বর শিকাগো শহরের ইলিনয়ের প্রেসবিটারিয়ান হাসপাতালে জন্মেছিলেন মারিয়া। তাঁর বাবা রাজনীতিবিদ সার্জেন্ট শ্রাইভার এবং মা কর্মী ইউনিস কেনেডি। শ্রাইভার তাঁর সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন সিবিএস স্টেশন কেওয়াইডব্লিউ টিভি থেকে।
১৯৮৬ সালে এনবিসি নিউজে যোগদানের আগে স্বল্পসময়ের জন্য সিবিএস মর্নিং নিউজে উপস্থাপনা করেন। টুডে শো এবং এনবিসি নাইটলি নিউজের সাপ্তাহিক সংস্করণেও তিনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার ৩৮তম গভর্নর হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেই প্রদেশের ফার্স্ট লেডি হন মারিয়া। ফার্স্ট লেডি হিসেবে নিজের কাজ করার জন্য ২০০৪ সালে এনবিসি নিউজ ছেড়ে দেন তিনি। তবে এরপর ২০১৩ সালে বিশেষ উপস্থাপক হিসেবে ফিরে আসেন। মারিয়া ফার্স্ট লেডি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্যের অবসান ঘটানোর বাস্তব সমাধান নিয়ে কাজ করা এবং পুরো ক্যালিফোর্নিয়ায় তাঁদের সেবামূলক কাজ করতে উৎসাহিত করেন।
সাদা ও তীব্র সাইট্রাস সুগন্ধযুক্ত একটি হাইব্রিড গোলাপের নাম মারিয়া শ্রাইভার। ২০০৪ সালের অক্টোবরে গোলাপটির নামকরণ করা হয় মারিয়া ওয়িংস শ্রাইভারের নাম অনুসারে। শ্রাইভার একজন আমেরিকান সাংবাদিক, লেখক, ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি এবং কেনেডি পরিবারের সদস্য। তিনি দ্য উইমেনস আলঝেইমার মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা।
১৯৫৫ সালের ৬ নভেম্বর শিকাগো শহরের ইলিনয়ের প্রেসবিটারিয়ান হাসপাতালে জন্মেছিলেন মারিয়া। তাঁর বাবা রাজনীতিবিদ সার্জেন্ট শ্রাইভার এবং মা কর্মী ইউনিস কেনেডি। শ্রাইভার তাঁর সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন সিবিএস স্টেশন কেওয়াইডব্লিউ টিভি থেকে।
১৯৮৬ সালে এনবিসি নিউজে যোগদানের আগে স্বল্পসময়ের জন্য সিবিএস মর্নিং নিউজে উপস্থাপনা করেন। টুডে শো এবং এনবিসি নাইটলি নিউজের সাপ্তাহিক সংস্করণেও তিনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার ৩৮তম গভর্নর হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেই প্রদেশের ফার্স্ট লেডি হন মারিয়া। ফার্স্ট লেডি হিসেবে নিজের কাজ করার জন্য ২০০৪ সালে এনবিসি নিউজ ছেড়ে দেন তিনি। তবে এরপর ২০১৩ সালে বিশেষ উপস্থাপক হিসেবে ফিরে আসেন। মারিয়া ফার্স্ট লেডি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্যের অবসান ঘটানোর বাস্তব সমাধান নিয়ে কাজ করা এবং পুরো ক্যালিফোর্নিয়ায় তাঁদের সেবামূলক কাজ করতে উৎসাহিত করেন।
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
২ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
২ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
২ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
২ দিন আগে