শ্রাবণ মাস চলছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের প্রায় পুরো অংশ এবং রংপুর বিভাগের কিছু অংশে বন্যা হয়ে গেছে। এতে লাখ লাখ মানুষ পানিবন্দী জীবন কাটিয়েছে। পানি নেমে যাওয়ার পরের যেসব সমস্যা, সেগুলোর ভেতর দিয়ে এখন চলতে হচ্ছে ওই সব এলাকার মানুষদের। এক দফা বন্যা হয়ে গেছে, আবার বন্যা হওয়ার আশঙ্কা একেবারে কেটে যায়নি। তাই প্রস্তুতি থাকা ভালো।
দুর্যোগকালে নারী ও শিশুদের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। যেকোনো দুর্যোগে বাসস্থান, খাদ্য, পানীয়, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত, নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা পুরুষদের চেয়ে কঠিনভাবে মোকাবিলা করতে হয় নারীদের। রান্না থেকে শুরু করে শিশু ও বৃদ্ধদের সেবাযত্ন, গবাদিপশু রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ করতে হয়। এর বাইরে খাদ্যশস্য, শাকসবজি বা অন্যান্য ফসলের বীজ এবং জ্বালানি সংরক্ষণের কাজও তাঁরাই করেন। দীর্ঘ মেয়াদে তা নারীর শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে ওঠে।
এসব ক্ষতি এড়ানো হয়তো কঠিন। কিন্তু পূর্বপ্রস্তুতি থাকলে তা হয়তো কিছুটা কমিয়ে আনা সম্ভব।
যা করা যেতে পারে
এসব কাজ দুর্যোগকালে নারীদের কিছুটা হলেও সহায়তা করবে।
শ্রাবণ মাস চলছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের প্রায় পুরো অংশ এবং রংপুর বিভাগের কিছু অংশে বন্যা হয়ে গেছে। এতে লাখ লাখ মানুষ পানিবন্দী জীবন কাটিয়েছে। পানি নেমে যাওয়ার পরের যেসব সমস্যা, সেগুলোর ভেতর দিয়ে এখন চলতে হচ্ছে ওই সব এলাকার মানুষদের। এক দফা বন্যা হয়ে গেছে, আবার বন্যা হওয়ার আশঙ্কা একেবারে কেটে যায়নি। তাই প্রস্তুতি থাকা ভালো।
দুর্যোগকালে নারী ও শিশুদের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। যেকোনো দুর্যোগে বাসস্থান, খাদ্য, পানীয়, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত, নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা পুরুষদের চেয়ে কঠিনভাবে মোকাবিলা করতে হয় নারীদের। রান্না থেকে শুরু করে শিশু ও বৃদ্ধদের সেবাযত্ন, গবাদিপশু রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ করতে হয়। এর বাইরে খাদ্যশস্য, শাকসবজি বা অন্যান্য ফসলের বীজ এবং জ্বালানি সংরক্ষণের কাজও তাঁরাই করেন। দীর্ঘ মেয়াদে তা নারীর শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে ওঠে।
এসব ক্ষতি এড়ানো হয়তো কঠিন। কিন্তু পূর্বপ্রস্তুতি থাকলে তা হয়তো কিছুটা কমিয়ে আনা সম্ভব।
যা করা যেতে পারে
এসব কাজ দুর্যোগকালে নারীদের কিছুটা হলেও সহায়তা করবে।
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
৩ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
৩ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
৩ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
৩ দিন আগে