নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী অস্ট্রীয় ঔপন্যাসিক বের্টা ফন জুটনার। পুরো নাম বের্টা ফেলিতসিটার জোফিয়ে ফ্রাইফ্রাউ ফন জুটনার। ১৮৪৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ শহরে জন্মগ্রহণ করেন বের্টা। ১৮৮৯ সালে ছদ্মনামে প্রকাশিত তাঁর ‘দা মেশিন’ গ্রন্থটি জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রকাশিত উপন্যাস ‘ডাই ওয়াফেন নিডার’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি এনে দিয়েছিল। এই উপন্যাস অবলম্বনে মোট দুটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল।
‘লো ডাউন ইয়োর আর্মস’ উপন্যাস প্রকাশের পরেই শান্তি আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বে পরিণত হন বের্টা। ১৮৯১ সালে তিনি একটি শান্তিকামী সংগঠন প্রতিষ্ঠা করেন।
১৮৯২ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক শান্তিকামী সাময়িকীর সম্পাদক ছিলেন বের্টা ফন জুটনার। আলফ্রেড নোবেল তাঁর সব অর্থ যেসব পুরস্কারের জন্য উইল করে দিয়েছিলেন তার মধ্যে শান্তি পুরস্কার সংযুক্ত করার পেছনে প্রভাব রয়েছে বের্টার। তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘লো ডাউন ইয়োর আর্মস’-এর জন্য ১৯০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে ১৯১৪ সালের ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ৭১ বছর বয়সে মারা যান বের্টা ফন জুটনার।
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী অস্ট্রীয় ঔপন্যাসিক বের্টা ফন জুটনার। পুরো নাম বের্টা ফেলিতসিটার জোফিয়ে ফ্রাইফ্রাউ ফন জুটনার। ১৮৪৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ শহরে জন্মগ্রহণ করেন বের্টা। ১৮৮৯ সালে ছদ্মনামে প্রকাশিত তাঁর ‘দা মেশিন’ গ্রন্থটি জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রকাশিত উপন্যাস ‘ডাই ওয়াফেন নিডার’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি এনে দিয়েছিল। এই উপন্যাস অবলম্বনে মোট দুটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল।
‘লো ডাউন ইয়োর আর্মস’ উপন্যাস প্রকাশের পরেই শান্তি আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বে পরিণত হন বের্টা। ১৮৯১ সালে তিনি একটি শান্তিকামী সংগঠন প্রতিষ্ঠা করেন।
১৮৯২ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক শান্তিকামী সাময়িকীর সম্পাদক ছিলেন বের্টা ফন জুটনার। আলফ্রেড নোবেল তাঁর সব অর্থ যেসব পুরস্কারের জন্য উইল করে দিয়েছিলেন তার মধ্যে শান্তি পুরস্কার সংযুক্ত করার পেছনে প্রভাব রয়েছে বের্টার। তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘লো ডাউন ইয়োর আর্মস’-এর জন্য ১৯০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে ১৯১৪ সালের ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ৭১ বছর বয়সে মারা যান বের্টা ফন জুটনার।
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
২ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
২ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
২ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
২ দিন আগে