কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
সঠিক উপকরণ, নির্দিষ্ট পরিমাণ আর প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি পণ্য মানুষের শরীর কিংবা ত্বকের জন্য বিশেষ উপকারী। তবে কৃত্রিম উপাদানে তৈরি পণ্য যেভাবে বাজার দখল করে আছে, তাতে প্রাকৃতিক কিংবা আয়ুর্বেদিক প্রসাধনীগুলো হালে পানি পাচ্ছে না খুব একটা। এই অবস্থায় একজন উদ্যোক্তা যখন আয়ুর্বেদিক পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হন, তখন অনেকের কাছে তা দুঃসাহসী প্রচেষ্টা মনে হতে পারে।
২০১৭ সালে এমনই একটি পদক্ষেপ নিয়েছিলেন নন্দিতা শারমিন। যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এরপর একটি ব্যাংকে কাজ শুরু করেন। প্রথম সন্তান জন্মের পর কাজে একটু বিরতি নেন। সে সময় সিদ্ধান্ত নেন, ব্যবসা করবেন। ব্যবসার পণ্য হবে সম্পূর্ণ আয়ুর্বেদিক সৌন্দর্য প্রসাধনী। আয়ুর্বেদ কেন–এ প্রশ্নের উত্তরে নন্দিতা জানালেন তাঁর দাদুর গল্প।
নরসিংদীর একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন নন্দিতার দাদু লালমোহন বাউল। পরবর্তী সময়ে দাদুর তৈরি অনেক টোটকা বাবাকেও ব্যবহার করতে দেখেন তিনি। ফলে বলা যায়, আয়ুর্বেদ ও ভেষজ নন্দিতার রক্তে। সে বিষয়ে তাঁর প্রেরণা হয়ে আছেন দাদু লালমোহন বাউল। তাই শিকড়কে অনুসরণ করে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেন নন্দিতা।
ব্যাংকের চাকরি ছেড়ে শিকড়ের টানে এক দিনেই ব্যবসায় নামেননি নন্দিতা শারমিন। পুষ্টি বিষয়ে উচ্চতর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের দ্য স্কুল অব ন্যাচারাল হেলথ সায়েন্সেস থেকে হারবাল বিষয়ে ডিপ্লোমা করেন তিনি। তারপরে মাঠে নামেন কাজ করতে। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘আমলকি’। সেখানে প্রথমে তিনি গবেষণামূলক কাজ শুরু করেন। বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন স্কিন ফর্মুলেশন সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণা চালান। সেখান থেকে জেনেছেন ব্যবহারকারীদের ত্বকের টোন, জীবনধারা, বাজার এবং আবহাওয়া অনুসারে সেরা পণ্যটি বের করার পদ্ধতি সম্পর্কে। এরপর মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে চারজন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে নন্দিতার প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী ১০০ জন।
আমলকি থেকে প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এমন কিছু ভেষজ পণ্য তৈরি হয়, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি কৃত্রিম সুগন্ধি থেকেও মুক্ত। নন্দিতা জানিয়েছেন, গ্রাহকের ত্বকের কথা বিবেচনা করে পণ্য তৈরির চেষ্টা করে তাঁর প্রতিষ্ঠান। কারণ, ত্বকের ধরন অনুসারে পণ্য ব্যবহার করলে ত্বক ভালো থাকে। আমলকির পণ্যগুলোর দাম ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
দক্ষতাবলেই এই ক্ষেত্রটিতে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান নন্দিতা। প্রাথমিকভাবে আমলকি তার নিজস্ব অনলাইন স্টোর দিয়ে যাত্রা শুরু করে। তবে এখন অনেক ই-কমার্স সাইট, সুপারশপ ও বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যায়। আবার শুধু স্পা সেন্টার ও পারলারে ব্যবহার করার জন্য কিছু পণ্য বাজারে এনেছে আমলকি। এর পণ্য বিক্রির অর্থের একটা অংশ দিয়ে নন্দিতা শারমিন ‘স্পিকস’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন।
সঠিক উপকরণ, নির্দিষ্ট পরিমাণ আর প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি পণ্য মানুষের শরীর কিংবা ত্বকের জন্য বিশেষ উপকারী। তবে কৃত্রিম উপাদানে তৈরি পণ্য যেভাবে বাজার দখল করে আছে, তাতে প্রাকৃতিক কিংবা আয়ুর্বেদিক প্রসাধনীগুলো হালে পানি পাচ্ছে না খুব একটা। এই অবস্থায় একজন উদ্যোক্তা যখন আয়ুর্বেদিক পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী হন, তখন অনেকের কাছে তা দুঃসাহসী প্রচেষ্টা মনে হতে পারে।
২০১৭ সালে এমনই একটি পদক্ষেপ নিয়েছিলেন নন্দিতা শারমিন। যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এরপর একটি ব্যাংকে কাজ শুরু করেন। প্রথম সন্তান জন্মের পর কাজে একটু বিরতি নেন। সে সময় সিদ্ধান্ত নেন, ব্যবসা করবেন। ব্যবসার পণ্য হবে সম্পূর্ণ আয়ুর্বেদিক সৌন্দর্য প্রসাধনী। আয়ুর্বেদ কেন–এ প্রশ্নের উত্তরে নন্দিতা জানালেন তাঁর দাদুর গল্প।
নরসিংদীর একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন নন্দিতার দাদু লালমোহন বাউল। পরবর্তী সময়ে দাদুর তৈরি অনেক টোটকা বাবাকেও ব্যবহার করতে দেখেন তিনি। ফলে বলা যায়, আয়ুর্বেদ ও ভেষজ নন্দিতার রক্তে। সে বিষয়ে তাঁর প্রেরণা হয়ে আছেন দাদু লালমোহন বাউল। তাই শিকড়কে অনুসরণ করে ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেন নন্দিতা।
ব্যাংকের চাকরি ছেড়ে শিকড়ের টানে এক দিনেই ব্যবসায় নামেননি নন্দিতা শারমিন। পুষ্টি বিষয়ে উচ্চতর ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের দ্য স্কুল অব ন্যাচারাল হেলথ সায়েন্সেস থেকে হারবাল বিষয়ে ডিপ্লোমা করেন তিনি। তারপরে মাঠে নামেন কাজ করতে। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘আমলকি’। সেখানে প্রথমে তিনি গবেষণামূলক কাজ শুরু করেন। বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন স্কিন ফর্মুলেশন সংগ্রহ করে সেগুলো নিয়ে গবেষণা চালান। সেখান থেকে জেনেছেন ব্যবহারকারীদের ত্বকের টোন, জীবনধারা, বাজার এবং আবহাওয়া অনুসারে সেরা পণ্যটি বের করার পদ্ধতি সম্পর্কে। এরপর মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে চারজন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে নন্দিতার প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মী ১০০ জন।
আমলকি থেকে প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ এমন কিছু ভেষজ পণ্য তৈরি হয়, যা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এমনকি কৃত্রিম সুগন্ধি থেকেও মুক্ত। নন্দিতা জানিয়েছেন, গ্রাহকের ত্বকের কথা বিবেচনা করে পণ্য তৈরির চেষ্টা করে তাঁর প্রতিষ্ঠান। কারণ, ত্বকের ধরন অনুসারে পণ্য ব্যবহার করলে ত্বক ভালো থাকে। আমলকির পণ্যগুলোর দাম ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
দক্ষতাবলেই এই ক্ষেত্রটিতে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চান নন্দিতা। প্রাথমিকভাবে আমলকি তার নিজস্ব অনলাইন স্টোর দিয়ে যাত্রা শুরু করে। তবে এখন অনেক ই-কমার্স সাইট, সুপারশপ ও বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যায়। আবার শুধু স্পা সেন্টার ও পারলারে ব্যবহার করার জন্য কিছু পণ্য বাজারে এনেছে আমলকি। এর পণ্য বিক্রির অর্থের একটা অংশ দিয়ে নন্দিতা শারমিন ‘স্পিকস’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন।
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
২ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
২ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
২ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
২ দিন আগে