মোশারফ হোসেন, ঢাকা
জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে তাপপ্রবাহ বাড়ছে। এতে ভোগান্তিতে পড়ছে সব শ্রেণি-পেশার মানুষ। তাই প্রচণ্ড তাপপ্রবাহ মোকাবিলায় সচেতনতা বাড়াতে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ করার বিষয় হলো, চিফ হিট অফিসারদের সবাই নারী। বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে চিফ হিট অফিসার নিয়োগ দিয়ে থাকে আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশন। স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে তারা। বাংলাদেশের বুশরা আফরিনসহ আটজন নারী পৃথিবীর বিভিন্ন শহরে চিফ হিট অফিসার হিসেবে কাজ করছেন।
জেন গিলবার্ট
২০২১ সালের মে মাসে বিশ্বের প্রথম হিট অফিসার হিসেবে নিয়োগ পান জেন গিলবার্ট। তাঁর কর্মস্থল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি শহর। নিয়োগের পর তাঁর মূল কাজ ছিল প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় যে জায়গাগুলোতে সমন্বয়ের ঘাটতি আছে, সেগুলো নির্দিষ্ট করা। জেন পরিবেশবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং পরে পরিবেশ ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেন। ২০২১ সালে মায়ামি শহরের মেয়র তাঁকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেন।
জেন জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিংবা হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগের চেয়ে প্রচণ্ড তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনে মূল ভূমিকা রাখছে। তাঁরা প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করেন, তারপর একটি টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য বিভাগ, জাতীয় আবহাওয়া সেবা, বিশ্ববিদ্যালয় খাত ও সম্প্রদায়ভিত্তিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বাড়াতে বিভিন্ন ওয়ার্কশপ ও সভা-সেমিনারের আয়োজন করেন।
এলেনি মাইরিভিলি
ইউরোপের প্রথম ও বিশ্বের দ্বিতীয় চিফ হিট অফিসার হিসেবে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের দায়িত্ব পেয়েছিলেন এলেনি মাইরিভিলি। তবে তিনি এ বছরের মার্চ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতিসংঘের বৈশ্বিক চিফ হিট অফিসার হিসেবে প্রতিনিধিত্ব করছেন।
এলিসাভেট বারগিয়ান্নি
মার্চে এলেনি মাইরিভিলির স্থলাভিষিক্ত হন এলিসাভেট বারগিয়ান্নি। অ্যাথেন্সের নগর প্রশাসনে দুই দশক ধরে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন প্রযুক্তিগত ও আর্থিক খাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে কাজ করে এলিসাভেট বেশ সমাদৃত হয়েছেন।
ইউজেনিয়া কার্গবো
আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউন শহরের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এ থেকে নিস্তারের জন্য ফ্রিটাউনে ২০২১ সালের নভেম্বরে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় ইউজেনিয়া কার্গবোকে।
কার্গবো তাঁর দুই সন্তানকে মুক্তভাবে শহরের রাস্তায় হাঁটার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে চান। তাদের যেন হিট স্ট্রোকের ভয় না থাকে, সেই অবস্থা ফ্রিটাউনে তিনি তৈরি করতে চান। প্রচণ্ড তাপপ্রবাহ রুখতে কার্গবো বৃক্ষরোপণ থেকে শুরু করে বর্জ্য সংগ্রহ এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালাচ্ছেন নিয়মিত।
ক্রিস্টিনা হুইডুব্রো টর্নভাল
গত বছরের নভেম্বরে চিলির রাজধানী সান্তিয়াগোতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান ক্রিস্টিনা হুইডুব্রো টর্নভাল। পৌর ও আঞ্চলিক—উভয় স্তরেই পাবলিক পলিসি, নগর-পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়নে প্রকল্প সমন্বয় বিষয়ে ক্রিস্টিনার প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা আছে।
প্রতিবছর সান্তিয়াগোতে প্রচণ্ড দাবদাহের কারণে অনেক মানুষ মারা যায়। মৃতের এই সংখ্যা অন্যান্য সম্মিলিত সব প্রাকৃতিক দুর্যোগ থেকে বেশি। এ ছাড়া উচ্চ তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের কারণে শহরের পানির মজুতে টান পড়ছে। এসব বিষয় সামনে এনে সচেতনতা বাড়াতে শহরের মেয়র ক্রিস্টিনাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেন।
ক্রিস্টিনা মিলনে ও টিফানি ক্রফোর্ড
অন্যান্য শহরে একজন করে চিফ হিট অফিসার থাকলেও অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন দুজন। তাঁদের একজনের নাম ক্রিস্টিনা মিলনে, অন্যজন টিফানি ক্রফোর্ড। মেলবোর্ন হলো চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া ষষ্ঠ শহর। মিলনে ও ক্রফোর্ড প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো অর্জনের পাশাপাশি মেলবোর্নকে
একটি প্রাণবন্ত, দারুণভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং শূন্য কার্বন নিঃসরণের শহর হিসেবে গড়ে তোলার কাজ করছেন।
বুশরা আফরিন
এ মাসে ঢাকার উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার পদে দায়িত্ব পান বুশরা আফরিন। কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করার পাশাপাশি শক্তি ফাউন্ডেশনে নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকট মোকাবিলা এবং নগরে ‘হিট আইল্যান্ডের’ প্রভাব কমানোর জন্য প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন করা বুশরার প্রধান কাজ।
জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে তাপপ্রবাহ বাড়ছে। এতে ভোগান্তিতে পড়ছে সব শ্রেণি-পেশার মানুষ। তাই প্রচণ্ড তাপপ্রবাহ মোকাবিলায় সচেতনতা বাড়াতে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ করার বিষয় হলো, চিফ হিট অফিসারদের সবাই নারী। বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে চিফ হিট অফিসার নিয়োগ দিয়ে থাকে আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশন। স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে তারা। বাংলাদেশের বুশরা আফরিনসহ আটজন নারী পৃথিবীর বিভিন্ন শহরে চিফ হিট অফিসার হিসেবে কাজ করছেন।
জেন গিলবার্ট
২০২১ সালের মে মাসে বিশ্বের প্রথম হিট অফিসার হিসেবে নিয়োগ পান জেন গিলবার্ট। তাঁর কর্মস্থল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি শহর। নিয়োগের পর তাঁর মূল কাজ ছিল প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় যে জায়গাগুলোতে সমন্বয়ের ঘাটতি আছে, সেগুলো নির্দিষ্ট করা। জেন পরিবেশবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন এবং পরে পরিবেশ ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেন। ২০২১ সালে মায়ামি শহরের মেয়র তাঁকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেন।
জেন জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিংবা হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগের চেয়ে প্রচণ্ড তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনে মূল ভূমিকা রাখছে। তাঁরা প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করেন, তারপর একটি টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য বিভাগ, জাতীয় আবহাওয়া সেবা, বিশ্ববিদ্যালয় খাত ও সম্প্রদায়ভিত্তিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বাড়াতে বিভিন্ন ওয়ার্কশপ ও সভা-সেমিনারের আয়োজন করেন।
এলেনি মাইরিভিলি
ইউরোপের প্রথম ও বিশ্বের দ্বিতীয় চিফ হিট অফিসার হিসেবে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের দায়িত্ব পেয়েছিলেন এলেনি মাইরিভিলি। তবে তিনি এ বছরের মার্চ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতিসংঘের বৈশ্বিক চিফ হিট অফিসার হিসেবে প্রতিনিধিত্ব করছেন।
এলিসাভেট বারগিয়ান্নি
মার্চে এলেনি মাইরিভিলির স্থলাভিষিক্ত হন এলিসাভেট বারগিয়ান্নি। অ্যাথেন্সের নগর প্রশাসনে দুই দশক ধরে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন প্রযুক্তিগত ও আর্থিক খাতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে কাজ করে এলিসাভেট বেশ সমাদৃত হয়েছেন।
ইউজেনিয়া কার্গবো
আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউন শহরের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এ থেকে নিস্তারের জন্য ফ্রিটাউনে ২০২১ সালের নভেম্বরে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় ইউজেনিয়া কার্গবোকে।
কার্গবো তাঁর দুই সন্তানকে মুক্তভাবে শহরের রাস্তায় হাঁটার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে চান। তাদের যেন হিট স্ট্রোকের ভয় না থাকে, সেই অবস্থা ফ্রিটাউনে তিনি তৈরি করতে চান। প্রচণ্ড তাপপ্রবাহ রুখতে কার্গবো বৃক্ষরোপণ থেকে শুরু করে বর্জ্য সংগ্রহ এবং সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালাচ্ছেন নিয়মিত।
ক্রিস্টিনা হুইডুব্রো টর্নভাল
গত বছরের নভেম্বরে চিলির রাজধানী সান্তিয়াগোতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান ক্রিস্টিনা হুইডুব্রো টর্নভাল। পৌর ও আঞ্চলিক—উভয় স্তরেই পাবলিক পলিসি, নগর-পরিকল্পনা এবং স্থানীয় উন্নয়নে প্রকল্প সমন্বয় বিষয়ে ক্রিস্টিনার প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা আছে।
প্রতিবছর সান্তিয়াগোতে প্রচণ্ড দাবদাহের কারণে অনেক মানুষ মারা যায়। মৃতের এই সংখ্যা অন্যান্য সম্মিলিত সব প্রাকৃতিক দুর্যোগ থেকে বেশি। এ ছাড়া উচ্চ তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের কারণে শহরের পানির মজুতে টান পড়ছে। এসব বিষয় সামনে এনে সচেতনতা বাড়াতে শহরের মেয়র ক্রিস্টিনাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেন।
ক্রিস্টিনা মিলনে ও টিফানি ক্রফোর্ড
অন্যান্য শহরে একজন করে চিফ হিট অফিসার থাকলেও অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছেন দুজন। তাঁদের একজনের নাম ক্রিস্টিনা মিলনে, অন্যজন টিফানি ক্রফোর্ড। মেলবোর্ন হলো চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া ষষ্ঠ শহর। মিলনে ও ক্রফোর্ড প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো অর্জনের পাশাপাশি মেলবোর্নকে
একটি প্রাণবন্ত, দারুণভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং শূন্য কার্বন নিঃসরণের শহর হিসেবে গড়ে তোলার কাজ করছেন।
বুশরা আফরিন
এ মাসে ঢাকার উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার পদে দায়িত্ব পান বুশরা আফরিন। কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করার পাশাপাশি শক্তি ফাউন্ডেশনে নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকট মোকাবিলা এবং নগরে ‘হিট আইল্যান্ডের’ প্রভাব কমানোর জন্য প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন করা বুশরার প্রধান কাজ।
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
৩ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
৩ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
৩ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
৩ দিন আগে