ডেস্ক রিপোর্ট
নারীর ওপর আরোপিত বিধিনিষেধ ও গোঁড়ামির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠগুলোর অন্যতম রোকেয়া রহমান। শুধু নারীমুক্তি আন্দোলন নয়, তিনি ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক। ফরিদপুর জেলার ভূমিহীন নারীদের স্বনির্ভর করার জন্য চালু করেছিলেন ‘সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদ’। আশির দশকে কয়েক শ গ্রাম এবং কয়েক হাজার নারী এই সংগঠনের অন্তর্ভুক্ত হন।
১৯২৫ সালের ৪ অক্টোবর জন্মেছিলেন রোকেয়া রহমান। শিয়ালদহের লরেটো কনভেন্ট স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু। লেডি ব্র্যাবোর্ন কলেজে ভূগোল বিষয়ে পড়াশোনা করে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে এমএ করেন তিনি। দেশভাগের পর কলকাতা থেকে বাংলাদেশে এসে প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়
থেকে দ্বিতীয়বার ইতিহাসে এমএ ডিগ্রি নিয়ে ফিরে এসে যোগ দেন ইডেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে।
প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতি প্রবল আকর্ষণ থেকে ময়নামতী প্রত্নস্থলের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন রোকেয়া রহমান। ১৯৬৮ সালে তিনি নিযুক্ত হন চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে। উচ্চশিক্ষার জন্য ১৯৭৬ সালে আবারও ইংল্যান্ডে গিয়ে দেশে ফিরে আর শিক্ষকতা পেশায় যোগ দেননি। ২০০০ সালের ২৮ জুলাই মারা যান রোকেয়া রহমান কবীর।
নারীর ওপর আরোপিত বিধিনিষেধ ও গোঁড়ামির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠগুলোর অন্যতম রোকেয়া রহমান। শুধু নারীমুক্তি আন্দোলন নয়, তিনি ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক। ফরিদপুর জেলার ভূমিহীন নারীদের স্বনির্ভর করার জন্য চালু করেছিলেন ‘সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদ’। আশির দশকে কয়েক শ গ্রাম এবং কয়েক হাজার নারী এই সংগঠনের অন্তর্ভুক্ত হন।
১৯২৫ সালের ৪ অক্টোবর জন্মেছিলেন রোকেয়া রহমান। শিয়ালদহের লরেটো কনভেন্ট স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু। লেডি ব্র্যাবোর্ন কলেজে ভূগোল বিষয়ে পড়াশোনা করে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে এমএ করেন তিনি। দেশভাগের পর কলকাতা থেকে বাংলাদেশে এসে প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকায় স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়
থেকে দ্বিতীয়বার ইতিহাসে এমএ ডিগ্রি নিয়ে ফিরে এসে যোগ দেন ইডেন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে।
প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতি প্রবল আকর্ষণ থেকে ময়নামতী প্রত্নস্থলের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন রোকেয়া রহমান। ১৯৬৮ সালে তিনি নিযুক্ত হন চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে। উচ্চশিক্ষার জন্য ১৯৭৬ সালে আবারও ইংল্যান্ডে গিয়ে দেশে ফিরে আর শিক্ষকতা পেশায় যোগ দেননি। ২০০০ সালের ২৮ জুলাই মারা যান রোকেয়া রহমান কবীর।
প্রবাদ আছে, দুঃসাহসে দুঃখ হয়। কিন্তু বাগেরহাটের প্রজাপতি স্কোয়াড দুঃসাহসে ভর করে আলোর মুখোমুখি দাঁড়িয়ে। আমাদের সমাজ বাস্তবতায় বাল্যবিবাহ রুখে দেওয়া এখনো যে কতটা কঠিন কাজ, তা কারও অজানা নয়। সেই কঠিন কাজই করে চলেছে বাগেরহাটের কিশোরীরা। প্রজাপতি স্কোয়াড নামে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে তার
২ দিন আগেগাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ছয় মাসের মধ্যে নিহত হয়েছে ৩৪ হাজার ৫০০ জনের বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন বা ওএইচসিএইচআর এ তথ্য জানিয়েছে। তাদের
২ দিন আগেআপনি শিক্ষিত ও সচেতন একজন মানুষ। সম্পর্কের একটি সুন্দর পর্যায়ে আছেন। তবে আপনার সঙ্গীর যে সমস্যার কথা উল্লেখ করেছেন, তা কিন্তু বড় ধরনের আবেগীয়
২ দিন আগেশওকত আরা খন্দকার ওরফে ঝর্ণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঘর-সংসার সামলে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
২ দিন আগে