অনলাইন ডেস্ক
মার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের। সেখানকার বেনার এল্ক শহরের একজন কাঠমিস্ত্রি জেরি হিকস। ওই ২০ ডলার দিয়ে একটি এক্সট্রিম ক্যাশ স্ক্র্যাচ-অফ লটারি টিকিট কেনেন বলে জানান তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে।
‘আমি যে টিকিটটা খুঁজছিলাম সেটা না পাওয়ায় অন্য একটি কিনি।’ বলেন জেরি। আর ওই টিকিট ঘষতেই জিতে যান দশ লাখ ডলার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি হেডকোয়ার্টার্সে গিয়ে পুরস্কারটা দাবি করেন জেরি। লটারির নিয়ম অনুযায়ী পুরো টাকাটা ২০ বছরের কিস্তিতে নেওয়া যায়। আবার একবারেও নেওয়া যায়, তবে সেক্ষেত্রে মেলে ছয় লাখ ডলার। সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয় জেরি হিকস একসঙ্গে ছয় লাখ ডলার নেওয়াটাই বেছে নিয়েছেন।
কর পরিশোধের পর হিকস চার লাখ ২৯ হাজার ৭ ডলার বাড়িতে নিতে পেরেছেন বলে জানা গেছে নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ সূত্রে।
হিকস এই অর্থ তাঁর সন্তানদের পেছনে এবং ৫৬ বছরের কাঠ-মিস্ত্রির পেশা থেকে অবসর নিয়ে আরামে বাকি জীবনটা কাটাতে ব্যয় করতে চান।
তবে এর আগে এই লটারি বিজয় উদ্যাপন করতে চান তিনি।
‘আমরা সোজা গোল্ডেন কোরালে (বিখ্যাত চেইন বাফেট শপ) চলে যাব এবং তাদের যা কিছু আছে সবই খেয়ে নেব।’ বলেন তিনি
মার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের। সেখানকার বেনার এল্ক শহরের একজন কাঠমিস্ত্রি জেরি হিকস। ওই ২০ ডলার দিয়ে একটি এক্সট্রিম ক্যাশ স্ক্র্যাচ-অফ লটারি টিকিট কেনেন বলে জানান তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে।
‘আমি যে টিকিটটা খুঁজছিলাম সেটা না পাওয়ায় অন্য একটি কিনি।’ বলেন জেরি। আর ওই টিকিট ঘষতেই জিতে যান দশ লাখ ডলার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি হেডকোয়ার্টার্সে গিয়ে পুরস্কারটা দাবি করেন জেরি। লটারির নিয়ম অনুযায়ী পুরো টাকাটা ২০ বছরের কিস্তিতে নেওয়া যায়। আবার একবারেও নেওয়া যায়, তবে সেক্ষেত্রে মেলে ছয় লাখ ডলার। সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয় জেরি হিকস একসঙ্গে ছয় লাখ ডলার নেওয়াটাই বেছে নিয়েছেন।
কর পরিশোধের পর হিকস চার লাখ ২৯ হাজার ৭ ডলার বাড়িতে নিতে পেরেছেন বলে জানা গেছে নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ সূত্রে।
হিকস এই অর্থ তাঁর সন্তানদের পেছনে এবং ৫৬ বছরের কাঠ-মিস্ত্রির পেশা থেকে অবসর নিয়ে আরামে বাকি জীবনটা কাটাতে ব্যয় করতে চান।
তবে এর আগে এই লটারি বিজয় উদ্যাপন করতে চান তিনি।
‘আমরা সোজা গোল্ডেন কোরালে (বিখ্যাত চেইন বাফেট শপ) চলে যাব এবং তাদের যা কিছু আছে সবই খেয়ে নেব।’ বলেন তিনি
হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে কী অবস্থা হবে বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার টয়লেটের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।
৫ দিন আগেসিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে চ্যাটবটটি অদ্ভুতভাবে ব্যবহার করেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন। স্বামীর সঙ্গে ঝগড়ায় চ্যাটজিপিটি ব্যবহার করে করেন তিনি।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়স্ক এক বালিকার পোষা ছাগলকে ধরে পরে জবাই করা হয়। এ কাজে সহায়তা করার অভিযোগ উঠে শাস্টা কাউন্টি শেরিফ অফিসের বিরুদ্ধে। এ অভিযোগ প্রমাণিত হলে শেরিফ অফিসকে তিন লাখ ডলার বা তিন কোটি ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
৮ দিন আগেমার্কিন প্রেসিডেন্টদের অনেকেই জীবনের কোনো না কোনো সময় বিচিত্র সব পেশার সঙ্গে জড়িত ছিলেন। এগুলোর কিছু কিছু এতটাই অস্বাভাবিক যে বিশ্বাসই করতে চাইবে না মন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আজ আমরা পরিচয় করিয়ে দেব এমনই ১০ মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁদের বিচিত্র পেশার সঙ্গে। লেখাটি কোনো পেশাই যে
১০ দিন আগে