পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া বলছে, আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী—গত তিন দশক ধরে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ছিল ৩২ দশমিক ৯ শতাংশ সেখানে ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে তা কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৬ শতাংশে
দেশে বিবাহিত মানুষের সংখ্যা শতকরা প্রায় ৬৪ জন। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, দেশে বিধবা, বিপত্নীক, তালাকপ্রাপ্ত ও বিচ্ছিন্ন দাম্পত্যের মানুষের সংখ্যাও খুব একটা কম
চীনে বিয়ের জনপ্রিয়তা কমার একটি লক্ষণ হলো, চীনারা গাঁটছড়া বাঁধতে এখন দেরি করছেন। আদমশুমারির তথ্য অনুসারে, ২০১০ সালে দেশটিতে প্রথম বিয়ে করার গড় বয়স ছিল ২৪ দশমিক ৮৯ বছর, ২০২০ সালে তা বেড়ে হয় ২৮ দশমিক ৬৭ বছর।
যুক্তরাষ্ট্রে নারীরা এখনো পদ্ধতিগত পক্ষপাত থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। এখনো কর্মক্ষেত্রে তাঁরা পুরুষ সহকর্মীর তুলনায় কম বেতন পান এবং আর্থিকভাবে কম সচ্ছল থাকেন। তবে, যুক্তরাষ্ট্রের আদমশুমারি অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাড়ির মালিকানার ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরাই এগিয়ে।
গত এক দশকে দেশে কৃষিতে কর্মসংস্থান কমেছে ৯ শতাংশের বেশি। একই সময়ে শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে। শিল্প খাতে কর্মসংস্থান বেড়েছে সাড়ে ৩ শতাংশ আর সেবা খাতে বেড়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ।
সংকটাপন্ন অর্থনৈতিক অবস্থা থেকে বেশ দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। গত আগস্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশটির পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, মূল্যস্ফীতির হার কমে এখন ৪ শতাংশে এসেছে। এর আগে জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ।
গত মাসে ৯ হাজারেরও বেশি আফগানিস্তানের নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছে। ইউরোপীয় আদমশুমারি ব্যুরো রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেস।
২০২১ সালের আদমশুমারির পর অস্ট্রেলিয়ার ব্যুরো অব স্ট্যাটিসটিকস শহরের ভৌগোলিক সীমানা পুনর্নির্ধারণ করে। তখন মেলবোর্নের উত্তর-পশ্চিম প্রান্তের সঙ্গে মেলটন জেলাকে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে ২০২১ সালের ২১ জুনে মেলবোর্নের জনসংখ্যা ৪৮ লাখ ৭৫ হাজারে গিয়ে দাঁড়ায়, যা সিডনির চেয়ে ১৮ হাজার ৭০০ জন বেশি।
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, আরে লাল লাল নীল নীল বাত্তি দেইখ্যা নয়ন জুড়াইছে…’ ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘অশিক্ষিত’ নামের বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় গান। ৪৪ বছর আগের জনপ্রিয় সেই গানে গ্রাম থেকে আসা অশিক্ষিত নায়ক রাজ্জাক আর নায়িকা অঞ্জনাকে রঙিন ঢাকার রূপ দেখে বিমোহিত হতে দেখা যায়।
বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন ও নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আছেন ১২ হাজার ৬২৯ জন। নতুন জনশুমারি অনুযায়ী দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি।
কুড়িগ্রামের উলিপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আদমশুমারির নিয়োগের ব্যাপারে কথা বলার জন্য বাড়িতে ডেকে নিয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০) এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।
দেশের প্রকৃত জনসংখ্যা কত, তা জানতে আজ বুধবার থেকে শুরু হয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রম। ‘রাত ১২টা’-কে ‘জিরো আওয়ার’ বা ‘শুমারি রেফারেন্স পয়েন্ট’ হিসেবে ধরে এ শুমারি চলবে ২১ জুন পর্যন্ত। এবার দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে শুমারি পরিচালিত হচ্ছে। জনশুমারির এবারের প্রতিপাদ্য ‘জনশুমারিতে
১০ বছর আগে পঞ্চম জনশুমারির জন্য খরচ হয়েছিল ২৩৭ কোটি টাকা। এ বছর ষষ্ঠ জনশুমারিতে সেই খরচ বেড়ে হয়েছে ১ হাজার ৭৬১ কোটি টাকা। প্রায় সাড়ে সাত গুণ বেশি। আর প্রাথমিক প্রস্তাবে এই খরচ ছিল ১৫ গুণ বেশি। এ নিয়ে বিতর্ক, সমালোচনা, পরিকল্পনামন্ত্রীর হস্তক্ষেপে তা কিছুটা কমেছে। তবে বর্তমান খরচ নিয়েও প্রশ্ন আছে।
জনশুমারি একটা গুরুত্বপূর্ণ কাজ। দেশের নানা পরিকল্পনা নির্ভর করে জনশুমারির ওপর। দেশের কোথায় কি পরিকল্পনা করতে হবে, খাদ্য চাহিদা কত, শিক্ষাব্যবস্থায় কী ধরনের পদক্ষেপ নিতে হবে সবই নির্ভর করে জনশুমারির ওপর।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক ঘোষ সুবব্রত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে। দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সী লোকের সংখ্যা ৭ শতাংশ কমে গেছে। আর ষাটোর্ধ্বদের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে।