অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করা যাবে। এই ফিচারের মাধ্যমে রিল ডাউনলোড করে শেয়ারও করা যাবে। গত জুলাইতে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য প্রথম এই ফিচার আনা হয়। এখন বিশ্বের সকল প্রান্ত থেকে ব্যবহার করা যাবে।
পাবলিক অ্যাকাউন্ট হলেই যে কেউ রিল ডাউনলোড করতে পারবে। কারা রিলস ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। তবে ডাউনলোড করা ভিডিওতে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক, অ্যাকাউন্টটির ইউজারনেম ও অডিওর নাম যুক্ত থাকবে। এই ভিডিও বাণিজ্যি স্বার্থে ব্যবহার করা যাবে না। তবে ডাউনলোডের পর ভিডিগুলো নিয়ে কি করা হবে তা প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ১৮ বছরের কম বয়সীদের পাবলিক অ্যাকাউন্টগুলোয় এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে যে কোনো সময় সেটিংস থেকে এই ফিচার চালু করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিল কেউ ডাউনলোড করতে পারবে না।
রিল ডাউনলোডের অনুমতি যেভাবে দেবেন
১. ভিডিও রেকর্ড করুন ও রিল এডিট করুন। এরপর ডান পাশের নিচে ‘নেক্সট’ বাটনটি চাপুন।
২. নিচের মোর অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করুন।
৪. আবার নিচের দিকে স্ক্রল করে অন্যদের রিল ডাউনলোডের জন্য অনুমতি দিন এবং এই সেটিংস চালু বা বন্ধ করতে ট্যাপ করুন।
৫. সব রিল বা শুধুমাত্র যে রিল আপলোড করছেন তা ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
৬. আগের পেজে যাওয়ার জন্য বাম পাশে ট্যাপ করুন ও নিচের শেয়ার অপশনে ট্যাপ করুন।
প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি যেভাবে চালু করবেন
১. ডান পাশের নিচের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
২. উপরের মোর অপশনে ট্যাপ করুন
৩. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন
৪. প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর রিলস ও রিমিক্সে ট্যাপ করুন।
৫. টগল অপশন অন করে অন্যদের রিলস ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
ইনস্টাগ্রাম পাবলিক অ্যাকাউন্ট থেকে রিল ডাউনলোড করা যাবে। এই ফিচারের মাধ্যমে রিল ডাউনলোড করে শেয়ারও করা যাবে। গত জুলাইতে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য প্রথম এই ফিচার আনা হয়। এখন বিশ্বের সকল প্রান্ত থেকে ব্যবহার করা যাবে।
পাবলিক অ্যাকাউন্ট হলেই যে কেউ রিল ডাউনলোড করতে পারবে। কারা রিলস ডাউনলোড করতে পারবে তা অ্যাকাউন্টের প্রাইভেসি থেকে নির্ধারণ করা যাবে। তবে ডাউনলোড করা ভিডিওতে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক, অ্যাকাউন্টটির ইউজারনেম ও অডিওর নাম যুক্ত থাকবে। এই ভিডিও বাণিজ্যি স্বার্থে ব্যবহার করা যাবে না। তবে ডাউনলোডের পর ভিডিগুলো নিয়ে কি করা হবে তা প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, ১৮ বছরের কম বয়সীদের পাবলিক অ্যাকাউন্টগুলোয় এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকবে। তবে যে কোনো সময় সেটিংস থেকে এই ফিচার চালু করা যাবে। তবে প্রাইভেট অ্যাকাউন্টের রিল কেউ ডাউনলোড করতে পারবে না।
রিল ডাউনলোডের অনুমতি যেভাবে দেবেন
১. ভিডিও রেকর্ড করুন ও রিল এডিট করুন। এরপর ডান পাশের নিচে ‘নেক্সট’ বাটনটি চাপুন।
২. নিচের মোর অপশনে ট্যাপ করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করুন।
৪. আবার নিচের দিকে স্ক্রল করে অন্যদের রিল ডাউনলোডের জন্য অনুমতি দিন এবং এই সেটিংস চালু বা বন্ধ করতে ট্যাপ করুন।
৫. সব রিল বা শুধুমাত্র যে রিল আপলোড করছেন তা ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
৬. আগের পেজে যাওয়ার জন্য বাম পাশে ট্যাপ করুন ও নিচের শেয়ার অপশনে ট্যাপ করুন।
প্রাইভেসি সেটিংস থেকে ফিচারটি যেভাবে চালু করবেন
১. ডান পাশের নিচের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
২. উপরের মোর অপশনে ট্যাপ করুন
৩. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন
৪. প্রাইভেসিতে ট্যাপ করুন। এরপর রিলস ও রিমিক্সে ট্যাপ করুন।
৫. টগল অপশন অন করে অন্যদের রিলস ডাউনলোডের অনুমতি দিতে পারবেন।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে