অনলাইন ডেস্ক
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
থ্রেডসে ইতিমধ্যেই এমন একটি ফিড দেখা যায়, যেখানে শুধুমাত্র তাদের ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখা যায়। তবে অ্যালগরিদমভিত্তিক ফিডটি ব্যবহারকারীরা অ্যাপটি খুললে দেখানো হয়।
থ্রেডসের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ‘আমরা র্যাংকিংগুলো নতুনভাবে সাজাচ্ছি যাতে আপনি যাদের অনুসরণ করেন, তাদের কনটেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর মানে হলো—‘আপনি যাদের অনুসরণ করেন না, তাদের পোস্ট কম দেখবেন এবং যাদের অনুসরণ করেন, তাদের পোস্ট বেশি দেখবেন।’
এই আপডেটটির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরা বেশি প্রভাবিত হবে। কারণ অ্যালগরিদমের মাধ্যমে তাদের পোস্টগুলো এমন ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চান যারা তাদের ফলো করে না। তবে আপডেট হওয়া অ্যালগরিদমের ফলে তাদের ফলোয়াররা তাদের পোস্ট আরও বেশি দেখতে পাবে।
তবে প্ল্যাটফর্মটি পরিবর্তনটি নিয়ে আসা হচ্ছে কেন তা স্পষ্ট করেনি মোসেরি। চলতি বছরের জুলাইয়ে থ্রেডসে ১৭৫ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে এক্সের মতো এটিও বট সমস্যায় আক্রান্ত। থ্রেডস এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় কনটেন্ট পুনঃপ্রকাশ করে বটগুলো। বিশেষত যেসব পোস্ট অনেক এনগেজমেন্ট পায়। বিষয়টি ব্যবহারকারীরা জন্য বেশ বিরক্তিকর। সর্বশেষ অ্যালগরিদম আপডেটের ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টগুলো পোস্ট কম দেখতে পাবেন যেগুলো তারা অনুসরণ করে না।
এই সপ্তাহে ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিড তৈরি করার সুবিধা চালু করেছে সামাজিক নেটওয়ার্ক থ্রেডস। এটি ব্যবহারকারীদের কনটেন্টের ধরন নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দিচ্ছে। এই কাস্টম ফিডগুলোর পাশাপাশি থ্রেডসে আলাদা ফলোয়িং ফিডও রয়েছে। তবে অ্যাপটি ডিফল্টভাবে অ্যালগরিদমিক ফর ইউ ফিডে প্রদর্শিত হয়।
বর্তমানে এক্স ছেড়ে আরেক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই–এ চলে যাচ্ছেন অনেক ব্যবহারকারী। এর ব্যবহারকারী ২ কোটিরও বেশি ছাড়িয়েছে। যদিও থ্রেডসের ২৭৫ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েব এর মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই এমনটাই জানিয়েছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
থ্রেডসে ইতিমধ্যেই এমন একটি ফিড দেখা যায়, যেখানে শুধুমাত্র তাদের ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখা যায়। তবে অ্যালগরিদমভিত্তিক ফিডটি ব্যবহারকারীরা অ্যাপটি খুললে দেখানো হয়।
থ্রেডসের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ‘আমরা র্যাংকিংগুলো নতুনভাবে সাজাচ্ছি যাতে আপনি যাদের অনুসরণ করেন, তাদের কনটেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর মানে হলো—‘আপনি যাদের অনুসরণ করেন না, তাদের পোস্ট কম দেখবেন এবং যাদের অনুসরণ করেন, তাদের পোস্ট বেশি দেখবেন।’
এই আপডেটটির মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরা বেশি প্রভাবিত হবে। কারণ অ্যালগরিদমের মাধ্যমে তাদের পোস্টগুলো এমন ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চান যারা তাদের ফলো করে না। তবে আপডেট হওয়া অ্যালগরিদমের ফলে তাদের ফলোয়াররা তাদের পোস্ট আরও বেশি দেখতে পাবে।
তবে প্ল্যাটফর্মটি পরিবর্তনটি নিয়ে আসা হচ্ছে কেন তা স্পষ্ট করেনি মোসেরি। চলতি বছরের জুলাইয়ে থ্রেডসে ১৭৫ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে এক্সের মতো এটিও বট সমস্যায় আক্রান্ত। থ্রেডস এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে জনপ্রিয় কনটেন্ট পুনঃপ্রকাশ করে বটগুলো। বিশেষত যেসব পোস্ট অনেক এনগেজমেন্ট পায়। বিষয়টি ব্যবহারকারীরা জন্য বেশ বিরক্তিকর। সর্বশেষ অ্যালগরিদম আপডেটের ফলে ব্যবহারকারীরা এমন অ্যাকাউন্টগুলো পোস্ট কম দেখতে পাবেন যেগুলো তারা অনুসরণ করে না।
এই সপ্তাহে ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিড তৈরি করার সুবিধা চালু করেছে সামাজিক নেটওয়ার্ক থ্রেডস। এটি ব্যবহারকারীদের কনটেন্টের ধরন নিয়ন্ত্রণ করার আরও সুযোগ দিচ্ছে। এই কাস্টম ফিডগুলোর পাশাপাশি থ্রেডসে আলাদা ফলোয়িং ফিডও রয়েছে। তবে অ্যাপটি ডিফল্টভাবে অ্যালগরিদমিক ফর ইউ ফিডে প্রদর্শিত হয়।
বর্তমানে এক্স ছেড়ে আরেক মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই–এ চলে যাচ্ছেন অনেক ব্যবহারকারী। এর ব্যবহারকারী ২ কোটিরও বেশি ছাড়িয়েছে। যদিও থ্রেডসের ২৭৫ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েব এর মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই এমনটাই জানিয়েছে।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে