নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল ইন্টারনেটে বন্ধ করে দেওয়া হয়েছিল ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তবে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলেছে ফেসবুক ও আরও কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর মাধ্যমগুলো সচল হতে শুরু করে।
এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার দাবিতে গণমিছিল কর্মসূচি শুরু হওয়ার আগে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ সার্ভার বন্ধ করা হয়। পাশাপাশি রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ১৮ জুলাই ব্রডব্যান্ডও বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৬ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই ছিল। গত ৩১ জুলাই বিকেলের পর সেগুলোও খুলে দেওয়া হয়।
আন্দোলনকে ঘিরে বারবার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন অনলাইনভিত্তিক ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার, বিটিআরসি, এনটিএমসি বা অপারেটরগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১–এর কোন বিধান বলে, বা সাংবিধানিক কোন অধিকার বলে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে? সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’
মোবাইল ইন্টারনেটে বন্ধ করে দেওয়া হয়েছিল ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তবে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলেছে ফেসবুক ও আরও কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর মাধ্যমগুলো সচল হতে শুরু করে।
এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার দাবিতে গণমিছিল কর্মসূচি শুরু হওয়ার আগে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ সার্ভার বন্ধ করা হয়। পাশাপাশি রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ১৮ জুলাই ব্রডব্যান্ডও বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৬ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই ছিল। গত ৩১ জুলাই বিকেলের পর সেগুলোও খুলে দেওয়া হয়।
আন্দোলনকে ঘিরে বারবার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন অনলাইনভিত্তিক ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার, বিটিআরসি, এনটিএমসি বা অপারেটরগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১–এর কোন বিধান বলে, বা সাংবিধানিক কোন অধিকার বলে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে? সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।
এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
৯ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১২ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৬ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১৭ ঘণ্টা আগে