৫ ঘণ্টা বন্ধ থাকার পর খুলল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ২০: ৪৮
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ২১: ০৯

মোবাইল ইন্টারনেটে বন্ধ করে দেওয়া হয়েছিল ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তবে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও খুলেছে ফেসবুক ও আরও কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার পর মাধ্যমগুলো সচল হতে শুরু করে। 

এর আগে দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার দাবিতে গণমিছিল কর্মসূচি শুরু হওয়ার আগে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ সার্ভার বন্ধ করা হয়। পাশাপাশি রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান। 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ১৮ জুলাই ব্রডব্যান্ডও বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৬ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই ছিল। গত ৩১ জুলাই বিকেলের পর সেগুলোও খুলে দেওয়া হয়।

আন্দোলনকে ঘিরে বারবার সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন অনলাইনভিত্তিক ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকার, বিটিআরসি, এনটিএমসি বা অপারেটরগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১–এর কোন বিধান বলে, বা সাংবিধানিক কোন অধিকার বলে কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে? সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বিকেলে বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত