অনলাইন ডেস্ক
ফেসবুকে বার্তা ও ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেকেই। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। এমনকি ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপও তৈরি হতে পারে। আর তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা গোপন রাখতে চান।
কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হল—
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন।
৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে।
৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে
নির্বাচন করুন।
৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ফেসবুকে বার্তা ও ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেকেই। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। এমনকি ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপও তৈরি হতে পারে। আর তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা গোপন রাখতে চান।
কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হল—
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন।
৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে।
৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে
নির্বাচন করুন।
৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
৯ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১২ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৫ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১৭ ঘণ্টা আগে