অনলাইন ডেস্ক
ফেসবুকে বার্তা ও ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেকেই। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। এমনকি ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপও তৈরি হতে পারে। আর তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা গোপন রাখতে চান।
কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হল—
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন।
৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে।
৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে
নির্বাচন করুন।
৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ফেসবুকে বার্তা ও ছবি পোস্ট করার পর লাইক ও রিঅ্যাকশন সংখ্যা জানার অপেক্ষায় থাকেন অনেকেই। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। এমনকি ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপও তৈরি হতে পারে। আর তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা গোপন রাখতে চান।
কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সহজেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে পারবেন। আবার অনেকেই জানেন না কীভাবে এই কাজটি করতে হয়। ফেসবুক লাইক বা রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরা হল—
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. কম্পিউটারের পছন্দমতো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন।
৩. ওপেরর ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৬. প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৭. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা দেখতে পারবে না অন্যরা। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনাকে দেখাবে না ফেসবুক।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। এটি অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইফোনে নিচের দিকে আনুভূমিক তিনটি লাইনের আইকোন।
৩. স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন দেখাবে।
৪. এখন ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫. সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
৬. এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করুন। এভাবে ফেসুবক পোস্টের লাইক সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
ফেসবুকের অনেক পেজে ব্যবহারকারীরা লাইক দিয়ে থাকে। কোন কোন পেজে লাইক দিয়েছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে লুকাতে চান অনেকেই। এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের লাইক ও রিঅ্যাকশন লুকানো যায় না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. নিজের প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. এখন ‘মোর’ অপশনে ক্লিক করুন ও এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
৩. লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে
নির্বাচন করুন।
৪. এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
৫. এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন ও ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে